খুঁজুন
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ, ১৪৩২

রেকর্ডের মালা গেঁথে নতুন ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০৫ পূর্বাহ্ণ
রেকর্ডের মালা গেঁথে নতুন ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার জয়টি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। অবশ্য কেবল চ্যাম্পিয়ন্স ট্রফিতেই নয়, আইসিসির যেকোনো টুর্নামেন্টেই এটা সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে যেন বিপাকে পড়ে যায় অস্ট্রেলিয়া। বেন ডাকেটের রেকর্ড গড়া সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ গড়ে ইংল্যান্ড। যে রান পাড়ি দিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাস পাল্টাতে হতো অজিদের। এমন রান পাহাড় পাড়ি দেওয়া অস্ট্রেলিয়া পেল নায়ক জশ ইংলিসকে, সঙ্গে থাকলো ম্যাথু শর্ট, অ্যালেক্স ক্যারি, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েলদের অবদানও। তাতে কেবল চ্যাম্পিয়ন্স ট্রফিই নয়, যেকোনো আইসিসি টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে বিজয় নিশান ওড়ালো অস্ট্রেলিয়া।

শনিবার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তানের লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে আগে ব্যাটিং করা ইংল্যান্ড ডাকেটের সেঞ্চুরি ও জো রুটের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩৫১ রান তোলে, যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল নিউজিল্যান্ডের, ২০০৪ সালের আসরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ উইকেটে ৩৪৭ রান তোলে কিউইরা।

জবাবে ম্যাচসেরা ইংলিসের সেঞ্চুরি, শর্ট ও ক্যারির হাফ সেঞ্চুরি এবং শেষ দিকে ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে ১৫ বল হাতে রেখেই (৪৭.৩ ওভারে) জিতে যায় অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটাই সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। এতোদিন সফল রান তাড়ার রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার দখলে, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দেওয়া ৩২২ রানের লক্ষ্য তাড়া করে জেতে লঙ্কানরা। কেবল চ্যাম্পিয়ন্স ট্রফিতেই নয়, আইসিসির যেকোনো টুর্নামেন্টেই এটা সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

রেকর্ডটি ছিল পাকিস্তানের দখলে, ২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪৫ রান তাড়া করে জেতে তারা। অস্ট্রেলিয়ার জয়টি ওয়ানডের ইতিহাসে অষ্টম সর্বোচ্চ রান তাড়া। ফরম্যাটটিতে এটা অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া। এই ফরম্যাটে তাদের সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডটি ভারতের বিপক্ষে। ২০১৯ সালে ভারতের দেওয়া ৩৫৯ রানের লক্ষ্য তাড়া করে জেতে অজিরা। ইংল্যান্ডের বিপক্ষে এটা তাদের সফলতম রান তাড়া, আগের সর্বোচ্চ সফল রান তাড়া ছিল ৩৩৪।

লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ইংলিস। ডানহাতি অজি এই ব্যাটসম্যান ৮৬ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় ১২০ রানের ঝলমলে ইনিংস খেলেন। এটা তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি ও ক্যারিয়ার সেরা ইনিংস। ওপেনার শর্ট ৬৬ বলে ৬৩ রান করেন। ট্রাভিস হেড ও অধিনায়ক স্টিভ স্মিথ রানের দেখা পাননি। হেড ৬ ও স্মিথ ৫ রান করেন। লাবুশেন ৪৫ বলে ৪৭ রান করেন।

ইংলিসের সঙ্গে ১৪৬ রানের জুটি গড়া ক্যারি ৬৩ বলে ৬৯ রানে মূল্যবান ইনিংস খেলেন। শেষ দিকে গিয়ে ঝড় তোলা ম্যাক্সওয়েল ১৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩২ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের মার্ক উড, জফরা আর্চার, ব্রাইডন কার্স, আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টোন একটি করে উইকেট নেন।

এর আগে সবচেয়ে বেশি সময় ধরে ইংল্যান্ডকে পথ দেখান ডাকেট। ইনিংস উদ্বোধন করতে নেমে ৪৮তম ওভার পর্যন্ত ব্যাটিং করেন তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নেওয়া বাঁহাতি এই ওপেনার। ১৪৩ বলে ১৭টি চার ও ৩টি ছক্কায় ১৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ডাকেডের ইনিংসটি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। ২১ বছর রেকর্ডটি দখলে রেখেছিলেন নাথান অ্যাস্টল। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আসরটির ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ার দিন অপরাজিত ১৪৫ রান করেন নিউজিল্যান্ডের সাবেক এই ওপেনার।

