খুঁজুন
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন, ১৪৩১

পোল্যান্ডে স্কুল শিক্ষার্থীদের বাধ্যতামূলক অস্ত্র চালানোর প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৩ অপরাহ্ণ
পোল্যান্ডে স্কুল শিক্ষার্থীদের বাধ্যতামূলক অস্ত্র চালানোর প্রশিক্ষণ

পোল্যান্ডে স্কুল শিক্ষার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিরোধ-পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে দেশটি। শিশুরা এই প্রশিক্ষণ উপভোগ করছে, তাদের অভিভাবকরাও গর্বিত।

পোল্যান্ডের স্কারশেভের নিকোলাউস কোপার্নিক্যস একটি সাধারণ প্রাথমিক বিদ্যালয়। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনার সুযোগ আছে এখানে। বিদ্যালয়টিতে ভিন্নমতকেও স্বাভাবিকভাবে নেওয়া হয়।

তবে এটির ব্যায়ামাগারে ঘটে এক অস্বাভাবিক ঘটনা। সেখানে ১৩ থেকে ১৪ বছর বয়সী শিশুরা অ্যাসল্ট রাইফেল ও পিস্তল চালানো শেখে। প্রধান শিক্ষক ইভা গোলিনস্কার তত্ত্বাবধানে প্রশিক্ষণ হয়। তিনি বলেন, পোলিশ বিদ্যালয়গুলোতে এটা বাধ্যতামূলক বিষয়। এবং শুধুমাত্র আগ্নেয়াস্ত্র একত্রিকরণ এবং পরিচালনা শেখানো হয়। আমি মনে করি, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ।

গোলিনস্কা প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের দিকে আলোকপাত করেছেন। পোল্যান্ড বিষয়টি নিয়ে শঙ্কিত হওয়ায় নাগরিকদের দ্রুত অস্ত্র চালানো শেখাচ্ছে।

স্কারশেভের মেয়র ইয়াসেক পাউলি বলেন, “তারা গুলি চালানোর জন্য খুব তরুণ নয়, কারণ অন্যান্য ক্রীড়ার মতো গুলি চালানোর আগ্রহও অল্প বয়স থেকেই গড়ে ওঠে। একারণে সব শিক্ষার্থীর জন্য আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ আয়োজনের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।”

তারা অবশ্য তাজা গোলাবারুদ ব্যবহার করে না। কিন্তু লেজার ব্যবহার করে। সবুজ আলোর অর্থ হচ্ছে গুলি লেগেছে। ক্রজিসটফ পাপাদিস এই পদ্ধতির উদ্ভাবক ও প্রচারক। তার হাতে এখন অনেক কাজ। তিনি বলেন, পোল্যান্ডে আঠারো হাজার বিদ্যালয় রয়েছে। সুরক্ষা প্রশিক্ষণের অংশ হিসেবে তাদের সবাই এই উপকরণ পাবে।

পোল্যান্ডে তিনমাস আগেও গুলি চালানোর প্রশিক্ষণ বাধ্যতামূলক ছিল না। তবে বাধ্যতামূলক হওয়ায় অভিভাবকরা অভিযোগও করছেন না। মনিকা স্টোলিনস্কা নামের এক অভিভাবক বলেন, আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের শিশুরা ইতিহাসের সঠিক দিকে থাকতে চায়। তারা দেশ রক্ষায় এবং দেশপ্রেমিক হতে আগ্রহী।

আরেক অভিভাবক আলিনা লাবুৎস্কার বলেন, আমার মেয়ে ১৪ বছর বয়সী এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমি মনে করি, সে ভবিষ্যৎ নিয়ে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে সক্ষম এবং জীবনে কী করতে চায় জানে।

গঁদাইস্কে ক্রজিসটফ গংশরের আগ্নেয়াস্ত্র ব্যবসা বেশ জমজমাট হয়ে উঠেছে। তিনি বিদ্যালয়ে অস্ত্র চালানোর প্রশিক্ষণকে অস্ত্রবান্ধব পোলিশ সমাজের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন।

তিনি বলেন, আমাদের পক্ষে আগ্নেয়াস্ত্র পাওয়া তুলনামূলকভাবে সহজ। বর্তমানে সম্ভবত ইউরোপের অন্যতম উদার আইন এখানে রয়েছে। পোল্যান্ড অবশেষে এই সিদ্ধান্ত পৌঁছেছে যে আমরা বৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখতে পারি। প্রক্রিয়া খুব সহজ। বলতে গেলে পোল্যান্ডে ড্রাইভিং লাইসেন্সের চেয়ে বন্দুকের লাইসেন্স পাওয়া সহজ।

