খুঁজুন
বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র, ১৪৩১

মিথ্যা তথ্যে ডব্লিউএইচওতে চাকরি, পুতুলের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১১:১১ অপরাহ্ণ
মিথ্যা তথ্যে ডব্লিউএইচওতে চাকরি, পুতুলের বিরুদ্ধে মামলা

মিথ্যা তথ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি ও সূচনা ফাউন্ডেশনের নামে চাপ দিয়ে ২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দুটি দায়ের করেন সংস্থাটির উপপরিচালক তাহসীন মুনাবীল হক।

এজাহারে বলা হয়, আসামি সায়মা ওয়াজেদ হোসেন ওরফে সায়মা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) শিক্ষকতা বা শিক্ষা ম্যানুয়েল তৈরি বা রিভিউ সম্পর্কিত কার্যক্রমে অংশ না নিয়েও নিজেকে এই কাজে সম্পর্কিত মর্মে মিথ্যা দাবি করে ২০২৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আবেদন করেন। পরবর্তীসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেয়ে দণ্ডবিধির ৪২০/৪৬৮/৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এজাহারে আরও বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে ২০১৭ সালে অটিজম ও স্নায়ুবিকাশজনিত সমস্যাবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন নিযুক্ত হন সায়মা ওয়াজেদ। ওই পদে কর্মরত অবস্থায় ২০২৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় দাখিল করা সিভিতে নিজের অভিজ্ঞতা সম্পর্কে পুতুল লেখেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা/শিক্ষা ম্যানুয়েল রিভিউ সম্পর্কিত কার্যক্রমে অংশগ্রহণ, অটিজম এবং মানসিক সমস্যা সংক্রান্ত কারিগরি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।

দুদক বলছে, এসব দায়িত্ব পালনের যোগ্যতা উল্লেখ করায় আসামির সিভিসমৃদ্ধ হয়, যার ফলে আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের পথ সুগম হয়। পুতুল দায়িত্বে নিয়োজিত ছিলেন কিনা তা যাচাইয়ের জন্য বিএসএমএমইউ উপাচার্য বরাবর চিঠি পাঠিয়ে জানা যায় হাসপাতালটিতে পুতুল-অনানারি স্পেশালিস্ট/এক্সপার্ট হিসেবে শিক্ষকতা/শিক্ষা ম্যানুয়েল তৈরি অথবা রিভিউ সম্পর্কিত কোনো তথ্য নেই। অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় দাখিল করা সিভিতে জাল-জালিয়াতির মাধ্যমে মিথ্যা ও ভুয়া যোগ্যতা উল্লেখপূর্বক আবেদন ও নিয়োগ লাভ করেছেন সায়মা ওয়াজেদ।

দ্বিতীয় মামলায় বলা হয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসভুক্ত ব্যাংকের সিএসআর খাত থেকে সূচনা ফাউন্ডেশনের নামে ৩৩ কোটি টাকা সহায়তার নামে আদায় করেছেন সায়মা ওয়াজেদ পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

সিরাজগঞ্জ (ড্যাব) এর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১০:১৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জ (ড্যাব) এর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুলাই-আগষ্ট-২০২৪ খ্রিঃ বিপ্লব আন্দোলনে নিহত সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সিরাজগঞ্জে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজনে আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৫ টার দিকে সিরাজগঞ্জ শহরের পৌর কনভেনশন হলরুমে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান‌ের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা ড্যাব এর সভাপ‌তি ডাঃ এম. এ লতিফ এবং সাধারণ সম্পাদক ডাঃ আতিকুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র মাহে রমজান এর তাৎপর্যমূলক বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ও বিএন‌পি’র স্থায়ী কমিটি সদস্য, ইকবাল হাসান মাহমুদ টুকু।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, ড্যাব কেন্দ্রীয় কমিটি’র সহ-সভাপ‌তি অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী।

 বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও  জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক  মোঃ সাইদুর রহমান বাচ্চু ।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় পরিষদের দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) ডাঃ এরফান আহমেদ সোহেল,   ইফতার পরিচালনা কমিটির সদস্য সচিব শিমুল তালুকদার,  এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ- সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা,  যুগ্ন-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন,  মোঃ হারুন অর রশিদ খান হাসান,  সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান প্রমুখ। 

এ সময়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ,  ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিরাজগঞ্জ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ,  জুলাই – আগষ্ট বিপ্লবে নিহত ও আহতদের স্বজনেরা, সুধীজন, গুণীজন সহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন ।

বেলকুচিতে রুপালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আয়োজনে আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ণ
বেলকুচিতে রুপালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আয়োজনে আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকার শারিরীক মানসিক ও দৃষ্টি প্রতিবন্ধীদের গঠিত বেলকুচি রুপালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আয়োজনে আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ মার্চ মঙ্গলবার বিকেলে বেলকুচি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সংস্থার সভাপতি মোছাঃ সুলতানা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামাতের আমীর ও  সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীন। এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, জামাতে ইসলামি বাংলাদেশের বেলকুচি উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও সাবেক চেয়ারম্যান  মাহবুব রশীদ শামীম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেলকুচি উপজেলা সমন্বয়ক মুসা হাশেমিসহ সংস্থার শতাধিক সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা রুপালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পাশে থেকে তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৫:১৯ অপরাহ্ণ
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশনগুলো সম্প্রচার করবে। এছাড়া অনলাইনেও এটি সম্প্রচার হবে।

বুধবার (২৬ মার্চ) দেশে পালিত হবে মহান স্বাধীনতা দিবস। প্রধান উপদেষ্টার ভাষণে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ছাড়াও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিবরণ থাকতে পারে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন, চলমান সংস্কার প্রক্রিয়াসহ বিভিন্ন ইস্যু থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর তিনদিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েক বার ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। এবারের ভাষণেও প্রয়োজনীয় দিকনির্দেশনা থাকবে বলে আশা করা হচ্ছে।