ডাকেটের সঙ্গে ১৫৮ রানের জুটি গড়া রুটও অসাধারণ ব্যাটিং করেন। ইংলিশ ডানহাতি এই ব্যাটসম্যান ৭৮ বলে ৪টি চারে ৬৮ রান করেন তিনি। ইংল্যান্ডের ইনিংসে এই দুটি নামই কেবল বড়, অন্যরা ইনিংস বড় করতে পারেননি। জেমি স্মিথ ১৫, অধিনায়ক জস বাটলার ২৩, লিভিংস্টোন ১৪ ও পেসার জফরা আর্চার ২১ রান করেন। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার বেন ডুয়ারশুইস সর্বোচ্চ ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট পান অ্যাডাম জ্যাম্পা ও লাবুশেন। একটি উইকেট নেন ম্যাক্সওয়েল।

নারীর উস্কানিতে প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যায় গ্রেফতার ৩

মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ণ
নারীর উস্কানিতে প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যায় গ্রেফতার ৩

বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই নারীর উস্কানিতে দলবদ্ধভাবে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং আল আমিন সানি (১৯)।

সোমবার (২১ এপ্রিল) সকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার গ্রেপ্তারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

এদিন রাসেল সরোয়ার বলেন, আজ সোমবার ভোরে বনানী থানা-পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার তিনজনের কেউই এজহারভুক্ত আসামি না।

এরআগে, রোববার ভোরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮ জনের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করেন পারভেজের ভাই হুমায়ুন কবির।

রাসেল সারোয়ার বলেন, মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা সকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্যক্ত করার মিথ্যা অভিযোগে জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্কাতর্কি হয় তারই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর। একপর্যায়ে দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২২৩ ব্যাচের শিক্ষার্থী জাহিদুলকে একদল যুবক ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত হতে কথা হয় ঘটনাস্থল ও প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজনের সাথে। তারা সম্পূর্ণ দোষারোপ করছেন দুই মেয়েকে। তাদের ভাষ্যমতে, “নিহত পারভেজ স্বভাবসুলভ ভাবেই সেখানে বসে সিঙ্গারা খাচ্ছিলেন এবং বন্ধুর সাথে গল্পের সময় হাসছিলেন। হঠাৎ দুই দুইটা মেয়ে পারভেজকে দেখে বলে- আমাদেরকে দেখে হাসছেন কেনো ? ব্যস, ঝামেলার শুরু। তখন ওই দুই মেয়ে তাদের কিছু বন্ধু ডেকে আনে। এরপরের ঘটনা আপনারা সবাই জানেন। আমরা চাই, সবার আগে ওই দুই বদমাশ মেয়ের শাস্তির হোক। তারপর বাকি সন্ত্রাসীদের শাস্তি হোক।”

বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ
বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নেতৃবৃন্দদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার বসুন্ধরা মদন মোহন সেবা সদন মন্দির প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মদন মোহন সেবা সদন মন্দিরের সভাপতি বৈদ্য নাথ রায়ের সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বেলকুচি উপজেলার ছাত্র প্রতিনিধি মুসা হাশেমীর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-সদস্য সচিব মাহিন সরকার।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লব ঘটেছিলো সকল ধর্মের মানুষের সামগ্রিক প্রচেষ্টায়। সুতরাং নতুন বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

এসময় সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রতন সাহা, এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মো: ইফতেখার আলম আসাদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলাম, মদন মোহন সেবা সদনের সাধারণ সম্পাদক গৌতম সাহা, সহ-সভাপতি প্রদীপ সাহা, রনজিৎ সাহা, সন্তোষ সাহা, গৌতম সাহা, অমৃত নারায়ন দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহা, সাধারন সম্পাদক রনি কুমার মিত্র প্রমূখ।

আসছে বড় বিনিয়োগ

বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন মাত্রা

মোঃ মাহফুজুর রহমান, সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ
বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন মাত্রা

বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও কার্যকর করার লক্ষ্যে চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো আজ রোববার (২০ এপ্রিল) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ বৈঠকটি অনুষ্ঠিত হয় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়।

বৈঠকে উভয়পক্ষই দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো পর্যালোচনা করেন এবং তা আরও সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন। আলোচনায় বাণিজ্য, স্বাস্থ্যসেবা, পর্যটন, শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত উঠে আসে। উভয় পক্ষই এ খাতগুলোতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মত হন।

এর আগে সকালে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য ১৩৮.২০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেবে চীন। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, কোভিডের সময়ে বাংলাদেশে সবচেয়ে বেশি টীকা চায়নার থেকে কিনেছে বাংলাদেশ। ঢাকার ধামরাইতে পক্ষাঘাতগ্রস্তদের জন্য একটি হাসপাতাল করতে সম্মত হয়েছে চীন। এছাড়া, একটি ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি নিয়েও আলোচনা চলছে।