খুঁজুন
রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন, ১৪৩১

রেকর্ডের মালা গেঁথে নতুন ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০৫ পূর্বাহ্ণ
রেকর্ডের মালা গেঁথে নতুন ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার জয়টি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। অবশ্য কেবল চ্যাম্পিয়ন্স ট্রফিতেই নয়, আইসিসির যেকোনো টুর্নামেন্টেই এটা সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে যেন বিপাকে পড়ে যায় অস্ট্রেলিয়া। বেন ডাকেটের রেকর্ড গড়া সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ গড়ে ইংল্যান্ড। যে রান পাড়ি দিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাস পাল্টাতে হতো অজিদের। এমন রান পাহাড় পাড়ি দেওয়া অস্ট্রেলিয়া পেল নায়ক জশ ইংলিসকে, সঙ্গে থাকলো ম্যাথু শর্ট, অ্যালেক্স ক্যারি, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েলদের অবদানও। তাতে কেবল চ্যাম্পিয়ন্স ট্রফিই নয়, যেকোনো আইসিসি টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে বিজয় নিশান ওড়ালো অস্ট্রেলিয়া।

শনিবার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তানের লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে আগে ব্যাটিং করা ইংল্যান্ড ডাকেটের সেঞ্চুরি ও জো রুটের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩৫১ রান তোলে, যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল নিউজিল্যান্ডের, ২০০৪ সালের আসরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ উইকেটে ৩৪৭ রান তোলে কিউইরা।

জবাবে ম্যাচসেরা ইংলিসের সেঞ্চুরি, শর্ট ও ক্যারির হাফ সেঞ্চুরি এবং শেষ দিকে ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে ১৫ বল হাতে রেখেই (৪৭.৩ ওভারে) জিতে যায় অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটাই সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। এতোদিন সফল রান তাড়ার রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার দখলে, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দেওয়া ৩২২ রানের লক্ষ্য তাড়া করে জেতে লঙ্কানরা। কেবল চ্যাম্পিয়ন্স ট্রফিতেই নয়, আইসিসির যেকোনো টুর্নামেন্টেই এটা সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

রেকর্ডটি ছিল পাকিস্তানের দখলে, ২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪৫ রান তাড়া করে জেতে তারা। অস্ট্রেলিয়ার জয়টি ওয়ানডের ইতিহাসে অষ্টম সর্বোচ্চ রান তাড়া। ফরম্যাটটিতে এটা অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া। এই ফরম্যাটে তাদের সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডটি ভারতের বিপক্ষে। ২০১৯ সালে ভারতের দেওয়া ৩৫৯ রানের লক্ষ্য তাড়া করে জেতে অজিরা। ইংল্যান্ডের বিপক্ষে এটা তাদের সফলতম রান তাড়া, আগের সর্বোচ্চ সফল রান তাড়া ছিল ৩৩৪।

লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ইংলিস। ডানহাতি অজি এই ব্যাটসম্যান ৮৬ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় ১২০ রানের ঝলমলে ইনিংস খেলেন। এটা তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি ও ক্যারিয়ার সেরা ইনিংস। ওপেনার শর্ট ৬৬ বলে ৬৩ রান করেন। ট্রাভিস হেড ও অধিনায়ক স্টিভ স্মিথ রানের দেখা পাননি। হেড ৬ ও স্মিথ ৫ রান করেন। লাবুশেন ৪৫ বলে ৪৭ রান করেন।

ইংলিসের সঙ্গে ১৪৬ রানের জুটি গড়া ক্যারি ৬৩ বলে ৬৯ রানে মূল্যবান ইনিংস খেলেন। শেষ দিকে গিয়ে ঝড় তোলা ম্যাক্সওয়েল ১৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩২ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের মার্ক উড, জফরা আর্চার, ব্রাইডন কার্স, আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টোন একটি করে উইকেট নেন।

এর আগে সবচেয়ে বেশি সময় ধরে ইংল্যান্ডকে পথ দেখান ডাকেট। ইনিংস উদ্বোধন করতে নেমে ৪৮তম ওভার পর্যন্ত ব্যাটিং করেন তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নেওয়া বাঁহাতি এই ওপেনার। ১৪৩ বলে ১৭টি চার ও ৩টি ছক্কায় ১৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ডাকেডের ইনিংসটি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। ২১ বছর রেকর্ডটি দখলে রেখেছিলেন নাথান অ্যাস্টল। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আসরটির ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ার দিন অপরাজিত ১৪৫ রান করেন নিউজিল্যান্ডের সাবেক এই ওপেনার।

