খুঁজুন
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ, ১৪৩১

১৮ বছর পর দেশে ফিরলেন সাবেক ছাত্রদল নেতা সেলিম

মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ১১:৫৯ অপরাহ্ণ
১৮ বছর পর দেশে ফিরলেন সাবেক ছাত্রদল নেতা সেলিম

দীর্ঘ প্রায় দেড়যুগ পর দেশের মাটিতে পা রাখলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক তুখোড় ছাত্রদল নেতা, বর্তমান সেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সেলিম হোসেন। ৭ জানুয়ারি (মঙ্গলবার) রাজধানীর হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি।

মূলত বহুল আলোচিত ২০০৭ সালের ওয়ান ইলেভেনের সময়ে রাজনৈতিক প্রতিহিংসার আক্রমণে দেশ ছাড়তে বাধ্য হন সেলিম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই সাবেক ছাত্র নেতা ছিলেন সর্ব মহলে পরিচিত ও জনপ্রিয় মুখ। বর্তমানে তিনি স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

তৎকালীন সেনা শাসনামলে নানাবিধ রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে চক্ষুশূল হন অনেকের। পরবর্তীতে মাতৃভূমি ত্যাগ করে বিদেশে যেতে বাধ্য হন সেলিম। চলে যেতে হয় সুইজারল্যান্ড। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে ফেরার অনেক চেষ্টা করেন তিনি। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে দেশে ফিরতে পারেন নি সেলিম।

অবশেষে দীর্ঘদিনের প্রত্যাশার ইতি ঘটিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মাটিতে পা রাখেন সেলিম। এদিন এয়ারপোর্ট চত্বরে সেলিমের শুভাকাঙ্ক্ষীদের জনসমাগম ছিল চোখে পড়ার মতো।

গাজিপুর কালিয়াকৈর’র কৃতি সন্তান মোঃ সেলিম এতো বছর পর বাংলাদেশে ফিরতে পেরে মন খুলে শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত সকলের সাথে। এয়ারপোর্টে সকলের উদ্দেশ্যে তিনি বলেন, “ছাত্রজনতার বিপ্লবী আন্দোলনে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই বাংলাদেশ আগামীর সম্ভাবনার পথেই এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা সমগ্র দেশের অভিভাবক, আগামীর রাষ্ট্র নায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা সবাই একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। সবশেষ আমি যে আমার প্রিয় মাতৃভূমিতে আসতে পেরেছি। সেজন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া জানাই। সেইসাথে আপনার যারা আমাকে এতোটা ভালোবাসা দিয়েছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার সকল সহযোদ্ধাদের জন্য গর্বিত।”

ত্যাগী নেতা সেলিম টুকু-আলিম’র ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। পরবর্তীতে ইউরোপে বাবু-জুয়েল কমিটিতে স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ সেলিম জিলানি-রাজিব কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

বেলকুচিতে দুস্হ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৯:৫১ অপরাহ্ণ
বেলকুচিতে দুস্হ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

সিরাজগঞ্জের বেলকুচিতে দুস্হ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।

৮ জানুয়ারি বুধবার বিকালে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে, রুপালি প্রতিবন্ধী উন্নয়ন  সংস্থার সহযোগিতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থপনা মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার ২০০ শত দুস্হ অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু হেলাল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, রুপালি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোছাঃ সুলতানা খাতুন প্রমুখ।

সতর্ক অবস্থানে বিজিবি, চৌকা সীমান্তে আতঙ্ক কমেছে স্থানীয়দের

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৫:৫১ অপরাহ্ণ
সতর্ক অবস্থানে বিজিবি, চৌকা সীমান্তে আতঙ্ক কমেছে স্থানীয়দের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে গত কয়েকদিন ধরে বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হওয়ায় আতঙ্ক কমেছে স্থানীয়দের।

আজ বুধবার (৮ জানুয়ারি) সীমান্ত এলাকায় গিয়ে জানা যায়, গত সোম ও মঙ্গলবার দুই দিন সীমান্তের কাছের আবাদি জমিতে কৃষকরা কাজ বন্ধ রেখেছিলেন। তবে, বুধবার কৃষকদের মাঠে কাজ করতে দেখা গেছে।

স্থানীয় এক কৃষক বলেন, “গত দুদিন মাঠে কাজ বন্ধ রেখেছিলাম। তবে, আজ থেকে কাজ শুরু করেছি। অনেকেই আবাদি জমিতে সেচ দেওয়ার পাশাপাশি কৃষি কাজ করছেন। তবে, এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ফলে আতঙ্ক কমেছে।”

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “সীমান্তের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কোনো আতঙ্ক নেই। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।”

এর আগে, গত রোববার সন্ধ্যায় সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেন ভারতীয় বিএসএফ সদস্যরা। সেদিনই বিজিবির তরফ থেকে মৌখিকভাবে বেড়া নির্মাণে নিষেধ করা হলেও শোনেনি তারা। সোমবার সকালে ফের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করেন বিএসএফ সদস্যরা।

উল্লেখ্য, বিজিবির পক্ষ থেকে বাধায় কর্ণপাত না করায় সেদিনই বিকেলে বিষয়টি মীমাংসায় পতাকা বৈঠক হয়। তবে, কোনো সমাধান হয়নি। মঙ্গলবার সকালে বিএসএফের পক্ষ থেকে আবার কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে। তখন সোজাসাপ্টা প্রতিবাদ জানায় বিজিবি। ফলে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সতর্ক অবস্থান নেয় বিজিবি।

পাইকগাছার সোনাদানা মাধ্যমিক বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠান

মোঃ রেজাউল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ২:১৪ অপরাহ্ণ
পাইকগাছার সোনাদানা মাধ্যমিক বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠান

গত (৬ ডিসেম্বর),সকাল ১০ টায় সোলাদানা মাধ্যমিক বিদ্যালয় বই বিতান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাদানা ইউনিয়ন সেক্রেটারি আজিবর রহমান ও সোনাদানা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোড়ল।

এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রী।