খুঁজুন
মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ, ১৪৩২

ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে দুই গ্রুপের ধাওয়াপাল্টা ধাওয়া, সড়ক অবরোধ

মো:রিপন মিয়া, গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৯:১৩ অপরাহ্ণ
ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে দুই গ্রুপের ধাওয়াপাল্টা ধাওয়া, সড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে যুবদল ও কৃষকদলের কর্মী সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এসময় ককটেল বিস্ফোরণ ঘটলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এসময় বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে দশটা পর্যন্ত শ্রীপুর পৌর এলাকার ২নং সিএন্ডবি বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক সুত্রে জানা যায়, পৌর এলাকার সিএন্ডবির এসকিউ সেলসিয়াস সোয়েটার কারখানার ঝুট ব্যবসার কোম্পানির ওয়ার্ক অর্ডার পান যুবদল নেতা এসএম পলাশের চঞ্চল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। বুধবার সকালের দিকে তার লোকজন কারখানায় ঝুট বের করতে যান। এসময় কৃষক দলের কয়েকজন নেতাকর্মী ও তাঁদের লোকজন পলাশের লোকজনকে বাঁধা দেন।

একপর্যায়ে কৃষক দল ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় দেশীয় অস্ত্র উঁচিয়ে মহড়া দিয়ে সড়ক অবরোধ করে রাখে। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় একটি হায়েস ও তিনটি প্রাইভেটকারসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।

সংঘর্ষের একপর্যায়ে ঘটনাস্থলের পাশেই কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দৌড়াদৌড়িতে আহত হন দুই গ্রুপের বেশ কয়েকজন। এ ঘটনার ভিডিও ধারণের সময় মোবাইল ফোন কেড়ে নেওয়াসহ লাঞ্ছিত করা হয় বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীকে। বেসরকারি টেলিভিশন যমুনা টিভির জেলা প্রতিনিধি হোসাইন আলী বাবুকে অস্ত্র ঠেকিয়ে হুমকি দেয় কৃষকদলের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে গণমাধ্যমকর্মীরা নিরাপদ স্থানে আসেন।

যমুনা টিভির জেলা প্রতিনিধি হোসাইন আলী বাবু বলেন, ‘ঘটনার ভিডিও করা মুহুর্তে কৃষকদলের কর্মী পরিচয়ে আমার সামনে অস্ত্র ঠেকিয়ে নিউজ না করার হুমকি দেওয়া হয়।’

এ বিষয়ে ওয়ার্ক অর্ডার পাওয়া চঞ্চল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং জেলা যুব দলের আহ্বায়ক সদস্য এস এম পলাশ বলেন,’ গত ৫ দিন আগে আমি ওই কারখানায় ওয়ার্ক অর্ডার পেয়েছি। আজকে মাল বের করার সময় কৃষকদল নেতা আবুল কালাম আজাদের নেতৃত্বে আমার লোকজনের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমাকে জানে মেরে ফেলার হুমকি ধামকি দেওয়া হয়েছে।’

এ ঘটনায় জড়িত কেউ নিজের কর্মী সমর্থক নয় জানিয়ে গাজীপুর জেলা কৃষকদলের আহবায়ক আবুল কালাম আজাদ বলেন,’ শুনেছি একাধিক ব্যক্তি ওই কারখানায় ওয়ার্ক অর্ডারের জন্য দরপত্র জমা দিয়েছে। কিন্তু সেখানে আমার নিজের নামে অথবা আত্মীয় স্বজনের নামে কোনো দরপত্র জমা দেওয়া হয়নি। আমাকে রাজনৈতিক হেয় প্রতিপন্ন করার জন্য শুধুমাত্র আমার নাম ব্যবহার করা হচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। ‘

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। একপর্যায়ে কিছু সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে রাখে তাঁরা। পরে খবর পেয়ে থানা পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় তদন্ত হচ্ছে। উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দেশ ভালোবাসলে কেউ পালাতে পারে না: আমীরে জামায়াত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ণ
দেশ ভালোবাসলে কেউ পালাতে পারে না: আমীরে জামায়াত

0-0x0-0-0#

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ যদি দেশকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে, তাহলে সে দেশ ছেড়ে পালাতে পারে না। জাতীয় প্রেস ক্লাবে ‘মাওলানা আবদুস সুবহান (রহ.) তৃণমূল থেকে শীর্ষে’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দলের সাবেক নেতা মীর কাসেম আলীর উদ্ধৃতি দিয়ে জামায়াত আমির বলেন, তিনি আমেরিকায় ছিলেন। তার কিছু বন্ধু তাকে বাংলাদেশে আসতে নিষেধ করেছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশে গেলে কী হবে? তার বন্ধুরা বলেছিলেন, আপনারও একই অবস্থা হতে পারে। তখন তিনি বলেছিলেন, মৃত্যুর কাছে দাঁড়িয়ে বলব আমার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেসব মিথ্যা। ডা. শফিকুর রহমান বলেন, মীর কাসেম আলী দেশকে ভালোবাসতেন। দেশের মানুষকে ভালোবাসতেন। আর দেশকে ভালোবাসতেন বলেই দেশে ফিরে এসেছিলেন। মাওলানা সুবহানরা কখনো হারিয়ে যান না উল্লেখ করে তিনি বলেন, আমার যারা সহকর্মী রাজনৈতিক মাঠে আছেন, তাদের বলব তাদের (সুবহানদের) কাছ থেকে শিক্ষা অর্জন করতে। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের মাওলানা আবদুস সুবহানের মতো উদারতা ও সাহসিকতা অর্জন করতে হবে। জাতির স্বার্থে দল-মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে কিন্তু সবাই ঐক্যবদ্ধ হলে এ জাতি বিজয়ী হবে।