ডাকেটের সঙ্গে ১৫৮ রানের জুটি গড়া রুটও অসাধারণ ব্যাটিং করেন। ইংলিশ ডানহাতি এই ব্যাটসম্যান ৭৮ বলে ৪টি চারে ৬৮ রান করেন তিনি। ইংল্যান্ডের ইনিংসে এই দুটি নামই কেবল বড়, অন্যরা ইনিংস বড় করতে পারেননি। জেমি স্মিথ ১৫, অধিনায়ক জস বাটলার ২৩, লিভিংস্টোন ১৪ ও পেসার জফরা আর্চার ২১ রান করেন। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার বেন ডুয়ারশুইস সর্বোচ্চ ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট পান অ্যাডাম জ্যাম্পা ও লাবুশেন। একটি উইকেট নেন ম্যাক্সওয়েল।

বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোয় পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০৪ অপরাহ্ণ
বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোয় পিটিয়ে হত্যা

নাটোরের বড়াইগ্রামে বিয়েবাড়িতে সাউন্ডবক্সে উচ্চ শব্দে গান বাজানোয় প্রতিবেশীদের মারধরে কামাল বেপারী (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল ওই গ্রামের মৃত ইসমাইল বেপারীর ছেলে এবং পেশায় একজন কৃষক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত কামাল বেপারীর বড় ভাই জালাল বেপারীর ছেলে সুমন বেপারীর সঙ্গে পার্শ্ববর্তী লালপুর উপজেলার গোধরা গ্রামের নজির উদ্দিনের মেয়ের বিয়ে হয়। রোববার কনেকে তুলে আনা উপলক্ষে রাত ১১টার দিকে সাউন্ডবক্সে উচ্চ আওয়াজে গান বাজিয়ে আনন্দ করছিলো বরের পরিবারের লোকজন।

এসময় প্রতিবেশী মৃত আকু বেপারীর তিন ছেলে সামসুল বেপারী (৪২), শাজাহান বেপারী (৫০) ও শাহাদত বেপারী (৫৫) রাগান্বিত হয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিবেশী ওই তিন ভাইয়ের কিল ঘুসি ও লাথিতে কামাল ব্যাপারী ঘটনাস্থলেই নিহত হন।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর অভিযুক্ত তিন ভাই এলাকা ছেড়ে পালিয়েছেন। নিহতের পরিবার থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০১৬ মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০১ অপরাহ্ণ
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০১৬ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে গত তিন দিনে ৪ হাজার ১৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার (২০, ২১ ও ২২ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা করা হয়। এছাড়া ৪৩২টি গাড়ি ডাম্পিং ও ১০৭টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

‘পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে কাজ করবে না’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০০ অপরাহ্ণ
‘পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে কাজ করবে না’

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে রবিবার সকালে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে, কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অন্যায্য এবং অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবে না।”

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

কুচকাওয়াজে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৫৭ জন ছাড়াও ৩৮তম বিসিএস ব্যাচের তিনজন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

এর আগে, গত ২০ অক্টোবর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের জন্য দিন ঠিক করা হয়েছিল। কিন্তু আগের রাতে হঠাৎ করে অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়। এরপর ২৪ নভেম্বর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের দিন ঠিক করা হয়। সেটিও পরে স্থগিত হয়। গত ১৫ ডিসেম্বর ৪০ ব্যাচের ২৫ জন প্রশিক্ষণার্থীর কাছে কৈফিয়ত তলবের চিঠি দেওয়া হয়। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রশিক্ষণরত ছয়জন এএসপিকে চাকরি থেকে অপসারণ করা হয়। এরপর রবিবার প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী। যারা সুনির্দিষ্ট আইন মেনে চলেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের সব নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে।”

উপদেষ্টা প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। এবার বেস্ট প্রবিশনার, বেস্ট অ্যাকাডেমিক ও বেস্ট শুটার হয়েছেন এএসপি রুহুল আমিন লাবু। ফিল্ড অ্যাক্টিভিটিস ও ঘোড়সওয়ারে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন এএসপি এম সায়েলিন।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমান ভূঞা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন- অতিরিক্ত আইজিপি আবু নাছের মোহাম্মদ খারেদ, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হকসহ আমন্ত্রিত অতিথিরা।