খুঁজুন
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ, ১৪৩১

মানবিক বাংলাদেশ গড়াতে আপোষহীন সংগ্রাম অব্যাহত থাকবে: শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
মানবিক বাংলাদেশ গড়াতে আপোষহীন সংগ্রাম অব্যাহত থাকবে: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আমাদের অস্তিত্ব অনেকটাই হারিয়ে ফেলেছি। এই জাতির অস্তিত্ব পাওয়ার লড়াই শুরু করতে হবে। এটি হচ্ছে মর্যাদার লড়াই। এই লড়াইয়ে আমরা বিজয়ী হলে আল্লাহতালা বাংলাদেশের জনগণকে একটা মানবিক বাংলাদেশ দিবে। সেই মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের আপোষহীন সংগ্রাম এবং লড়াই অব্যাহত থাকবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালীর সুবর্ণচরের চর জুবলী ইউনিয়নে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পাশবিক নির্যাতনের শিকার গৃহবধূর বাড়ি পরিদর্শন গিয়ে এক পথ সভায় তিনি এসব কথা বলেন। সুবর্ণচর উপজেলা জামায়াতে ইসলামী এই পথ সভার আয়োজন করে।

সুবর্ণচরে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পাশবিক নির্যাতনের শিকার গৃহবধূর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০১৮ সালে মানুষ রুপি কিছু পশু এখানে বড় ধরনের অপকর্ম করেছে। সেদিন দেশটাকে একটা জাহান্নাম বানিয়ে রাখার কারণে মানুষ মুখ ফুটে প্রতিবাদ করতে পারেনি। এখানে যা হয়েছে, এ রকম নিকৃষ্ট উদাহরণ বাংলাদেশে কম আছে।

তিনি বলেন,মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন বেপরোয়া হয়ে যায়। কেউ যদি অহংবোধ দেখায়, আল্লাহতালা ছাড় দেন, ছেড়ে দেন না। একজন মায়ের সম্মানের মূল্য আমাদের কাছে জীবনের থেকে বেশি। কিন্তু পশুরা সেটা বুঝল না। মানুষ যখন মানুষের সাথে থাকেনা তখন তারা চার পায়ে জন্তু। আবার তারা পশুর চেয়ে খারাপ। মানুষের বিবিকের আদালত হলো পৃথিবীর শ্রেষ্ট আদালত।

ডা.শফিকুর রহমান আরও বলেন, ক্ষমতায় গিয়ে আমরা মানুষের ওপর লাঠি ঘুরাবোনা। ক্ষমতার গরম দেখাবোনা, নিজের কপাল অবৈধ ভাবে বড় করার চেষ্টা করবনা। এটা আমাদের ইচ্ছা নই। আল্লার ভয়ে এবং ভালোবাসার জায়গা থেকে যে মানুষটা মানুষের কাছে শ্রদ্ধার উপযুক্ত, সে শ্রদ্ধা পাবে, আর যে ভালোবাস পাওয়ার যোগ্য সে ভালোবাস পাবে। যেখানে মজলুম থাকবে সেখানে আমরা বাজপাখির মত গিয়ে হাজির হব।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী জামাল উল্যাহ মুকুল, চর জুবলি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হেলাল উদ্দিন, চরবাটা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দিদারুল আলমসহ জামায়াতের নেতৃবৃন্দ।

সিরাজগঞ্জে ব্র্যাকের উদ্যোগে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ

রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ব্র্যাকের উদ্যোগে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ

সিরাজগঞ্জ সদর উপজেলা অফিসে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় প্রতিবন্ধি ব্যক্তিদের সহায়ক উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে দেওয়া হয় হেয়ারিং এইড ৪টি, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির জন্য ১টি চশমা এবং হুইলচেয়ার ১টি।
  
ব্র্যাক সিরাজগঞ্জের উদ্যোগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১০টায় ব্র্যাক অফিস হতে উক্ত উপকরণ বিতরণকালে সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা, ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ রইসউদ্দিন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি অফিসার (সেলপ) মোঃ মাসুদ রানা, দক্ষতা উন্নয়ন কর্মসূচির কর্মসূচি সংগঠক রিপন কুমার মন্ডল, আবদুল সামাদসহ প্রতিবন্ধী ব্যক্তিদের অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাসাইলে তিন ইটভাটাকে সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানা

মোঃ লিটন মিয়া, টাঙ্গাইল
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ণ
বাসাইলে তিন ইটভাটাকে সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানা

টাঙ্গাইলের বাসাইলে তিনটি ইটভাটার মালিককে চার লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।

অভিযানে বাসাইল উপজেলার সদর ইউনিয়নের নাইকানীবাড়ি এলাকার মেসার্স এবিএল ব্রিক ফিল্ড, মেসার্স এইচ এম বি ব্রিক ফিল্ডকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে তিন লাখ টাকা এবং কাশিল ইউনিয়নের বাংড়া এলাকার মেসার্স কিং ব্রিক ফিল্ডকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা জানান,বাসাইল উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় বিভিন্ন ধারা লঙ্ঘনে ৩ ইটভাটাকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে মোট চার লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি বলেন, আমাদের এরকম অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।

আমিরাতে ৬ হাজার প্রবাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩০ অপরাহ্ণ
আমিরাতে ৬ হাজার প্রবাসী গ্রেপ্তার

আমিরাতে ৬ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। জানুয়ারি মাসজুড়ে চলা বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

এর আগে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে প্রবাসীদের জন্যে সাধারণ ক্ষমার সুযোগ দেয় হয়। শুরুতে এই সুযোগ দুই মাসের জন্যে দেয়া হলেও পরবর্তীতে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। আমিরাত সরকারের পক্ষ থেকে বৈধ হওয়ার জন্যে এই সুযোগ পাওয়ার পরেও যারা গ্রহণ করেনি তাদের জন্যে ২০২৫ সালের জানুয়ারিতে চলে বিশেষ অভিযান।

জানা গেছে, একমাসে ২৭০ টিরও বেশি অভিযানে পরিচালনা করে বিভিন্ন দেশের ৬ হাজারেও বেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। আমিরাতের স্থানীয় গণমাধ্যমকে সোমবার দেশটির শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানুয়ারিতে চলা অভিযানে ধরা পড়া প্রবাসীদের ৯৩ শতাংশকে দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তবে গ্রেপ্তাকৃতদের মধ্যে বাংলাদেশি আছে কিনা বা এই সংখ্যা কত তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটির (আইসিপি) মহাপরিচালক মেজর-জেনারেল সুহেল সাইদ আল খাইলি জানান, অভিযান অব্যাহত থাকবে।