খুঁজুন
মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১১ চৈত্র, ১৪৩১

যে কারণে ড. ইউনূস-মোদির বৈঠক হচ্ছে না

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ
যে কারণে ড. ইউনূস-মোদির বৈঠক হচ্ছে না

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিমসটেক জোটের শীর্ষ সম্মেলন। এ সম্মেলন ঘিরে জোর আলোচনা ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে। কিন্তু, সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, অনিশ্চয়তা দেখা দিয়েছে বৈঠকটি নিয়ে। এখনও পর্যন্ত এ বৈঠক নিয়ে কোনও সিদ্ধান্তে আসতে পারেনি দিল্লি।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে ভারতের রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।

ব্রিফিংয়ে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, যে দ্বিপাক্ষিক বৈঠকের কথা আপনারা জানতে চাইছেন, সে ব্যাপারে এই মুহূর্তে আমার কাছে শেয়ার করার মতো কোনও আপডেট নেই।

এর আগে, দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছিল, এপ্রিলের ২ থেকে ৪ তারিখ ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর জোট বিমসটেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার মধ্যে একটি বৈঠকের আয়োজন করা যায় কিনা, ঢাকার কাছ থেকে তারা সেই প্রস্তাব পেয়েছেন। কিন্তু সেই বৈঠক হবে কিনা, ভারতের পক্ষ থেকে এখনও সিদ্ধান্ত হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আভাস পাওয়া যাচ্ছে, এখনই দুই দেশের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে মুখোমুখি বৈঠক করাটা ঠিক হবে কিনা–তা নিয়ে ভারত সরকারের নীতিনির্ধারকদের মধ্যে স্পষ্টতই দ্বিধা-বিভক্তি বিরাজ করছে।

গত বছরের সেপ্টেম্বরেও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনের ফাঁকে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু ভারত তাতে সাড়া দেয়নি এবং সেই বৈঠকও হয়নি। দুই নেতার মধ্যে অবশ্য মাঝে টেলিফোনে সরাসরি কথাবার্তা হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতিতে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর এখন পর্যন্ত ভারত-বাংলাদেশের শীর্ষ দুই নেতা মুখোমুখি বৈঠক না করলেও একাধিকবার বৈঠকে বসেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নিউইয়র্কের পর দুই দেশের পররাষ্ট্র পর্যায়ে বৈঠক হয়েছে ওমানের রাজধানী মাস্কটেও। এছাড়া, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও গত ডিসেম্বরে ঢাকায় এসে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তার কাউন্টারপার্ট জসীমউদ্দিনের সঙ্গে। অর্থাৎ, দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে যোগাযোগের চ্যানেলগুলো ঠিকই চালু আছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস নিজেও বিবিসির সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিকই আছে, সব ভালোই চলছে। কথাবার্তাও হচ্ছে।

সিরাজগঞ্জ (ড্যাব) এর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১০:১৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জ (ড্যাব) এর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুলাই-আগষ্ট-২০২৪ খ্রিঃ বিপ্লব আন্দোলনে নিহত সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সিরাজগঞ্জে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজনে আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৫ টার দিকে সিরাজগঞ্জ শহরের পৌর কনভেনশন হলরুমে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান‌ের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা ড্যাব এর সভাপ‌তি ডাঃ এম. এ লতিফ এবং সাধারণ সম্পাদক ডাঃ আতিকুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র মাহে রমজান এর তাৎপর্যমূলক বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ও বিএন‌পি’র স্থায়ী কমিটি সদস্য, ইকবাল হাসান মাহমুদ টুকু।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, ড্যাব কেন্দ্রীয় কমিটি’র সহ-সভাপ‌তি অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী।

 বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও  জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক  মোঃ সাইদুর রহমান বাচ্চু ।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় পরিষদের দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) ডাঃ এরফান আহমেদ সোহেল,   ইফতার পরিচালনা কমিটির সদস্য সচিব শিমুল তালুকদার,  এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ- সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা,  যুগ্ন-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন,  মোঃ হারুন অর রশিদ খান হাসান,  সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান প্রমুখ। 

এ সময়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ,  ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিরাজগঞ্জ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ,  জুলাই – আগষ্ট বিপ্লবে নিহত ও আহতদের স্বজনেরা, সুধীজন, গুণীজন সহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন ।

বেলকুচিতে রুপালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আয়োজনে আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ণ
বেলকুচিতে রুপালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আয়োজনে আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকার শারিরীক মানসিক ও দৃষ্টি প্রতিবন্ধীদের গঠিত বেলকুচি রুপালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আয়োজনে আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ মার্চ মঙ্গলবার বিকেলে বেলকুচি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সংস্থার সভাপতি মোছাঃ সুলতানা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামাতের আমীর ও  সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীন। এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, জামাতে ইসলামি বাংলাদেশের বেলকুচি উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও সাবেক চেয়ারম্যান  মাহবুব রশীদ শামীম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেলকুচি উপজেলা সমন্বয়ক মুসা হাশেমিসহ সংস্থার শতাধিক সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা রুপালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পাশে থেকে তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৫:১৯ অপরাহ্ণ
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশনগুলো সম্প্রচার করবে। এছাড়া অনলাইনেও এটি সম্প্রচার হবে।

বুধবার (২৬ মার্চ) দেশে পালিত হবে মহান স্বাধীনতা দিবস। প্রধান উপদেষ্টার ভাষণে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ছাড়াও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিবরণ থাকতে পারে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন, চলমান সংস্কার প্রক্রিয়াসহ বিভিন্ন ইস্যু থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর তিনদিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েক বার ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। এবারের ভাষণেও প্রয়োজনীয় দিকনির্দেশনা থাকবে বলে আশা করা হচ্ছে।