খুঁজুন
সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ, ১৪৩২

পাইকগাছায় ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আগড়ঘাটা চ্যাম্পিয়ন

মোঃ রেজাউল ইসলাম, পাইকগাছা
প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৫:০৯ অপরাহ্ণ
পাইকগাছায় ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আগড়ঘাটা চ্যাম্পিয়ন

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউপির আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১শুন্যে গোলে যশোর মেহেরাব ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাব।

শুক্রবার বিকেলে উপজেলার আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে শত শত ফুটবল প্রেমীদের উপস্থিতিতে উত্তেজনা পুর্ণ ফুটবল খেলা উপভোগ করেন হাজার হাজার দর্শকরা।

ফাইনাল খেলার উদ্বোধন করেন ব্যবসায়ী আবু সাঈদ।‌ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিঢালী পুলিশ ফাঁড়ির এসআই সবুজ, বটিয়াঘাটা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর মোঃ মিনারুল ইসলাম , ব্যবসায়ী উত্তম কুমার, আব্দুল খালেক, ব্যবসায়ী সুরমান আলী প্রমুখ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ,আগড়ঘাটা বিনোদন বিহারী স্পোর্টিং ক্লাবের মোঃ বুলবুল আহমেদ, মোঃ বাবুল সরদার, মোঃ আব্দুস সালাম মোড়ল, মোঃ সুমন আহমেদ, মোঃ মিনারুল ইসলাম, সাহেব আলী, আনিছ বিশ্বাস, নুরুজামান, আব্দুল হালিম, আফজাল হোসেন প্রমুখ।

উক্ত খেলায় ভাষ্যকারে ছিলেন, মোঃ ওলিউর রহমান ও মোঃ ইকবাল সানা।

সহস্রাধিক সেলস আউটলেটে বিক্রি হবে ওয়ালটন পণ্য

শ্রীলঙ্কায় ওয়ালটন ব্র্যান্ডের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫, ৯:৪৯ অপরাহ্ণ
শ্রীলঙ্কায় ওয়ালটন ব্র্যান্ডের যাত্রা শুরু

শ্রীলঙ্কার বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এর মধ্য দিয়ে বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে উঠার লক্ষ্য পূরণে আরো এক ধাপ এগিয়ে গেল ওয়ালটন। দেশটিতে সহস্রাধিক সেলস আউটলেটে ওয়ালটন পণ্য বিক্রি হবে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান।

গত শনিবার (১০ মে, ২০২৫) সন্ধ্যায় কলম্বোর সিনামন লাইফ হোটেলে আয়োজিত ‘গ্র্যান্ড লঞ্চিং অব ওয়ালটন ব্র্যান্ড’ শীর্ষক এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীলঙ্কার বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে ওয়ালটনের।

শ্রীলঙ্কার খ্যাতনামা প্রতিষ্ঠান এবং ওয়ালটনের ব্যবসায়িক অংশীদার ‘মনিক ট্রেডিং প্রাইভেট লিমিটেড’ কর্তৃক আয়োজিত ওই গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন মনিক ট্রেডিং এর ব্যবস্থাপনা পরিচালক ড. ওয়াসালা মাদুওয়ান্থা আরিয়াপালা, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মো. জান্নাতুল হাবিব, শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক থিসারা পেরেরা এবং ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার নিশাত তাসনিম শুচি। অনুষ্ঠানে আরো অংশ নেন শ্রীলঙ্কার চার শতাধিক পরিবেশক ব্যবসায়ী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, “আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টে পৃষ্ঠপোষকতার মাধ্যমে শ্রীলঙ্কায় ওয়ালটন ব্র্যান্ড খুবই পরিচিত নাম। শ্রীলঙ্কায় ওয়ালটন ব্র্যান্ড বিজনেসের পথচলায় খ্যাতনামা প্রতিষ্ঠান মনিক ট্রেডিংকে সঙ্গী হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।”

অনুষ্ঠানে পণ্য গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ, প্রযুক্তিগত উন্নয়ন ইত্যাদি বিষয় তুলে ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক জানান, বিশ্ববাজারে প্রতিযোগি সক্ষমতায় এগিয়ে থাকার লক্ষ্যে অটোমেশন, পণ্য গবেষণা ও উদ্ভাবনে প্রতিনিয়ত বিনিয়োগ করা হচ্ছে। যার প্রেক্ষিতে ওয়ালটন কারখানায় পণ্য ভিত্তিক আলাদা রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরঅ্যান্ডআই) সেন্টারের পাশাপাশি চীন ও দক্ষিণ কোরিয়ায় আরঅ্যান্ডআই সেন্টার স্থাপন করা হয়েছে। উন্নত দেশগুলোর ক্রেতা চাহিদা, আবহাওয়া উপযোগি ও মানদন্ড অনুযায়ী প্রতিনিয়ত ওয়ালটন পণ্যের ডিজাইন, প্রযুক্তি, ফিচার ও গুণগতমানের উন্নয়ন ঘটানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী রেসিডেন্সিয়াল এসি, বিশ্বের প্রথম ভয়েস কন্ট্রোল এসি উৎপাদন করতে সক্ষম হয়েছে ওয়ালটন। পাশাপাশি ওয়ালটনের ফ্রিজ, এসি, টিভিসহ অন্যান্য প্রযুক্তিপণ্যে ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইন্টেজিলেন্ট ইনভার্টার প্রযুক্তি, আইওটি, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নিজস্ব উদ্ভাবনী ও সর্বাধুনিক স্মার্ট প্রযুক্তি ও ফিচার সংযোজন করা হয়েছে।

বৈশ্বিক বাজারে ওয়ালটন ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের সাফল্য তুলে ধরে এস এম মাহবুবুল আলম বলেন, বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের ৫০টিরও বেশি দেশে পরিচালিত হচ্ছে ওয়ালটন ব্র্যান্ড বিজনেস। এশিয়ার দেশগুলোতে ওয়ালটন ব্র্যান্ড পণ্যের চাহিদা ও ব্যবহার বাড়ছে প্রতিনিয়ত। বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো শ্রীলঙ্কাতেও ওয়ালটন ব্র্যান্ড দ্রুত ক্রেতাদের মন জয় করে বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করে নিতে সক্ষম হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

শ্রীলঙ্কায় ওয়ালটনের ব্যবসায়িক অংশীদার ‘মনিক ট্রেডিং’ এর ব্যবস্থাপনা পরিচালক ড. ওয়াসালা মাদুওয়ান্থা আরিয়াপালা বলেন, “পণ্যের গুণগতমান, উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার, বিদ্যুৎ সাশ্রয়, টেকসই এবং দামের দিক থেকে প্রতিযোগিতা সক্ষমতায় ওয়ালটন ব্র্যান্ড এগিয়ে রয়েছে। ওয়ালটন ব্র্যান্ডের এসব পণ্য শিগগিরই শ্রীলঙ্কাজুড়ে সহস্রাধিক সেলস আউটলেটে জায়গা করে নিবে। সেইসঙ্গে দ্রুত শ্রীলঙ্কার ক্রেতাদের মন জয় করে নিবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”

অনুষ্ঠানে শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মো. জান্নাতুল হাবিব বলেন, শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশী টেক জায়ান্ট ওয়ালটন ব্র্যান্ডের বিজনেস সম্প্রসারণ নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের সংবাদ। এর মাধ্যমে দেশের রপ্তানি আয় যেমন বৃদ্ধি পাবে, তেমনি বৈশ্বিক বাজারে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে।

ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি বলেন, ওয়ালটনকে বিশ্বের শীর্ষস্থানীয় গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডে পরিণত করার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে কাজ করছি আমরা। আজ শ্রীলঙ্কায় আনুষ্ঠানিকভাবে ওয়ালটন ব্র্যান্ড উদ্বোধণের মধ্য দিয়ে ওই লক্ষ্য পূরণের পথে আরো এক ধাপ এগিয়ে গিয়েছি। আশা করছি- বাংলাদেশের মতো শ্রীলঙ্কাতেও ওয়ালটন ব্র্যান্ড সিংহভাগ ক্রেতার আস্থা ও মন জয় করে নিয়ে মার্কেট লিডার হয়ে উঠতে সক্ষম হবে।

উল্লেখ্য, শ্রীলঙ্কার বাজারে ওয়ালটন ব্র্যান্ডের শক্তিশালী অবস্থান তৈরির লক্ষ্যে ইতোমধ্যে গড়ে তোলা হয়েছে শক্তিশালী বিক্রয়, বিপণন ও বিক্রয়োত্তর সেবার সুবিধা।

অন্তর্বর্তী সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছে: সালাহউদ্দিন আহমেদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫, ৯:৪৪ অপরাহ্ণ
অন্তর্বর্তী সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছে: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছে। নির্বাচনের কথা বললেই তাদের রাগ হয়। তিনি বলেন, কয়েকজন উপদেষ্টা দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন তা প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। তিনি যদি ব্যবস্থা না নেন তবে তিনি সম্মানী মানুষ সম্মান বজায় থাকবে কিনা তাতে সন্দিহান।

সোমবার বিকালে সিলেটের শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিভাগের চার জেলার বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে সিলেট বিভাগের কার্যক্রম উদ্বোধন করতে সোমবার দুপুরে সিলেটে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিকালে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অনুষ্ঠানস্থলে।

সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় নির্বাহী কমিটির চেয়ারপারানের উপদেষ্টা ড. মো. এনামুল হক, আরিফুল হক চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এম নাসের রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশে যাতে কোনো ফ্যাসিবাদ তৈরি হতে না পারে সেজন্য অনেক সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। ইতোমধ্যে সংস্কার কমিশনের সঙ্গে বসেছি, কাজ করছি। তাই বাংলাদেশের মানুষের কাছে এ সংস্কারের জন্য সহায়তা চাই। কিন্তু এসব সংস্কারের জন্য কী নির্বাচিত সরকারের বিকল্প আছে?

