খুঁজুন
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র, ১৪৩১

সিংড়ায় ভোক্তা অধিকার আইন নিয়ে সেমিনার

মোঃ কুরবান আলী , সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৫:১৭ পূর্বাহ্ণ
সিংড়ায় ভোক্তা অধিকার আইন নিয়ে সেমিনার

নাটোরের সিংড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার/সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বেলা ১২টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: মুজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ প্রমুখ।

সিংড়ায় ব্যবসায়ী সংগঠনের ইফতার মাহফিল

মোঃ কুরবান আলী, সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৫:১৯ পূর্বাহ্ণ
সিংড়ায় ব্যবসায়ী সংগঠনের ইফতার মাহফিল

ব্যবসায়ীদের সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) নাটোরের সিংড়া পৌর শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি মো. আতিকুর রহমান রাসেল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা শাখার উপদেষ্টা প্রফেসর সাইদুর রহমান। 

সংগঠনের সভাপতি আলহাজ্ব আনোয়ার সাদাত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মন্নাফ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মাস্টার আফছার আলী, ইসলামী ব্যাংক সিংড়া শাখার ম্যানেজার মো. মতিয়ার রহমান, মাওলানা সাদরুল উলা, মাওলানা আলী আকবর, মিজানুর রহমান প্রমুখ।

গুরুদাসপুরে আপন ভাইকে হত্যার চেষ্টা

মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৫:১৫ পূর্বাহ্ণ
গুরুদাসপুরে আপন ভাইকে হত্যার চেষ্টা

নাটোরের গুরুদাসপুর উপজেলার আনন্দনগর গ্রামে গত ১৬/০৩/২৫ ইং রাত্রী আনুমানিক ১০:৩০ মিনিটের সময় মোঃ নুর ইসলাম (৪৫) পিতা মৃত সলু প্রাং ব্যবসার কাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আনন্দনগর কবরস্থানের হেয়ারিং রাস্তার ওপর একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।

ভুক্তভোগীর স্ত্রী মোছাঃ শ্যামলী খাতুন ৩৮ বলেন, পূর্ব শত্রুতার জেরে তার বড় ভাই মোঃ সিদ্দিক প্রাং পিতা মৃত সলু প্রাং সহ এন্দা প্রাং, অসিম ফকির, রাহেলা বেগমসহ আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি পরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। ধারালো হাসুয়া, ছোড়া, লোহার পাইপ ও কাঠের বাটাম নিয়ে সংঘবদ্ধ হয়ে তারা নুর ইসলামের পথরোধ করে।

হামলাকারীদের মধ্যে এন্দা প্রাং ধারালো হাসুয়া দিয়ে নুর ইসলামের মাথায় কোপ মারতে গেলে তিনি আত্মরক্ষার চেষ্টা করলে তার ডান বাহুতে গুরুতর কাটা জখম হয়। এরপর সিদ্দিক প্রাং ও রাহেলা বেগম কাঠের বাটাম দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে নুর ইসলামের হাত-পা চেপে ধরে তার গলায় ছোড়া চালানোর চেষ্টা করা হয়, এতে তার গলা ও বাম বাহুতে কাটা জখম হয়।

এসময় দুর্বৃত্তরা নুর ইসলামের কোমরে থাকা ব্যবসার নগদ ৫০,০০০ টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে আহত নুর ইসলামকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শ্যামলী খাতুন এ ঘটনায় গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। 

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।”

জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মহানগর প্রতিনিধি, ঢাকা
প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ণ
জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজধানীর সরকারি বাঙলা কলেজস্থ ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল। যেখানে বাঙলা কলেজ পড়ুয়া ভোলা জেলার শিক্ষার্থীরা ছাড়াও শত শত শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন।

সোমবার (১৭ মার্চ) মিরপুর ১ এর “গ্রান্ড প্রিন্স থাই এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে” বিকেলে সংগঠনটির আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বাপ্পির সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক।

মূলত দীর্ঘদিন ধরে চেষ্টা চলমান থাকলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে সংগঠনটি চোখে পড়ার মতো তেমন কোনো কার্যক্রম বাস্তবায়ন করতে পারেনি। তবে ভোলা জেলার কৃতি সন্তান ও সরকারি বাঙলা কলেজের মেধাবী ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন বাপ্পির উদ্যোগে তাক লাগানো এক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সদস্য, দায়িত্বশীল বৃন্দ সহ বিভিন্ন গুণীজন তাদের মতামত তুলে ধরেন। সেইসাথে বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাবা ফেরদৌসী আহমেদ মিষ্টি সংগঠনের কল্যানে বেশ কিছু পরামর্শ দেন। যেখানে সংগঠনের সকল সদস্যদের একসাথে পথ চলার আহ্বান জানান মিষ্টি।

সবশেষ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তর এর সংগ্রামী আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক চমৎকার দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পবিত্র মাহে রমজানের পবিত্র রক্ষায় করণীয় সহ সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির এই তুখোড় নেতা সংগঠনটি সামনের দিকে এগিয়ে নিতে সার্বিক পরামর্শ ও সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। সেইসাথে সকল সাধারণ শিক্ষার্থীর কল্যানে সংগঠনের সদস্যদেরকে কাজ করার জন্য আহ্বান জানান জনাব আমিনুল হক।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল নেতা মোস্তাফা জুগলুল পাশা পাপেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মোঃ রেজওয়ান উল হোসেন রিয়াজ, যুবদল নেতা জসিম উদ্দিন, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা তৌফিকুর রহমান চৌধুরী তুহিন, ব-দ্বীপ ফোরামের প্রধান সমন্বয়কারী জনাব মীর মোশারফ অমি। এছাড়াও সাবেক ও বর্তমান বিএনপি, যুবদল, ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শত শত শিক্ষার্থী ও সুধীজনের এই মিলনমেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সরকারি বাঙলা কলেজস্থ ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সদস্য সচিব তরিকুল ইসলাম হৃদয়। আগামীতে ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে নানাবিধ প্রোগ্রামের আয়োজন করা হবে বলে আশ্বাস দেন সংগঠনটির দায়িত্বশীলবৃন্দ।