সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের যমুনা নদীর ওপার দূর্গম চরাঞ্চল বড়কয়ড়াতে দিনব্যাপী দরিদ্র ও অসহায় মানুষদের জন্য “দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ড: ফজলুর রহমান ফাউন্ডেশন, সিরাজগঞ্জের আয়োজনে এবং এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম- ইডিপি সাবির্ক সহযোগিতায় এবং জার্মানে বসবাসরত ড. ফজলুর রহমানের পরিবর্গের অর্থায়নে
শুক্রবার (১৮ এপ্রিল) শুক্রবার সকাল হতে বিকেল পর্যন্ত অনুষ্ঠিতব্য মেডিকেল ক্যাম্পে ২৩০ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা ও ঔষুধ প্রদান করা হয়। এছাড়াও ডায়াবেটিস পরিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা মূলক প্রচারপত্র বিলি করা হয়। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন- ইডিপি’র নির্বাহী পরিচালক আবু জাফর খান। মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উক্ত মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন, ডা: দীপক কুমার সাহা, এমবিবিএস (রাজ), এফএমডি (ফ্যামিলি মেডিসিন), জিওসি (ডার্মোটলজি) ঢাকা, ডিএমইউ (আলট্রাসনোগ্রাফি) জেনারেল ফিজিশিয়ান, মেডিসিন, নিউরো মেডিসিন, কিডনি, গ্যাস্ট্রোলজি, বাত ব্যাথা চর্ম ও যৌন রোগে বিশেষ অভিজ্ঞ। এবং ডা: জয়শ্রী, এমবিবিএস (রাজ), সিএমইউ, মহিলা ও শিশু রোগে অভিজ্ঞ চিকিৎস। আরো রোগী দেখেন, ডা. মোঃ পারভেজ শেখ এমবিবিএস, পিজিটি (শিশু)উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত রংপুর মেডিকেল কলেজ। উক্ত ক্যাম্প পরিচালনায় আরো দায়িত্ব পালন করেন, দু’জন মেডিক্যাল এসিস্ট্যান্ট, একজন অভিজ্ঞ ফার্মাস্টি ও ড. ফজলুর রহমান ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ফাউন্ডেশনের পরিচালক জনাব খান, এই আয়োজনে সহায়তাকারীদের সকলকে ধন্যবাদ জানান।
আপনার মতামত লিখুন