ইসরাইলজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেন, আতঙ্কে তেলআবিব
হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর নিহতের খবরের মধ্যেই ইসরাইলজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন।
শনিবার সন্ধ্যায় রাজধানী তেলআবিব এবং দখলকৃত মধ্য ফিলিস্তিনের দিকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এসব অঞ্চলে সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র দখলকৃত ফিলিস্তিনের মধ্যাঞ্চলে নিক্ষেপ করা হয়েছে।
এছাড়া তেলআবিবের উত্তরাঞ্চলের দুটি জেলায় সাইরেন বেজে উঠলে সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইসরাইলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী তেলআবিব এবং দখলকৃত ফিলিস্তিনের কেন্দ্রস্থলের বড় অংশে শতর্ক সাইরেন বাজানো হয়েছে।
ইয়েমেনি সূত্র জানিয়েছে, ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনের দিকে একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে।
পশ্চিম তীরে অবস্থিত বসতিগুলোতেও সাইরেন বেজে উঠেছে বলে জানা গেছে।
হিব্রু ভাষায় প্রকাশিত ইসরাইলের আরও কিছু সূত্র জানিয়েছে, তেলআবিবের আকাশে এবং দখলকৃত ফিলিস্তিনের অন্যান্য কিছু অঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এসব হামলা ইসরাইলি বাহিনীর জন্য একটি নতুন হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। যা চলমান মধ্যপ্রাচ্য সংঘাতে এক নতুন মাত্রা যোগ করছে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি।
আপনার মতামত লিখুন