খুঁজুন
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ, ১৪৩১

রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ১:১৭ অপরাহ্ণ
রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বিতর্কিত বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের উগ্রবাদী মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম ওই আবেদনের ওপর শুনানি শেষে জামিন নামঞ্জুর করে দেন।

সকাল সোয়া ১০টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে বিতর্কিত প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে জামিন শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল।

চিন্ময়কে এদিন আদালতে হাজির করা হয়নি। আদালতে আইনজীবীর উপস্থিতিতে আসামির ভার্চুয়াল হাজিরায় জামিন শুনানি হয়। শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে আদালত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, শুনানি হয়েছে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

এদিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ আপত্তি জানিয়ে বলেছে। এটি রাষ্ট্রদ্রোহ মামলা, এর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন। আদালত জামিন নামঞ্জুর করেছেন। কেউ সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যাবার সুযোগ রয়েছে৷’

বিতর্কিত চিন্ময় দাসের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য বলেন, জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আমরা উচ্চ আদালতে যাবো।

গত বছর ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। যেখানে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে কট্টর হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনের গেড়ুয়া পতাকা টানানো হয়। এর কয়েক দিন পর গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।

২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় বিমান বন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন ট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বিতর্কিত চিন্ময়ের উগ্রবাদী অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।

২৬ নভেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় দাসের জামিন না মঞ্জুর হলে ওইদিনই চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি অনুষ্ঠিত ছিল ৩ ডিসেম্বর। কিন্তু ওইদিন চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি রাষ্ট্রপক্ষও শুনানির জন্য সময়ের আবেদন করেন। এসবের পরিপ্রেক্ষিতে আদালত জামিন শুনানির জন্য ২০২৫ সালের ২ জানুয়ারি দিন ধার্য করেন।

হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়েছিলেন টিউলিপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ
হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়েছিলেন টিউলিপ

যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশি বংশোদ্ভূত এক ডেভেলপারের কাছ থেকে একটি ফ্ল্যাট উপহার নিয়েছিলেন। নির্বাচনী হলফনামায় এ ফ্ল্যাট সম্পর্কিত কোনো তথ্য তিনি উল্লেখ করেননি বলে জানা গেছে।

এক প্রতিবেদনে যুক্তরাজ্যের দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, লন্ডনের কিং’স ক্রস এলাকায় অবস্থিত ২ শয্যাকক্ষের সেই ফ্ল্যাটটি ২০০৪ সালে টিউলিপকে উপহার দিয়েছিলেন আবদুল মোতালিফ নামের এক ডেভেলপার। মোতালিফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

ফিন্যান্সিয়াল টাইমসের অনুসন্ধানে জানা গেছে, ১ লাখ ৯৫ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকা) দিয়ে ২০০১ সালের জানুয়ারিতে ফ্ল্যাটটি কিনেছিলেন আবদুল মোতালিফ। বেশ সস্তাতেই পেয়েছিলেন তিনি, কারণ একই বছর আগস্ট মাসে সেই ফ্ল্যাটির পার্শ্ববর্তী আর একটি ফ্ল্যাট বিক্রি হয়েছে ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার টাকা)।

যুক্তরাজ্যের ইলেক্টোরাল রোল ডেটার তথ্য জানাচ্ছে, ২০০৪ সালে উপহার হিসেবে পাওয়ার পর কিং’স ক্রসের সেই ফ্ল্যাটটিতে কয়েক বছর ছিলেন টিউলিপ। তারপর তার অন্য ভাই-বোনরা ছিলেন আরও বেশ কয়েক বছর। বর্তমানে ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন টিউলিপ। সেখান থেকে বাৎসরিক ৯০ হাজার পাউন্ড (১ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার টাকা) উপার্জন হচ্ছে তার।

৪২ বছর বয়সী টিউলিপ সিদ্দিক লেবার পার্টির সদস্য হন মাত্র ১৬ বছর বয়সে। ২০১৫ সালের পার্লামেন্ট নির্বাচনে পূর্ব লন্ডনের হ্যাম্পস্টেড আসন থেকে প্রথমবারের মতো প্রার্থী হন। তারপর থেকে এ পর্যন্ত ওই আসনে চার বার প্রার্থী হয়েছেন টিউলিপ, প্রতিবারই জয়ী হয়েছেন।

নির্বাচনে প্রার্থী হওয়ার আগ পর্যন্ত লেবার পার্টির পাশাপাশি আওয়ামী লীগের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্য শাখার ‘লবিং ইউনিট অ্যান্ড ইলেকশন স্ট্র্যাটেজি টিম’-এ সংশ্লিষ্ট ছিলেন তিনি। তার নির্বাচনে জয়ের ক্ষেত্রেও এ সংশ্লিষ্টতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তবে কোনো নির্বাচনী হলফনামায় এ ফ্ল্যাটের ব্যাপারে উল্লেখ করেননি টিউলিপ। হলফ নামায় তিনি যুক্তরাজ্যের হাইগেট এবং হ্যাম্পস্টেড এলাকায় ফ্ল্যাটের ব্যাপারে উল্লেখ করেছেন।

৭০ বছর বয়সী আবদুল মোতালিফ বর্তমানে পূর্ব লন্ডনে মুজিবুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে থাকেন। মুজিবুল ইসলাম আওয়ামী লীগের একজন সাবেক এমপির সন্তান। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে তার সঙ্গে যোগাযোগ করেছিল ফিন্যান্সিয়াল টাইমস। তিনি স্বীকার করেছেন যে তিনি ফ্ল্যাটটি ২০০১ সালে কিনেছিলেন, কিন্তু আর কোনো তথ্য জানাননি তিনি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের এক মুখপাত্র ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, “আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত যে কোনো সম্পত্তির মালিকানা যদি টিউলিপের থাকে, তাহলে তা হবে তার জন্য একটি বড় ভুল।”

নড়াইলে নারী ইউপি মেম্বারকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় দুজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৮:০০ অপরাহ্ণ
নড়াইলে নারী ইউপি মেম্বারকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় দুজন গ্রেফতার

নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের নারী সদস্য বাসনা মল্লিককে ধর্ষণ ও বিষ প্রয়োগের অভিযোগে আর একজন এজাহারভূক্ত আসামি গ্রেফতার হয়েছে। তার নাম শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের শহিদ মোল্যার ছেলে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শুক্রবার সন্ধ্যা রাত থেকে তার রিমান্ড শুরু হয়ছ। এদিকে ধর্ষণের ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার হওয়া দৌলতপুর গ্রামের ফারুক মোল্যার ২ দিনের রিমান্ড শেষ হলেও তিনি কোন স্বীকারোক্তি প্রদান করে নাই।

নড়াইল সদর থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাঃ সাজেদুল ইসলাম বলেন, গণধর্ষণ ও বিষ প্রয়োগের ঘটনায় আসামি শফিকুল ইসলামকে বৃহস্পতিবার রাতে মাদারিপুর জেলা থেকে পুলিশ গ্রেফতার করেছে। আদালত তাকে রিমান্ডের আবেদনের ভিত্তিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ছাড়া এ ঘটনায় গ্রেফতার হওয়া ফারুক মোল্যার ২ দিনের রিমান্ড মঞ্জুর শেষ হয়েছে গত শুক্রবার। ফারুক এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেনি। আদালতের মাধ্যমে তার পূনরায় রিমান্ড চাওযা হবে। বাকি আসামিদের গ্রফতারর চেষ্টা চলছে বলে জানান।

২৮ ডিসম্বর (শনিবার) নিহত বাসনা মল্লিকর ছেলে রিংকু মল্লিক বাদি হয়ে গণধর্ষণ ও বিষ প্রয়োগের অভিযাগ এনে দৌলতপুর গ্রামের ৪ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। এদের মধ্যে দু’জন গ্রেফতার হলেও আইয়ুব আলীর ছেলে রজিবুল মোল্যা (৩০) ও সাত্তার মোল্যার ছেলে চঞ্চল মোল্যা (৩৫) এখনা ধরা ছাোঁয়ার বাইর রয়েছে।

মামলার বিবরণ জানা যায়, ২৪ ডিসম্বর মাইজপাড়া ইউনিয়নর ১,২ ও ৩ নং ওয়ার্ডের মেম্বর বাসনা মল্লিক ইউনিয়ন পরিষদ উপকারভোগীদের মধ্যে টিসিবির পণ্য বিতরণ শেষে বাড়ি ফেরার পথে বিকাল স্হানীয় দৌলতপুর গ্রামের আসামি রজিবুল মোল্যা ফোনে পাওনা টাকা দেয়ার কথা বলে ওই গ্রামের মুক্তার মোল্যার বাড়িতে ডেকে নিয়ে যায়। সন্ধ্যার দিকে তাকে মুক্তার মোল্যার বাড়ির একটি কক্ষে আটকিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে গণধর্ষণ করে।

আসামিরা বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। বাসনা বিষয়টি ফাঁস করে দেয়ার কথা বললে আসামিরা তাকে মারধোর করে এবং জোরপূর্বক মুখ চেপে মুখের মধ্যে বিষ জাতীয় কিছু ঢেলে দেয়। পরে বাসনা রাত সাড় ৮ টার দিক বাড়িতে ফিরে কাউকে কিছু না জানিয়ে শুয়ে পড়েন এবং কয়েকবার বমি করেন। পরদিন চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিলেও আবারও তার অবস্থার অবনতি হলে ওইদিন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হলেও বৃহস্পতিবার রাতে তার মৃত্যু ঘট।

বিইউপিতে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ
বিইউপিতে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

০২ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন মার্কেটিং বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি প্রধান অতিথি হিসেবে ফাইনাল ম্যাচে উপস্থিত থেকে দলগুলোকে উৎসাহিত করেন এবং চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য, বিইউপির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতাটি গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে শুরু হয়।