খুঁজুন
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন, ১৪৩১

ছ্যাঁকা কেবল তো শুরু, সারাজীবনই দেব: বিতর্কিত পরীমণি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১০ অপরাহ্ণ
ছ্যাঁকা কেবল তো শুরু, সারাজীবনই দেব: বিতর্কিত পরীমণি

সিনেমা নয়; ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই আলোচনা-সমালোচনায় থাকেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। অনেকেই তাকে বিতর্কিত পরীমণি বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। সম্প্রতি তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে এ চিত্রনায়িকাকে জড়িয়ে বিনোদন জগতে নতুন গুঞ্জন চলছে।

শোনা যাচ্ছে, শেখ সাদীর সঙ্গে প্রেম করছেন পরী। এমন গুঞ্জনে ‘ঘি ঢাললেন’ পরীমণি নিজেই। ছ্যাঁকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এ নায়িকা। অবশ্য ভক্তরা তাকেও গালিও দিয়েছেন প্রাণ খুলে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) শেখ সাদীর নতুন গান ‘মনে নাই দয়া’ প্রকাশের পর সেই গানটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন। ক্যাপশনে সাদা রঙের একটি ভালোবাসার ইমোজি দিয়ে তিনি লেখেন—‘দারুণ’।

সেই পোস্টের তলায় একজন মজার ছলে মন্তব্য করেন, “এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’টা না দিলেও হতো, পরী। ” জবাবে পরীমণি লেখেন, ‘কেবল তো শুরু। সারাজীবনই দেব।’ পরীমণির এমন রসিকতায় মন্তব্যের ঘরে আরও অনেক রিঅ্যাকশন জমা হয়।

শেখ সাদীও পরীমণির পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দেন। তবে পরীমনি তাতে সন্তুষ্ট না হয়ে মজা করে পাল্টা মন্তব্য করেন, ‘লাল লাগবে আমার। ’

এটা কি সোশ্যাল মিডিয়ায় পরীমণির রসিকতা নাকি সত্য অভিব্যক্তি তা নিয়ে ভাবনায় পড়েছেন নায়িকার ভক্ত-অনুরাগীরা। সব মিলিয়ে গুঞ্জনকে আরও উসকে দিয়েছেন পরী। যদিও শেখ সাদী ও পরীমনি দুজনই কেবল বন্ধুত্ব হিসেবেই বিষয়টি ব্যাখ্যা করেছেন, তবে ভক্তদের মধ্যে কৌতূহল কমছে না।

অবশ্য সাদীর গান নিয়ে এটাই প্রথম অনুভূতি প্রকাশ নয় পরীমণির। এ মাসের শুরুতে সাদী প্রকাশ করেন ‘কুফা’ গানটি। সেই গানের জন্যও শুভকামনা জানিয়েছিলেন পরীমনি। লিখেছিলেন, সাদীর গাওয়া ‘কুফা’ গান বিস্ফোরণ হবে।

ছয় বছর আগে ‘ললনা’ শিরোনামের গান প্রকাশ করে নিজের কথা জানান দিয়েছিলেন তরুণ গায়ক শেখ সাদী। এরপর যথা বিরতিতে নিজের ইউটিউব প্ল্যাটফর্মে গান প্রকাশ করতে থাকেন।

বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ঢাকা ব্যাংক চেয়ারম্যানের মতবিনিময়

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪০ অপরাহ্ণ
বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ঢাকা ব্যাংক চেয়ারম্যানের মতবিনিময়

সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ ব্যাংক এসোসিয়েশন এর চেয়ারম্যান, পূর্বানী গ্রুপের চেয়ারম্যান, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান ও
বাংলাদেশ টেনিস ফেডারেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল হাই সরকার।

শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা আমাদের বেলকুচির মানুষ সবাই সুস্থ ও সামাজিক নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবেন এবং এমন সংবাদ পরিবেশন করবেন না যাতে আমাদের এলাকার ক্ষতি হয়। এমন সংবাদ পরিবেশনের বিষয়ে লক্ষ রাখান আহ্বান জানান। 

বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন ভূইয়া, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকেরিয়া হোসেন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকসহ গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। এর আগে তাকে প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক তাকে স্বাগত জানানো হয়।

বেলকুচিতে মন্দির থেকে চুরির প্রতিমা ও স্বর্নসহ আরিফকে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ণ
বেলকুচিতে মন্দির থেকে চুরির প্রতিমা ও স্বর্নসহ আরিফকে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার

সিরাজগঞ্জের বেলকুচির দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির থেকে গতমাসে চুরি হওয়া ৩টি পিতলের প্রতিমা ও স্বর্ন উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ। এসময় চুরির দায়ে  হামিদুল ইসলাম ওরফে আরিফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
 
গতকাল শুক্রবার (২১ফেব্রুয়ারি) রাতে উপজেলার বৈলগাছি গ্রামে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আরিফ এনায়েতপুর থানার রুপনাই গ্রামের দাদু শেখের ছেলে। 

বেলকুচি থানার ওসি মো: জাকেরিয়া হোসেন বলেন, গতমাসে ওই মন্দির থেকে পিতলের প্রতিমা ও স্বর্ন চুরির ঘটনা ঘটে। এঘটনায় মামলা হবার পর থেকেই আমরা চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধারে তৎপরতা শুরু করি। এরপর গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে তার শ্বশুরবাড়ি থেকেই চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এবার শামীম-তানিয়ার ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৬ অপরাহ্ণ
এবার শামীম-তানিয়ার ছবি ভাইরাল

ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টির বিয়ের বিয়ের গুঞ্জনে ব্যস্ত নেটিজেনরা। সম্প্রতি দুজনের একটি ভাইরাল ছবি গুঞ্জনকে উষ্কে দিয়েছে। ছবিটিতে শামীম ও বৃষ্টি বিয়ের পোশাকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শামীম একটি ফেসবুকে ছবিটিপোস্ট করেছেন। এরপর থেকে বাতাসে ছড়িয়ে পড়ে তাদের বিয়ের খবরটি।

শামীম তার পোস্টে কোনো ক্যাপশন না থাকায় অনেকেই ধরে নেন, এ দুই তারকা বিয়ে করেছেন।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বিয়ের শুভেচ্ছা জানাতে শুরু করেন।

তবে বিয়ের খবর দ্রুত ভাইরাল হতে শুরু করলে সে পোস্টের কমেন্ট বক্সে নিজের মতামত জানান শামীম।

তিনি বলেন, ‘অভিনন্দন এবং শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিংয়ের ছবি। চিয়ারস।’

অভিনয় ক্যারিয়ারে একসঙ্গে জুটি গড়ে অসংখ্য নাটকে কাজ করেছেন শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি। ব্যক্তিগত জীবনে তারা একে অন্যের ভালো বন্ধু।

অনেকদিন থেকেই অভিনেত্রী অহনার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল শামীমের। অন্যদিকে অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল তানিয়া বৃষ্টির।