এমন প্রশ্ন ছুড়ে তিনি বলেন, আমরা এই কথা বললে এই অন্তর্বর্তীকালীন সরকার খুব নারাজ হয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন দাবি করবে না কি দাবি করবে- বর্তমান সভ্য বিশ্বে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য নির্বাচন ব্যবস্থা ছাড়া আর কি আছে- এমন প্রশ্নও করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সেই নির্বাচনের কথা বললে তারা গোস্সা হয়। কোনো কোনো উপদেষ্টা আছেন বিশেষ করে একজন মহিলা উপদেষ্টা আমি নাম বলতে চাই না। তিনি বলেছেন- তারা নাকি জনগণ দ্বারা নির্বাচিত, গণঅভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। যদি তারা এভাবে নির্বাচিত হন তবে নির্বাচন ব্যবস্থা আছে কেন? নির্বাচন কমিশন বা ভোটার তালিকার দরকার কি। যারা দীর্ঘ ১৬ বছর ধরে সংগ্রাম করছেন তারা কি করবেন?

বিএনপির এই নেতা বলেন, উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ স্বপ্ন দেখছেন অনির্বাচিতভাবে অনির্দিষ্টকালীন যতদিন মন চায় ততদিন ক্ষমতা ভোগ করবেন।

তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি এখনো করব। আপনি যত দ্রুত সম্ভব ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। তাতে আপনার সম্মান রক্ষা হবে, দেশের মানুষ আশ্বস্ত হবে এবং দেশে একটি রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করবে।

এ সময় তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, আপনার যে কয়জন উপদেষ্টা চক্রান্ত করছে, দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে তাদের সম্পর্কে আপনাকে আমরা জানিয়েছি। আপনি সেই বিষয়ে ব্যবস্থা নিন যাতে দেশে কোনো অরাজক পরিস্থিতির সৃষ্টি না হয়। আপনি সবার সম্মানিত ব্যক্তি আশাকরি আপনি সেই ব্যবস্থা নেবেন যাতে এমন পরিস্থিতি তৈরি না হয়। অন্যথায় আপনার সম্মান রক্ষা হবে কিনা আমরা সন্দিহান।

সালাহউদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ঢাকার রাজপথে জনগণ কয়েক দিন ধরে নগরভবন তালাবদ্ধ করে রেখেছে। তাদের দাবি আদালতের রায় মেনে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে ইশরাককে মেয়র ঘোষণা করে। তাকে আপনারা শপথ পাঠ করাবেন না, বিভিন্ন টালবাহানা করছেন। তাহলে কি এটা আইনের শাসন হলো? তাহলে আমরা কিসের জন্য অপেক্ষা করছি।

তিনি বলেন, অল্পবয়স্ক স্থানীয় সরকার উপদেষ্টা মনে করছেন তারা আইনের শাসন মানবেন না। কোর্টের আদেশ মানবেন না, নির্বাচন কমিশনের গেজেট মানবেন না। তাহলে গণতন্ত্রের বিপরীতে আপনাদের যাত্রা হলো।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা সব সময় আপনাদের সহযোগিতা করেছি; সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ; কিন্তু তার মানে এই না আমরা দাসখত দিয়েছি আপনাকে, যা বলবেন তাই করার জন্য। এ সময় সোমবার রাতে অথবা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেনকে শপথ পাঠ করানোর আহ্বান জানান। অন্যথায় এ আন্দোলনকে কেন্দ্র করে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

বক্তব্য শেষে নতুন সদস্যদের ফরম সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

‘ধৈর্যের ফল যদি হয় বিলম্বিত নির্বাচন, সেই বাঁধ ভেঙে ফেলব’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ
‘ধৈর্যের ফল যদি হয় বিলম্বিত নির্বাচন, সেই বাঁধ ভেঙে ফেলব’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, তারেক রহমান আমাদের ধৈর্য ধরতে বলেছেন, তাই আমরা ধৈর্য ধরে আছি। কিন্তু ধৈর্যের ফল যদি হয় বিলম্বিত নির্বাচন, তাহলে সে বাঁধ আমরা ভেঙে ফেলব।

রবিবার (১৮ মে) জাতীয় প্রেস ক্লাবের নবীন দলের উদ্যোগে দ্রুত জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, আপনি (ড. মুহাম্মদ ইউনূস) একজন সম্মানিত ব্যক্তি। বিশ্বের দরবারে সম্মান অর্জন করেছেন। বাংলাদেশের মানুষ আপনাকে আপনজন ভেবে সরকারে বসিয়েছে। দেশের জনগণের সম্মানে আপনাকে এ মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।

ফারুক বলেন, একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে বর্তমান সরকার নয় মাসে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। যে অধিকার, দাবির জন্য আমরা রাজপথে লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে। সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছি। সফলতা অর্জন করেছি সেই সফলতাকে ম্লান করে দিয়েছে সরকার।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।