শাহজাদপুরে এ.এন.এগ্রোভেট এর অফিস উদ্বোধন: প্রাণিসম্পদ উন্নয়নে নতুন দিগন্ত
শাহজাদপুর প্রতিনিধি,সিরাজগঞ্জ
শাহজাদপুরে এ এন এগ্রোভেট এর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন।
এ সময় তিনি প্রাণিসম্পদ উন্নয়নে এ এন এগ্রোভেট এর ভূমিকার প্রশংসা করেন এবং প্রাণিসম্পদের জন্য নিরাপদ ও কার্যকর ওষুধ সরবরাহের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ এন এগ্রোভেট এর চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডাঃ মোঃ জাহিদ আল হাসান, শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের সিনিয়র কর্মকর্তা।
এছাড়াও অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল ইসলাম (বি.এ)। তিনি এ এন এগ্রোভেট এর ভবিষ্যৎ পরিকল্পনা, পণ্য তালিকা এবং কৃষকদের সেবায় প্রতিষ্ঠানটির অবদান নিয়ে আলোচনা করে।
অনুষ্ঠানে প্রাণিসম্পদের জন্য উচ্চমানের ওষুধ ও পুষ্টি সরবরাহের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। এ এন এগ্রোভেট মূলত গবাদি পশুর রোগ প্রতিরোধ, চিকিৎসা, এবং পুষ্টি বৃদ্ধির জন্য ওষুধ উৎপাদন ও সরবরাহে কাজ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর, বেলকুচি এবং পাবনার বিভিন্ন পল্লী ডাক্তার, যারা সরাসরি কৃষকদের সঙ্গে কাজ করেন। পল্লী ডাক্তাররা প্রাণিসম্পদ চিকিৎসায় আধুনিক ওষুধের ব্যবহার, রোগ নির্ণয় এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন।
বিশেষ অতিথি ডাঃ মোঃ জাহিদ আল হাসান বলেন, “গরুর খাদ্য এবং চিকিৎসায় সঠিক পদ্ধতি অবলম্বন করলে দুধ ও মাংস উৎপাদনে ব্যাপক বৃদ্ধি সম্ভব। এ এন এগ্রোভেট এর মতো প্রতিষ্ঠানগুলো আমাদের এ ক্ষেত্রে সহায়তা করবে।”
প্রধান অতিথি মোঃ বিল্লাল হোসেন বলেন, “প্রাণিসম্পদ খাতের সঠিক উন্নয়নের জন্য কৃষকদের প্রশিক্ষণ এবং গুণগতমানসম্পন্ন ওষুধ সরবরাহ অপরিহার্য। এ এন এগ্রোভেট এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ এন এগ্রোভেট স্থানীয় কৃষকদের জন্য সহজলভ্য ওষুধ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। তারা কম খরচে উচ্চমানের ওষুধ সরবরাহের পাশাপাশি জরুরি প্রয়োজনে বিনামূল্যে পরামর্শ প্রদান করবে।
ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল ইসলাম (বি.এ) বলেন, “আমাদের লক্ষ্য হলো প্রতিটি কৃষক যেন তাঁর গবাদি পশুর জন্য সঠিক চিকিৎসা এবং পুষ্টি পায়। এজন্য আমরা আধুনিক প্রযুক্তি ও পেশাদারদের মাধ্যমে কৃষকদের পাশে থাকব।”
অনুষ্ঠানে উপস্থিত পল্লী ডাক্তাররা বলেন, “গরুর চিকিৎসায় উন্নত মানের ওষুধের অভাব ছিল। এ এন এগ্রোভেট এর পণ্য সহজলভ্য হলে আমাদের কাজ সহজ হবে এবং কৃষকরা আরও লাভবান হবেন।”
শাহজাদপুরে এ এন এগ্রোভেট এর নতুন অফিস প্রাণিসম্পদ খাতে উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় কৃষক ও ডাক্তাররা আশা করছেন, এ উদ্যোগ তাদের গবাদি পশুর যত্ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
আপনার মতামত লিখুন