জামায়াত আমিরের সঙ্গে প্যাট্রিক শ্রোয়েডার সাক্ষাৎ: জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে চ্যাথাম হাউস, যুক্তরাজ্যের সিনিয়র ফেলো প্যাট্রিক শ্রোয়েডার এবং তার স্থানীয় গবেষণা সহযোগী মামুনুর রহমান এক সৌজন্য বৈঠকে মিলিত হন।

সোমবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশ বিনিয়োগ করার আহ্বান জানান। বৈঠকে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, উন্নয়ন-অগ্রগতি, বাংলাদেশের গণতন্ত্র, নারী অধিকার, বাংলাদেশে বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, বৃত্তাকার অর্থনীতি এবং ভবিষ্যতে ইউকের সঙ্গে ব্যবসা বজায় রাখার জন্য দলের অবস্থানসহ নানা বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মু. তাহের ও সাসেক্স এলুমনাইয়ের আলী আহমেদ তাহকিক।

মিশন হেক্সা, আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের চুক্তি চূড়ান্ত, ঘোষণা শিগগিরই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৫:৫২ অপরাহ্ণ
মিশন হেক্সা, আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের চুক্তি চূড়ান্ত, ঘোষণা শিগগিরই

বিশ্ব ফুটবলে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন।

ইতালিয়ান এই কোচ ইতোমধ্যেই ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)–এর সঙ্গে একটি মৌখিক সমঝোতায় পৌঁছেছেন। এখন কেবল আনুষ্ঠানিক চুক্তি ও ঘোষণা বাকি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র খবরে বলা হয়েছে, আনচেলত্তির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই, অর্থাৎ মে মাসের শেষ দিকে, তিনি রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন। এতে করে তিনি ক্লাব বিশ্বকাপে রিয়ালের ডাগআউটে থাকবেন না—এমন সম্ভাবনাও উঁকি দিচ্ছে। বিদায়ের আগে ক্লাব ও কোচের মধ্যে একটি সম্মানজনক সমঝোতা গড়ে তোলার কাজ চলছে।

লক্ষ্য একটাই—ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ
আনচেলত্তির সামনে এবার আরেকটি ঐতিহাসিক দায়িত্ব— ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাস্তব করা। এই চ্যালেঞ্জকে ক্যারিয়ারের শেষ ও সবচেয়ে গর্বের প্রকল্প হিসেবে দেখছেন তিনি। ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ ক্লাবগুলোর সাফল্যগাঁথা এবার তিনি নিয়ে যেতে চান আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ মঞ্চে।

পরিচিত মুখের সঙ্গে নতুন দল
ব্রাজিলের বর্তমান দলে রয়েছেন ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, মিলিতাও এবং উঠতি প্রতিভা এন্দ্রিকের মতো রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা—যারা আনচেলত্তির অধীনে নিয়মিত খেলছেন। তাদের সঙ্গে রয়েছে লা লিগার আরও ব্রাজিলিয়ান তারকা যেমন রাফিনহা, যাদের সঙ্গে আনচেলত্তির পরিচয় ও বোঝাপড়া ইতোমধ্যেই গড়ে উঠেছে।

সম্মান ও কৌশলের ভিত্তিতে গড়ে উঠেছে সমঝোতা
সিবিএফ-এর বিশেষ দূত দিয়েগো ফার্নান্দেস-এর নেতৃত্বে আনচেলত্তির সঙ্গে আলোচনা দীর্ঘদিন ধরেই চলছিল। চূড়ান্ত পর্যায়ে এসে, সাবধানতা ও শ্রদ্ধাবোধ বজায় রেখে দুপক্ষ একমত হয়েছে।

ফার্নান্দেস গত কয়েক মাসে ইউরোপে একাধিকবার আনচেলত্তির সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন। ১৬ এপ্রিল রিয়াল-আর্সেনালের ম্যাচেও উপস্থিত ছিলেন তিনি।

সম্মানজনক বিদায়ের প্রস্তুতি রিয়ালেও
রিয়াল মাদ্রিদও ধীরে ধীরে পরিবর্তনের জন্য প্রস্তুত হচ্ছে। আনচেলত্তির অবদান স্বীকার করে, তাকে ভবিষ্যতে ক্লাবের উচ্চপর্যায়ের ভূমিকায় দেখা যেতে পারে বলেও ইঙ্গিত রয়েছে। সব পক্ষই চাইছে—এই অধ্যায় শেষ হোক সম্মান আর সৌহার্দ্যের আবহে।

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

গাজীপুরের জয়দেবপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তাসলিমা আক্তার (৩০) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জয়দেবপুর এলাকায় শিশুসহ দগ্ধ পাঁচজনকে আমাদের এখানে আনা হয়। আজ সকাল সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তাসলিমার মৃত্যু হয়। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। এর আগে সীমা নামের আরেক নারীর মৃত্যু হয়। বাকিদের মধ্যে পারভীন ৩২ শতাংশ, তানজিলা ৯০ শতাংশ ও শিশু আয়ান ২৮ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থাই আশাঙ্কাজনক।

নিহতের তাসলিমার স্বামী আলী হোসেন জানান, তিনি পোশাক শ্রমিক। তার স্ত্রীও পোশাক শ্রমিক ছিলেন। তাদের ১১ বছরের একটি ছেলে এবং ১০ বছরের একটি মেয়ে রয়েছে। তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার স্ত্রী-মেয়ে ও প্রতিবেশী তিন নারী দগ্ধ হন। ওই দিন রাতেই তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, তাসলিমা শেরপুরের ঝিনাইগাতী থানা এলাকার কাসেম আলীর কন্যা। তারা জয়দেবপুরে ভাড়া বাসায় থাকেন।