খুঁজুন
মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ, ১৪৩২

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অধ্যাপক ইউনূসের একান্ত বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৮:১৭ অপরাহ্ণ
আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অধ্যাপক ইউনূসের একান্ত বৈঠক

সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত (ওয়ান টু ওয়ান) বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকায় পৌঁছানোর পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, একান্ত এ বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, তিনি তার পুরোনো বন্ধু আনোয়ার ইব্রাহিমকে ঢাকায় স্বাগত জানাতে পেরে খুবই খুশি।

বৈঠকে অধ্যাপক ইউনূস ছাত্র-জনতার বিপ্লব, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগ এবং আগের সরকারের নৃশংসতার কথা সংক্ষেপে তুলে ধরেন।

মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে তার সহযোগিতা এবং মালয়েশিয়ার নেতাদের সঙ্গে তার সম্পর্কের বিষয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা।

একান্ত বৈঠক শেষে দুই ঘনিষ্ঠ বন্ধু একই গাড়িতে দ্বিপাক্ষিক বৈঠকের স্থান হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান।

হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে দুই দেশের সরকারপ্রধান যৌথ বিবৃতি দেবেন। পরে বিকেল সাড়ে ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরে অর্থনৈতিক, রাজনৈতিক বিষয়, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়ন, জনশক্তি রপ্তানি, উচ্চশিক্ষায় সহযোগিতা, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থের সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।

অন্তর্বর্তী সরকারের সময় এটিই প্রথম কোনো সরকারপ্রধানের বাংলাদেশ সফর। প্রায় এক দশক পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন। ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংক্ষিপ্ত সফরে দুপুর ২টার পর ঢাকায় আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ৫৮ সদস্যের প্রতিনিধিদলে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী, পরিবহন উপমন্ত্রী, ধর্মবিষয়ক উপমন্ত্রী, দুজন সংসদ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাসহ আরও কয়েকজন প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন।

সফর শেষে সন্ধ্যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা ছাড়বেন। বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এলজিইডির প্রধান কার্যালয়সহ ৩৬ কার্যালয়ে দুদকের অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ
এলজিইডির প্রধান কার্যালয়সহ ৩৬ কার্যালয়ে দুদকের অভিযান

রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়সহ জেলা-উপজেলা পর্যায়ে ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে এই অভিযান শুরু হয়। দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে ১৬ এপ্রিল দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছিল দুদক। ঘুষ গ্রহণ, অনিয়ম, দুর্নীতি, গ্রাহকদের সেবা থেকে বঞ্চিত করা, অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অভিযোগে এই অভিযান চালানো হয়।

লিখিত পরীক্ষায় বাছাই হওয়া ২৮৫ জনকে আমার ফোন নম্বর দিয়ে দিয়েছি: পুলিশ সুপার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ণ
লিখিত পরীক্ষায় বাছাই হওয়া ২৮৫ জনকে আমার ফোন নম্বর দিয়ে দিয়েছি: পুলিশ সুপার

ব্রাহ্মণবাড়িয়ায় কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন জেলার পুলিশ সুপার এহতেশামুল হক।

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৮৫ জন প্রার্থীর হাতে আমার ব্যক্তিগত ফোন নম্বর তুলে দিয়েছি। তাদের স্পষ্টভাবে জানিয়েছি, যদি কেউ টাকা দাবি করে, তাহলে যেন সরাসরি আমাকে ফোন করে জানতে চায়—আমি কি আদৌ টাকাটা পাব? আমি আমার অবস্থান থেকে স্বচ্ছতার বিষয়টি পরিষ্কার করে দিয়েছি। আমি চাই শতভাগ স্বচ্ছ একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক।”

তিনি আরও জানান, কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে প্রতারক চক্র সক্রিয় হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে। ইতোমধ্যে এক দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এহতেশামুল হক বলেন, “আমার বিবেকের কাছে আমি দায়বদ্ধ। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। কোনো দালালের মাধ্যমে টাকা লেনদেনের সুযোগ থাকবে না। অস্বচ্ছতার কোনো জায়গা এখানে সৃষ্টি হতে দেওয়া হবে না। প্রতারক চক্রকে কঠোরভাবে রোধ করতে হবে।”

হঠাৎ কেনো এমন সংকেত ?

এনসিপি থেকে সরে গেলেন উমামা!

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১:৩৯ অপরাহ্ণ
এনসিপি থেকে সরে গেলেন উমামা!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা সবার উদ্দেশ্যে একটি ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ব্যক্তিগতভাবে এনসিপির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে উমামা ফাতেমা তার ভেরিফায়েড ফেইসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন।

পোস্টটিতে তিনি উল্লেখ করেন, “সবার উদ্দেশ্যে একটি সংকেত, আমি নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে সম্পর্কিত নই। আমার অনেক পরিচিত বন্ধু এই দলের সঙ্গে জড়িত। তবে ব্যক্তিগতভাবে এনসিপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।”

তিনি সবাইকে অনুরোধ করেন, এসব সংক্রান্ত পরামর্শ, সাংগঠনিক আলোচনা বা প্রস্তাবনা তার সাথে উপস্থাপন না করতে, এতে দুই পক্ষেরই সময় সাশ্রয় হবে।