বেলকুচিতে আলোকিত সমাজ উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন শাখার আলোকিত সমাজ উন্নয়ন ফোরামের আয়োজনে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে আলোকিত সমাজ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান শামীমের নিজ বাড়ী ক্ষনিকালয়ে আয়োজিত ইফতার মাহফিল উপলক্ষে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং পরবর্তী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মহানগর দক্ষিণ মেডিকেল ইকুইপমেন্ট, সার্জিক্যাল ট্রেড,আইবিডব্লিউএফ ও আলোকিত সমাজ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শু’রা সদস্য বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল,এছাড়াও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মাহাবুবর রশিদ শামীম, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আহসান হাবীব, অফিস ও তারবিয়াত সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল মান্নান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বেলকুচি উপজেলা শাখার সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি আরিয়ান ইসমাইল, সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন