১৮ বছর পর দেশে ফিরলেন সাবেক ছাত্রদল নেতা সেলিম
দীর্ঘ প্রায় দেড়যুগ পর দেশের মাটিতে পা রাখলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক তুখোড় ছাত্রদল নেতা, বর্তমান সেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সেলিম হোসেন। ৭ জানুয়ারি (মঙ্গলবার) রাজধানীর হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি।
মূলত বহুল আলোচিত ২০০৭ সালের ওয়ান ইলেভেনের সময়ে রাজনৈতিক প্রতিহিংসার আক্রমণে দেশ ছাড়তে বাধ্য হন সেলিম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই সাবেক ছাত্র নেতা ছিলেন সর্ব মহলে পরিচিত ও জনপ্রিয় মুখ। বর্তমানে তিনি স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
তৎকালীন সেনা শাসনামলে নানাবিধ রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে চক্ষুশূল হন অনেকের। পরবর্তীতে মাতৃভূমি ত্যাগ করে বিদেশে যেতে বাধ্য হন সেলিম। চলে যেতে হয় সুইজারল্যান্ড। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে ফেরার অনেক চেষ্টা করেন তিনি। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে দেশে ফিরতে পারেন নি সেলিম।
অবশেষে দীর্ঘদিনের প্রত্যাশার ইতি ঘটিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মাটিতে পা রাখেন সেলিম। এদিন এয়ারপোর্ট চত্বরে সেলিমের শুভাকাঙ্ক্ষীদের জনসমাগম ছিল চোখে পড়ার মতো।
গাজিপুর কালিয়াকৈর’র কৃতি সন্তান মোঃ সেলিম এতো বছর পর বাংলাদেশে ফিরতে পেরে মন খুলে শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত সকলের সাথে। এয়ারপোর্টে সকলের উদ্দেশ্যে তিনি বলেন, “ছাত্রজনতার বিপ্লবী আন্দোলনে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই বাংলাদেশ আগামীর সম্ভাবনার পথেই এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা সমগ্র দেশের অভিভাবক, আগামীর রাষ্ট্র নায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা সবাই একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। সবশেষ আমি যে আমার প্রিয় মাতৃভূমিতে আসতে পেরেছি। সেজন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া জানাই। সেইসাথে আপনার যারা আমাকে এতোটা ভালোবাসা দিয়েছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার সকল সহযোদ্ধাদের জন্য গর্বিত।”
ত্যাগী নেতা সেলিম টুকু-আলিম’র ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। পরবর্তীতে ইউরোপে বাবু-জুয়েল কমিটিতে স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ সেলিম জিলানি-রাজিব কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
আপনার মতামত লিখুন