খুঁজুন
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ, ১৪৩১

সভাপতি আবু জার গিফারী ও সেক্রেটারী অয়েসকুরুনী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার কমিটি ঘোষণা

মোঃ রেজাউল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার কমিটি ঘোষণা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার ২০২৫ সেশনের জন্য সেটআপ সম্পন্ন হয়েছে।

অত্র সেশনে সভাপতি আবু জার গিফারী ও সেক্রেটারী মুহা. অয়েসকুরুনী মনোনীত হয়েছেন শাখা সদস্যদের প্রত্যক্ষ পরামর্শে।

নব মনোনীত সভাপতি সকল স্তরের জনশক্তি ভাইদের উদ্দেশ্যে বলেন “সংগ্রাম আর সাহসী জীবন সততায় ভরা মন জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন”।

২০২৫ সেশনের স্লোগান হবে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণে দূর্বার আন্দোলন। দায়িত্বশীল ভাইদেরকে যথাযথ ভাবে দায়িত্ব পালনে সার্বিক ভাবে সহযোগিতা প্রত্যাশা করেন।

পরিশেষে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া চেয়ে দায়িত্ব পালনে তাওফিক কামনা করেন।

বেলকুচিতে দুস্হ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৯:৫১ অপরাহ্ণ
বেলকুচিতে দুস্হ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

সিরাজগঞ্জের বেলকুচিতে দুস্হ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।

৮ জানুয়ারি বুধবার বিকালে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে, রুপালি প্রতিবন্ধী উন্নয়ন  সংস্থার সহযোগিতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থপনা মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার ২০০ শত দুস্হ অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু হেলাল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, রুপালি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোছাঃ সুলতানা খাতুন প্রমুখ।

সতর্ক অবস্থানে বিজিবি, চৌকা সীমান্তে আতঙ্ক কমেছে স্থানীয়দের

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৫:৫১ অপরাহ্ণ
সতর্ক অবস্থানে বিজিবি, চৌকা সীমান্তে আতঙ্ক কমেছে স্থানীয়দের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে গত কয়েকদিন ধরে বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হওয়ায় আতঙ্ক কমেছে স্থানীয়দের।

আজ বুধবার (৮ জানুয়ারি) সীমান্ত এলাকায় গিয়ে জানা যায়, গত সোম ও মঙ্গলবার দুই দিন সীমান্তের কাছের আবাদি জমিতে কৃষকরা কাজ বন্ধ রেখেছিলেন। তবে, বুধবার কৃষকদের মাঠে কাজ করতে দেখা গেছে।

স্থানীয় এক কৃষক বলেন, “গত দুদিন মাঠে কাজ বন্ধ রেখেছিলাম। তবে, আজ থেকে কাজ শুরু করেছি। অনেকেই আবাদি জমিতে সেচ দেওয়ার পাশাপাশি কৃষি কাজ করছেন। তবে, এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ফলে আতঙ্ক কমেছে।”

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “সীমান্তের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কোনো আতঙ্ক নেই। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।”

এর আগে, গত রোববার সন্ধ্যায় সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেন ভারতীয় বিএসএফ সদস্যরা। সেদিনই বিজিবির তরফ থেকে মৌখিকভাবে বেড়া নির্মাণে নিষেধ করা হলেও শোনেনি তারা। সোমবার সকালে ফের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করেন বিএসএফ সদস্যরা।

উল্লেখ্য, বিজিবির পক্ষ থেকে বাধায় কর্ণপাত না করায় সেদিনই বিকেলে বিষয়টি মীমাংসায় পতাকা বৈঠক হয়। তবে, কোনো সমাধান হয়নি। মঙ্গলবার সকালে বিএসএফের পক্ষ থেকে আবার কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে। তখন সোজাসাপ্টা প্রতিবাদ জানায় বিজিবি। ফলে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সতর্ক অবস্থান নেয় বিজিবি।

পাইকগাছার সোনাদানা মাধ্যমিক বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠান

মোঃ রেজাউল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ২:১৪ অপরাহ্ণ
পাইকগাছার সোনাদানা মাধ্যমিক বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠান

গত (৬ ডিসেম্বর),সকাল ১০ টায় সোলাদানা মাধ্যমিক বিদ্যালয় বই বিতান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাদানা ইউনিয়ন সেক্রেটারি আজিবর রহমান ও সোনাদানা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোড়ল।

এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রী।