হানিয়া হত্যার বদলা নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ইরানি প্রেসিডেন্ট
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার বদলা নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র নির্ধারণ করবে হানিয়া হত্যার কীভাবে, কখন এবং কতটুকু প্রতিক্রিয়া জানাবে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আলজাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানি প্রেসিডেন্ট একথা বলেন।
গত জুলাইয়ে তেহরানে হামাসের নেতা ইসমাইল হানিয়া এবং তার এক দেহরক্ষী নিহত হন। ইসলামিক রেভুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) একটি বিবৃতিতে জানায়, ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড জায়োনিস্ট শাসনের পরিকল্পনা এবং বাস্তবায়ন।
এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায়, উচ্চপদস্থ ইরানি কর্মকর্তারা জায়োনিস্ট শাসনের বিরুদ্ধে যথাযোগ্য জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেই বলেছেন, ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরাইলি শাসকরা নিজেদের জন্য কঠোর শাস্তির প্রেক্ষাপট তৈরি করেছে।
পেজেশকিয়ান আরও বলেন, ইরানের সামরিক শক্তি এবং তার ক্ষেপণাস্ত্র ও অস্ত্র কেবল আত্মরক্ষার জন্য।
২০১৫ সালের পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) সম্পর্কে তিনি বলেন, ইরান আমেরিকার সঙ্গে আলোচনা করতে কোনো সমস্যা দেখছে, তবে ওয়াশিংটন তার প্রতিশ্রুতি পূরণ করেনি। বর্তমানে, আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার জন্য সদিচ্ছা দেখছি না এবং এই একই ঘটনা পারমাণবিক চুক্তিতে ঘটেছে।
আপনার মতামত লিখুন