১০ অর্থনৈতিক অঞ্চল বাতিল করলো বিডা

দেশের ১০টি অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা বাতিল করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। বিডার পরিচালনা পরিষদ এই অর্থনৈতিক অঞ্চল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। এর মধ্যে ৫টি সরকারি এবং ৫টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল আছে।
রবিবার (১৩ এপ্রিল) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বাতিল করা অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সরকারিগুলো হলো:
১.সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক (কক্সবাজার),
২.সুন্দরবন ট্যুরিজম পার্ক (বাগেরহাট),
৩.গজারিয়া অর্থনৈতিক অঞ্চল (মুন্সীগঞ্জ),
৪.শ্রীপুর অর্থনৈতিক অঞ্চল (গাজীপুর) এবং
৫.ময়মনসিংহ অর্থনৈতিক অঞ্চল (ময়মনসিংহ)।
বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো:
১.বিজিএমইএ গার্মেন্টস শিল্প পার্ক (মুন্সীগঞ্জ),
২.ছাতক ইকোনমিক জোন (সুনামগঞ্জ),
৩.ফমকম ইকোনমিক জোন (বাগেরহাট),
৪.সিটি স্পেশাল ইকোনমিক জোন (ঢাকা) এবং
৫.সোনারগাঁও অর্থনৈতিক অঞ্চল (নারায়ণগঞ্জ)।
আপনার মতামত লিখুন