খুঁজুন
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন, ১৪৩১

হামলার আশঙ্কায় অনুমতি দেয়নি প্রশাসন

বাউল সম্রাট রসিদ সরকারের বাড়িতে ওরস আয়োজন পণ্ড

মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৪ অপরাহ্ণ
বাউল সম্রাট রসিদ সরকারের বাড়িতে ওরস আয়োজন পণ্ড

মানিকগঞ্জের বাউল সম্রাট আব্দুর রসিদ সরকারের বাড়ির ফকির মাওলা দরবার শরীফের ৪৯ তম বার্ষিকী অনুষ্ঠান স্থলে হামলা – পালটা হামলার ঘটনা ঘটেছে। যার ফলে পন্ড হয়ে যায় অনুষ্ঠান। তবে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রতি বছরের ন্যায় ২১ ও ২২ ফেব্রুয়ারি ওরস অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক থাকলেও হামলার আশঙ্কায় অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়নি প্রশাসন। মূলত দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা ও ২১ ফেব্রুয়ারি জাতীয় দিবসের কারণে উচ্চতর ঝুঁকি নিতে চাইনি মানিকগঞ্জ প্রশাসন।

ঘটনাস্থলে পৌঁছে প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়,
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই দূর দুরান্ত থেকে আগত ভক্তগণ ঢাক ঢোলের সাথে তাঁদের আনুষ্ঠানিকতা শুরু করে। তবে স্থানীয় একটি মহল এর বিরোধিতা করে দলবল নিয়ে দরবার মাঠে প্রবেশ করে এবং ভক্ত জমায়েত নিয়ে আপত্তি জানায়।
ঘটনাক্রমে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়৷ এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়।

খবর পেয়ে আইন শৃঙ্খখলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিংগাইর থানা পুলিশ সহ প্রশাসনকে পুরো এলাকায় টহল দিতেও দেখা যায়।

দরবারের ভক্তরা বলেন, “আমরা প্রতিবছর এই অনুষ্ঠান করি। কাউকেই ডাকা লাগে না, তারা দেশের বিভিন্ন জেলা থেকে তারিখ অনুযায়ী অটোমেটিক চলে আসে। তবে এবার স্থানীয়দের আপত্তির কারণে প্রশাসন আমাদেরকে অনুষ্ঠান ও মেলার অনুমতি দেয়নি। এটা আমাদের জন্য অনেক কষ্টের।”

অনুষ্ঠানে আপত্তি জানানো স্থানীয়দের কাছে কারণ জানতে চাইলে তারা বলেন, “রসিদ সরকার একজন বড় মাপের মানুষ। তিনি আমাদের নিকট সম্মানিত ব্যক্তি। তাই তিনি এবং তার দরবারের অনুষ্ঠান নিয়ে আমাদের কোনো আপত্তি ছিলো না। কিন্তু উনার ছেলে বাশার সাহেব আওয়ামী লীগের একজন নেতা এবং পৌরসভার মেয়র। তিনি দরবারের নামে নেতাকর্মী, দলবল নিয়ে এটাকে রীতিমতো রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেছেন। তাছাড়া এখানে মাদকের ছড়াছড়ি। তাই আমরা সুস্থ্য পরিবেশ রক্ষার স্বার্থে এবার এই মেলায় আপত্তি জানিয়েছি।”

এ-বিষয়ে স্থানীয় প্রশাসন জানান, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্থানীয় লোকজন আমাদের কাছে মেলার অনুষ্ঠানের বিষয়ে অনেক আগে থেকেই আপত্তি জানিয়ে আসছেন। তাই আমরা পরিস্থিতি শান্ত রাখতে এবার মেলার অনুমতি দিতে পারিনি। কিন্তু আজ সকালে দরবারের ভক্তরা ঢোল বাজানো শুরু করলেই বাধে বিপত্তি। স্থানীয় জনগণ সেখানে গিয়ে নিষেধ করতেই দু’পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।

সিংগাইর থানার ওসি আরও বলেন, স্থানীয় জনগণ এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে দরবারের ভক্তদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাই দরবারের ‘গুরু মা’ নামে পরিচিত শিরিন রসিদ এবং উনার পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল থেকে আমাদের একটি টিমের সাথে তাদেরকে থানায় পাঠিয়ে দিই। কারণ উনাদের সম্মান রক্ষায় নিরাপত্তার জন্য এটাই সময়োপযোগী পদক্ষেপ ছিলো। এসময় দরবারে সবাইকে শান্ত করার জন্য কিছু বাউল ভক্তকেও পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। তবে এখনো মামলার কোনো বিষয় নিয়ে আমরা ভাবছি না।

প্রশাসন বলছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বদা তৎপর রয়েছে এবং যেকোনো রকমের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সদা প্রস্তুত।

এদিকে দরবার শরীফের কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, মাজার ও ভক্তদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আয়োজন সংশ্লিষ্ট সবাই। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮ টা অবধি পরিস্থিতি বেশ শান্ত।

এবার শামীম-তানিয়ার ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৬ অপরাহ্ণ
এবার শামীম-তানিয়ার ছবি ভাইরাল

ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টির বিয়ের বিয়ের গুঞ্জনে ব্যস্ত নেটিজেনরা। সম্প্রতি দুজনের একটি ভাইরাল ছবি গুঞ্জনকে উষ্কে দিয়েছে। ছবিটিতে শামীম ও বৃষ্টি বিয়ের পোশাকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শামীম একটি ফেসবুকে ছবিটিপোস্ট করেছেন। এরপর থেকে বাতাসে ছড়িয়ে পড়ে তাদের বিয়ের খবরটি।

শামীম তার পোস্টে কোনো ক্যাপশন না থাকায় অনেকেই ধরে নেন, এ দুই তারকা বিয়ে করেছেন।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বিয়ের শুভেচ্ছা জানাতে শুরু করেন।

তবে বিয়ের খবর দ্রুত ভাইরাল হতে শুরু করলে সে পোস্টের কমেন্ট বক্সে নিজের মতামত জানান শামীম।

তিনি বলেন, ‘অভিনন্দন এবং শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিংয়ের ছবি। চিয়ারস।’

অভিনয় ক্যারিয়ারে একসঙ্গে জুটি গড়ে অসংখ্য নাটকে কাজ করেছেন শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি। ব্যক্তিগত জীবনে তারা একে অন্যের ভালো বন্ধু।

অনেকদিন থেকেই অভিনেত্রী অহনার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল শামীমের। অন্যদিকে অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল তানিয়া বৃষ্টির।

গরমে স্যুট পরে এসির তাপমাত্রা কমানো বন্ধ করুন: জ্বালানি উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২২ অপরাহ্ণ
গরমে স্যুট পরে এসির তাপমাত্রা কমানো বন্ধ করুন: জ্বালানি উপদেষ্টা

অফিস-আদালতে স্যুট পরে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) তাপমাত্রা কমিয়ে রাখার প্রবণতা থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এই পরামর্শ দেন।

উপদেষ্টা বলেন, ‘আসছে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না। গরমে কেন স্যুট পড়তে হবে? স্যুট পরে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে।’

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এর লোকজন কাজ না করে ঢাকায় বসে সভা সেমিনার নিয়ে ব্যস্ত।’

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে জানিয়ে ফাওজুল কবির বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যাপক চাপ থাকা স্বত্বেও গত ছয় মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারকে দেয় ৮.৯০ টাকা। অথচ সরকার কেনে ১২ টাকায়।’

ভবিষ্যতে যারা নতুন করে লাইনের গ্যাস চাইবে তাদের বাড়তি দাম দিতে হবে বলে জানান জ্বালানি উপদেষ্টা। তিনি বলেন, ‘৭০ টাকায় গ্যাস কিনে সরকার কমদামে দিতে পারবে না।’

পুলিশের দাবি

চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১৯ অপরাহ্ণ
চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটলেও কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন টাঙ্গাইলের জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসে শ্লীলতাহানির ঘটনা ঘটতে পারে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মিজানুর রহমান।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার তিনজনই আন্তঃজেলার ডাকাত দলের সক্রিয় সদস্য। শুক্রবার রাতে সাভার এলাকা থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় লুণ্ঠিত ৩টি মোবাইল ফোন, একটি ছুরি ও ২৯ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজনের মধ্যে একজনের নাম মুহিত। তার বাড়ি মানিকগঞ্জে। অন্যরা হলেন শরীয়তপুরের সবুজ ও ঢাকার শরীফ।

গ্রেপ্তার তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বারত দিয়ে মিজানুর রহমান বলেন, ‘গ্রেপ্তার হওয়া তিনজন প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছে। এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত। তাদেরও গ্রেপ্তার করা হবে দ্রুত।’

এক সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে পুলিশ সুপার বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি। তবে স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা নেওয়ার সময় শ্লীলতাহানির ঘটনা ঘটতে পারে।’

পুলিশ সুপার বলেন, ‘বাসের নারী যাত্রীদের সঙ্গে এরই মধ্যে কথা হয়েছে। তারাও আমাদের কাছে ঘটনার বর্ণনা দিয়েছে। আমরা তদন্ত করছি। আশা করি দ্রুতই পুরো ঘটনা আমরা জানতে পারব।’

গত বৃহস্পতিবার রাতে ওমর আলী নামে এক বাসযাত্রী বাদী হয়ে মির্জাপুর থানায় এই ঘটনায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।

এর আগে সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলসের ‘আমরি ট্রাভেলসের’ একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। চলন্ত বাসে প্রায় তিন ঘণ্টা ধরে ডাকাতি শেষে একই জায়গায় বাসটি ঘুরিয়ে নিয়ে গিয়ে ভোর ৪টার দিকে ডাকাতরা নেমে যায়। এ সময় ডাকাতি ছাড়াও নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ তোলেন যাত্রীরা।

ডাকাতির ঘটনায় বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারীকে আটক করে পুলিশ। পরে ৫৪ ধারায় আদালতে তোলা হলে তারা জামিনে মুক্তি পান।