খুঁজুন
সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০ চৈত্র, ১৪৩১

সিংড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের ইফতার মাহফিল

মোঃ কুরবান আলী সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৯:২২ অপরাহ্ণ
সিংড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের ইফতার মাহফিল

নাটোরের সিংড়ায় বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং জুলাই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ ছাত্রদলের নেতাকর্মীসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
 
কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুল হক হাসানের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদৎ হোসেন মিন্টু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব উৎপল কুমার, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল পারভেজ, কলেজ ছাত্রদলের সিনি:সহ-সভাপতি শিবলু, সাংগঠনিক সম্পাদক নাঈম, দপ্তর সম্পাদক শাইক, প্রচার সম্পাদক সাকিব প্রমুখ।