নানা কর্মসূচীর মধ্য দিয়ে পাইকগাছায় মহান বিজয় দিবস পালিত
খুলনার পাইকগাছায় মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় নানা কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
সোমবার দিনের প্রথম প্রহরে স্মৃতিসৌধে তোপধ্বনির পর উপজেলা প্রসাশন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, রিপোর্টার্স ইউনিটি, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক সংগঠন পুস্পমাল্য অর্পণ করেন।
অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন, আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী। সকল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, বীর মুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন, রনজিৎ কুমার সরকার, পাইকগাছা থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন।
উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল, কমিউনিস্ট পার্টির সভাপতি এডঃ প্রশান্ত মন্ডল।
বিজয় মেলায় স্টলে অংশ গ্রহন করেন উপজেলা কৃষি অফিস, প্রানী সম্পদ দপ্তর, মৎস অফিস, মহিলা বিষয়ক অফিস, যুব উন্নয়ন অফিস, পাইকগাছা সরকারী কলেজ, লোনা পানি কেন্দ্র, আনসার ও ভিডিপি,পানি উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতি, বোয়ালিয়া বীজ উৎপাদন খামার, পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারী বালক উচ্চ বিদ্যালয়।
আপনার মতামত লিখুন