ঢামেকে দালাল চক্র নির্মুলে অভিযান
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালালচক্র নির্মূলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে যৌথ বাহিনীর এক অভিযান পরিচালনা করে। এ সময় নারী ও পুরুষ সহ দালাল চক্রের ২১ সদস্যকে আটক করা হয়। এতে বিভিন্ন মেয়াদে বেশ কয়েকজনকে সর্বোচ্চ তিন মাসের জেল ও ৩০০০ নগদ টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার (২৫ নভেম্বর) সকাল দশটা থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ, বহির্বিভাগ, নতুন ভবনের প্যাথলজি বিভাগ সহ হাসপাতালের বিভিন্ন প্রাঙ্গণ থেকে আটক করা হয় তাদের।
আটককৃতরা হলেন, সুমন২৫ (সাজা তিন মাস), সাইদুর রহমান ৩০(সাজা এক মাস), শিশির আহমেদ ২১(জরিমানা এক হাজার টাকা), কাউসার ৩০(সাজা এক মাস), আরিফ ১৯(রাজা ৩ মাস), নজরুল ইসলাম ৪০(সাজা এক মাস), সাগর ২৭(সাজা ১৬ দিন), রিমন ২৩ (সাজা তিন মাস),জয়দেব বর্মন ৩২(জরিমানা ১০০০ টাকা), মাহমুদা বেগম ৫৩(রাজা ৩ দিন), মুনতাহার বেগম ২৩(জরিমানা ১০০০টাকা),মমতাজ বেগম ৬০(৭ দিনের সাজা), শেফালী আক্তার ৬৫(তিনদিনের কারা ভোগ), মোরশেদা বেগম ৪০(১০০০টাকা জরিমানা), শাহিনুর বেগম ৪৫(এক মাসের কারা ভোগ), শাহনাজ বেগম ৪০(১০০০টাকা জরিমানা), শিউলি বেগম ৪২(১০০০টাকা জরিমানা), শিউলি বেগম ৪০(১০০০টাকা
জরিমানা), মর্জিনা বেগম ৪৫(১০০০টিকা জরিমানা), সাইফুল ৩২(সাত দিনের কারা ভোগ) ও রাজিব ২৪(সাত দিনের কারা ভোগ)
এ সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, আমাদের কাছে দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেলে দালাল চক্রের দৌরাত্মের অভিযোগে ছিল। তাই আজ এনএসআই ঢাকা উইং এর তথ্য মতে যৌথ বাহিনী সহায়তায় হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে ওই ২১ জন নারী পুরুষকে আটক করা হয়। এবং পরে আমরা তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে হয়েছে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ(ঢামক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, দালাল চক্র নির্মূলে এটি একটি নিয়মিত অভিযান। এখন থেকে এই অভিযান সবসময় চলমান থাকবে। আমরা চাই দালালমুক্ত ঢাকা মেডিকেল। আমাদের এখানে চিকিৎসা নিতে এসে কোন রোগই যেন প্রতারণার ফাঁদে না পরে এই বিষয়টা লক্ষ্য রেখেই ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন