খুঁজুন
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ, ১৪৩১

আওয়ামী স্বৈরাচার সরকারের সাবেক এমপি রশীদুজ্জামান মোড়ল গ্রেপ্তার

মোঃ রেজাউল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৫:৪৮ অপরাহ্ণ
আওয়ামী স্বৈরাচার সরকারের সাবেক এমপি রশীদুজ্জামান মোড়ল গ্রেপ্তার

খুলনা জেলার পাইকগাছা উপজেলার সহিংসতা ও বিদ্রব্যের ৩ মামলায় এজাহারভুক্ত আসামি খুলনা ৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) ভোর রাতে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা হতে র‍্যাব ৬ ও র‍্যাব ৮ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৬ অক্টোবর) সকালে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের ৩ মামলায় এজাহারভুক্ত আসামি খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার ভোরে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লাপাড়ায় কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা  অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,, সিরাজগঞ্জঃ
প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৭ অপরাহ্ণ
উল্লাপাড়ায় কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা  অনুষ্ঠিত

সিরাজগঞ্জের  উল্লাপাড়ায় তেলজাতীয় ফসলের উৎপাদন প্রকল্প (১ম সংশোধিত) কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উল্লাপাড়া সিরাজগঞ্জের আয়োজনে, বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে উল্লাপাড়া   উপজেলার মোহনপুর ইউনিয়ন লাহড়ীমোহন পুর দাখিল মাদ্রাসা ও স্কুল মাঠে বংকিরাট ব্লকে প্যাটার্নের নামঃ সরিষা-বোরো-পতিত। 

উক্ত মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, খামারবাড়ি ঢাকা এর পরিচালক, সরেজমিন উইং, ডিএই, কৃষিবিদ সরকার শফি উদ্দীন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া অঞ্চল বগুড়ার অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ ইসমাইল হোসেন, তেলতাজীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প বগুড়া অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, ডিআই, খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মশকর আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলার সুযোগ্য কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন-সুমী। 

অনুষ্ঠান পরিচালনা করেন, উল্লাপাড়া উপজেলার কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার আসয়াদ বিন খলিল রাহাত।  

এসময়ে উল্লাপাড়া উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ সরোয়ার হোসেন, সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রমজান আলী, মোঃ আলমগীর হোসেন,  মোঃ আল্লামা ইকবাল, স্বপন কুমার বসাক, মোঃ হাদিদুল ইসলাম মোঃ আব্দুল আলিম, মোঃ মান্নাফ হোসেন, মোঃ বসির উদ্দিন, মোঃ সোহেল আরমান সহ আরো উপ-সহকারী গণ এবং কৃষক-কষাণীগন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

নরসিংদীর শিবপুরে ভদ্রবেশী মাদক কারবারী গ্রেফতার

মোঃ আলম মৃধা, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৪ অপরাহ্ণ
নরসিংদীর শিবপুরে ভদ্রবেশী মাদক কারবারী গ্রেফতার

শিবপুরে মোছাঃ জেসমিন আক্তার নামে এক ভদ্রবেশী মাদক কারবারীকে আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ। আজ (২৫ ডিসেম্বর) এক প্রেস বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন বলেন, একটি গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর মডেল থানার এসআই হাসানের নেতৃত্বে একটি চৌকস দল গতকাল সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে চক্রধা ইউনিয়নের চক্রদা পূর্ব পাড়া অভিযান পরিচালনা করে মোছাঃ জেসমিন আক্তারের নিজ বাড়ি থেকে “১৫০ পিছ” ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে শিবপুর মডেল থানার মামলা নাম্বার ১৬(১৩)২৪ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর ১০ক /৪১ রুজু করা হয়।

তিনি আরো জানান, পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর পুর্বপাড়া এলাকার মোঃ কাউসার মিয়ার স্ত্রী মোছাঃ জেসমিন আক্তার।