খুঁজুন
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন, ১৪৩১

ভারতের ৪০ বছরের রেকর্ড ভাঙলো যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৯ অপরাহ্ণ
ভারতের ৪০ বছরের রেকর্ড ভাঙলো যুক্তরাষ্ট্র

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম রান ডিফেন্ড করে জয়ের নতুন রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। মাত্র ১২২ রান করে ওমানকে ৫৭ রানে হারিয়েছে দলটি। আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ এ ওমানের আল আমেরাতে এই রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র।

এর আগে পূর্ণ ৫০ ওভারের কোনো ওয়ানডেতে সর্বনিম্ন স্কোর ডিফেন্ড করে জয়ের রেকর্ড ছিল ভারতের। ১৯৮৫ সালে আরব আমিরাতের শারজায় রথমেন্স ফোর-ন্যাশনস কাপে পাকিস্তানের বিপক্ষে ১২৫ রান করে ৩৮ রানে জিতেছিল তারা।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র-ওমান ম্যাচটি ছিল স্পিনারদের দখলে। ম্যাচে মোট ৯ জন বোলার ব্যবহার করা হয় এবং সবাই স্পিনার। পুরুষদের ওয়ানডে ইতিহাস এটিই প্রথম ম্যাচ, যেখানে কোনো ফাস্ট বোলার বল করেননি। এর আগে ৪৬৭১টি ওয়ানডে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এমন ঘটনা কখনো ঘটেনি।

ম্যাচের পতন হওয়া ১৯টি উইকেটও ওয়ানডেতে স্পিনারদের সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড করেছে। এর আগে ২০১১ সালে চট্টগ্রামে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডেতে স্পিনাররা ১৯ উইকেট নিয়েছিলেন।

গতকাল যুক্তরাষ্ট্রের নোস্থুশ কেনজিগ ক্যারিয়ারসেরা ১১ রানে ৫ উইকেট শিকার করেন, ফলে ওমান ২৫.৩ ওভারে মাত্র ৬৫ রানে অলআউট হয়।

যুক্তরাষ্ট্র ও ওমান ম্যাচের দুই ইনিংস মিলিয়ে মোট রান হয় মাত্র ১৮৭। উভয় দলই অলআউট হয়েছে, এমন ওয়ানডেতে যা ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড। এর আগে ২০১৪ সালে ভারত-বাংলাদেশ ম্যাচে মাত্র ১৬৩ রান হয়েছিল।

আল আমেরাতে এই টুর্নামেন্টে স্পিনারদের আধিপত্য ও কম রান করা ছিল নিয়মিত ঘটনা। বিশেষ করে স্বাগতিক ওমানের ম্যাচগুলোতে। ওমানের প্রথম ইনিংসে ব্যাট করা ৮টি ম্যাচেই অলআউট হয়েছে ১৭০ রানের কমে, অন্যদিকে বাকি চারটি ম্যাচে স্কোর ছিল ২৪০-এর বেশি।

বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ঢাকা ব্যাংক চেয়ারম্যানের মতবিনিময়

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪০ অপরাহ্ণ
বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ঢাকা ব্যাংক চেয়ারম্যানের মতবিনিময়

সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ ব্যাংক এসোসিয়েশন এর চেয়ারম্যান, পূর্বানী গ্রুপের চেয়ারম্যান, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান ও
বাংলাদেশ টেনিস ফেডারেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল হাই সরকার।

শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা আমাদের বেলকুচির মানুষ সবাই সুস্থ ও সামাজিক নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবেন এবং এমন সংবাদ পরিবেশন করবেন না যাতে আমাদের এলাকার ক্ষতি হয়। এমন সংবাদ পরিবেশনের বিষয়ে লক্ষ রাখান আহ্বান জানান। 

বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন ভূইয়া, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকেরিয়া হোসেন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকসহ গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। এর আগে তাকে প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক তাকে স্বাগত জানানো হয়।

বেলকুচিতে মন্দির থেকে চুরির প্রতিমা ও স্বর্নসহ আরিফকে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ণ
বেলকুচিতে মন্দির থেকে চুরির প্রতিমা ও স্বর্নসহ আরিফকে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার

সিরাজগঞ্জের বেলকুচির দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির থেকে গতমাসে চুরি হওয়া ৩টি পিতলের প্রতিমা ও স্বর্ন উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ। এসময় চুরির দায়ে  হামিদুল ইসলাম ওরফে আরিফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
 
গতকাল শুক্রবার (২১ফেব্রুয়ারি) রাতে উপজেলার বৈলগাছি গ্রামে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আরিফ এনায়েতপুর থানার রুপনাই গ্রামের দাদু শেখের ছেলে। 

বেলকুচি থানার ওসি মো: জাকেরিয়া হোসেন বলেন, গতমাসে ওই মন্দির থেকে পিতলের প্রতিমা ও স্বর্ন চুরির ঘটনা ঘটে। এঘটনায় মামলা হবার পর থেকেই আমরা চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধারে তৎপরতা শুরু করি। এরপর গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে তার শ্বশুরবাড়ি থেকেই চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এবার শামীম-তানিয়ার ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৬ অপরাহ্ণ
এবার শামীম-তানিয়ার ছবি ভাইরাল

ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টির বিয়ের বিয়ের গুঞ্জনে ব্যস্ত নেটিজেনরা। সম্প্রতি দুজনের একটি ভাইরাল ছবি গুঞ্জনকে উষ্কে দিয়েছে। ছবিটিতে শামীম ও বৃষ্টি বিয়ের পোশাকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শামীম একটি ফেসবুকে ছবিটিপোস্ট করেছেন। এরপর থেকে বাতাসে ছড়িয়ে পড়ে তাদের বিয়ের খবরটি।

শামীম তার পোস্টে কোনো ক্যাপশন না থাকায় অনেকেই ধরে নেন, এ দুই তারকা বিয়ে করেছেন।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বিয়ের শুভেচ্ছা জানাতে শুরু করেন।

তবে বিয়ের খবর দ্রুত ভাইরাল হতে শুরু করলে সে পোস্টের কমেন্ট বক্সে নিজের মতামত জানান শামীম।

তিনি বলেন, ‘অভিনন্দন এবং শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিংয়ের ছবি। চিয়ারস।’

অভিনয় ক্যারিয়ারে একসঙ্গে জুটি গড়ে অসংখ্য নাটকে কাজ করেছেন শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি। ব্যক্তিগত জীবনে তারা একে অন্যের ভালো বন্ধু।

অনেকদিন থেকেই অভিনেত্রী অহনার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল শামীমের। অন্যদিকে অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল তানিয়া বৃষ্টির।