গুলি চালানোর বাধ্যতামূলক এই প্রশিক্ষণ ইউরোপে অনন্য। ভবিষ্যতে পোল্যান্ডকে রক্ষায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও প্রস্তুত রাখতে এই প্রশিক্ষণ। যদিও শিশুরা আপাতত এটাকে মজা হিসেবেই নিচ্ছে।

তথ্যসূত্র: ডয়চে ভেলে।

বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ঢাকা ব্যাংক চেয়ারম্যানের মতবিনিময়

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪০ অপরাহ্ণ
বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ঢাকা ব্যাংক চেয়ারম্যানের মতবিনিময়

সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ ব্যাংক এসোসিয়েশন এর চেয়ারম্যান, পূর্বানী গ্রুপের চেয়ারম্যান, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান ও
বাংলাদেশ টেনিস ফেডারেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল হাই সরকার।

শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা আমাদের বেলকুচির মানুষ সবাই সুস্থ ও সামাজিক নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবেন এবং এমন সংবাদ পরিবেশন করবেন না যাতে আমাদের এলাকার ক্ষতি হয়। এমন সংবাদ পরিবেশনের বিষয়ে লক্ষ রাখান আহ্বান জানান। 

বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন ভূইয়া, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকেরিয়া হোসেন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকসহ গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। এর আগে তাকে প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক তাকে স্বাগত জানানো হয়।

বেলকুচিতে মন্দির থেকে চুরির প্রতিমা ও স্বর্নসহ আরিফকে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ণ
বেলকুচিতে মন্দির থেকে চুরির প্রতিমা ও স্বর্নসহ আরিফকে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার

সিরাজগঞ্জের বেলকুচির দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির থেকে গতমাসে চুরি হওয়া ৩টি পিতলের প্রতিমা ও স্বর্ন উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ। এসময় চুরির দায়ে  হামিদুল ইসলাম ওরফে আরিফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
 
গতকাল শুক্রবার (২১ফেব্রুয়ারি) রাতে উপজেলার বৈলগাছি গ্রামে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আরিফ এনায়েতপুর থানার রুপনাই গ্রামের দাদু শেখের ছেলে। 

বেলকুচি থানার ওসি মো: জাকেরিয়া হোসেন বলেন, গতমাসে ওই মন্দির থেকে পিতলের প্রতিমা ও স্বর্ন চুরির ঘটনা ঘটে। এঘটনায় মামলা হবার পর থেকেই আমরা চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধারে তৎপরতা শুরু করি। এরপর গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে তার শ্বশুরবাড়ি থেকেই চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এবার শামীম-তানিয়ার ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৬ অপরাহ্ণ
এবার শামীম-তানিয়ার ছবি ভাইরাল

ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টির বিয়ের বিয়ের গুঞ্জনে ব্যস্ত নেটিজেনরা। সম্প্রতি দুজনের একটি ভাইরাল ছবি গুঞ্জনকে উষ্কে দিয়েছে। ছবিটিতে শামীম ও বৃষ্টি বিয়ের পোশাকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শামীম একটি ফেসবুকে ছবিটিপোস্ট করেছেন। এরপর থেকে বাতাসে ছড়িয়ে পড়ে তাদের বিয়ের খবরটি।

শামীম তার পোস্টে কোনো ক্যাপশন না থাকায় অনেকেই ধরে নেন, এ দুই তারকা বিয়ে করেছেন।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বিয়ের শুভেচ্ছা জানাতে শুরু করেন।

তবে বিয়ের খবর দ্রুত ভাইরাল হতে শুরু করলে সে পোস্টের কমেন্ট বক্সে নিজের মতামত জানান শামীম।

তিনি বলেন, ‘অভিনন্দন এবং শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিংয়ের ছবি। চিয়ারস।’

অভিনয় ক্যারিয়ারে একসঙ্গে জুটি গড়ে অসংখ্য নাটকে কাজ করেছেন শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি। ব্যক্তিগত জীবনে তারা একে অন্যের ভালো বন্ধু।

অনেকদিন থেকেই অভিনেত্রী অহনার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল শামীমের। অন্যদিকে অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল তানিয়া বৃষ্টির।