খুঁজুন
রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩২

নাটোরে বিএনপির উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৫:২২ অপরাহ্ণ
নাটোরে বিএনপির উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় নাটোরে অসহায়, গরীব-দুঃখীদের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১২:৩০ ঘটিকায় নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে ধান হাটায় অসহায়, দুঃস্থ ১৫০ টি পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাউল, ১ টি দেশি মুরগি, ৫০০ গ্রাম তেল, ১ টি দুধের কৌটা, ১ কেজি লাচ্চা সেমাই ইত্যাদি।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এ হাই তালুকদার ডালিম, সভাপতি- জেলা যুবদল নাটোর।

বিশেষ অতিথি ছিলেন, মোঃ আনিসুর রহমান আনিস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক- জেলা যুবদল নাটোর, মোঃ মারুফুল ইসলাম সৃজন, সাধারণ সম্পাদক- জেলা ছাত্রদল।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এম সময় হাসান, আহ্বায়ক- গুরুদাসপুর উপজেলা যুবদল।

এছারাও উপস্থিত ছিলেন, মোঃ আপেল সরকার, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা যুবদল, মোঃ সুজাউদ্দৌলা সুজন, আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, মোঃ আরিফুল ইসলাম রবিউল, আকরাম হোসেন, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, সদস্য সচিব, গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, শামিম আহম্মেদ, আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা সেচ্ছাসেবক দল, মোঃ ইসরাফিল শেখ, সাবেক সভাপতি, গুরুদাসপুর কলেজ শাখা ছাত্রদল ও সিনিয়র সদস্য গুরুদাসপুর উপজেলা যুবদল।

মোঃ এমদাদুল হক, যুগ্ন আহবায়ক, গুরুদাসপুর উপজেলা যুবদল, মোঃ মাসুদ রানা প্রাং, যুগ্ম আহ্বায়ক, ঢাকা বাংলা কলেজ ছাত্রদল, মোঃ আলিম প্রাং, সদস্য, ঢাকা বাংলা কলেজ ছাত্রদল, শাকিল আহম্মেদ, আহববায়ক, গুরুদাসপুর পৌর ছাত্রদল, তোহা রহমান, সভাপতি, কলেজ ছাত্রদল, মোঃ রাঙ্গা মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা সেচ্ছাসেবক দল।

তাহসিন রহমান মিহাল, ১ নং সদস্য, গুরুদাসপুর পৌর ছাত্রদল, মোঃ ইমদাদ হক, সাধারন সম্পাদক, পৌর শ্রমিক দল, শেখ মোঃ সাহেদ, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর পৌর ছাত্রদল, এস আলম, সাবেক প্রচার সম্পাদক, গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, মোঃ শাকিল ইসলাম, সদস্য সচিব, গুরুদাসপুর পৌর ছাত্রদল, শরীফ, সভাপতি, ৪নং ওয়াড গুরুদাসপুর প্রমুখ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

যুদ্ধের পর পাকিস্তানেও শুরু হলো পিএসএল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫, ১:৪১ অপরাহ্ণ
যুদ্ধের পর পাকিস্তানেও শুরু হলো পিএসএল

ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে চারদিনের ভয়াবহ যুদ্ধের পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আবারও ক্রিকেট মাঠে গড়ানোর পরিবেশ তৈরি হয়। সে আলোকে আইপিএলের মত আজ থেকেই শুরু হলো পিএসএলের বাকি অংশ।

প্লে-অফ এবং ফাইনালসহ পিএসএলের বাকি আর মাত্র ৮টি ম্যাচ। প্রথমে বলা হয়েছিল, আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হবে পিএসএলের এই অংশ। কিন্তু না, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পাকিস্তানেই অনুষ্ঠিত হবে পিএসএলের অবশিষ্ট ম্যাচগুলো।

পিএসএলের গ্রুপ পর্বের বাকি সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে। এরপর প্লে-অফের ম্যাচগুলো হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

আজ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি পেশোয়ার জালমি এবং করাচি কিংস। এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন পেশোয়ার জালমি অধিনায়ক বাবর আজম। ব্যাট করার আমন্ত্রণ জানালেন করাচি অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে।

করাচি কিংস ৮ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের দ্বিতীয় স্থানে। পেশোয়ার জালটি প্লে-অফের লড়াইয়ে একটু পিছিয়ে। ৮ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। অবস্থান পঞ্চম।

গাজা পুনর্গঠনে তহবিল সংগ্রহের পরিকল্পনা আরব লিগের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫, ১:৩৯ অপরাহ্ণ
গাজা পুনর্গঠনে তহবিল সংগ্রহের পরিকল্পনা আরব লিগের

শনিবার বাগদাদে অনুষ্ঠিত আরব লিগ সম্মেলনে আরব নেতারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা গাজা পুনর্গঠন আরব লিগের পরিকল্পনায় অর্থায়ন করে।

তারা বলেন, আমরা দেশগুলো এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দ্রুত আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানাচ্ছি, যাতে গাজা পুনর্গঠনে আরব লিগের পরিকল্পনা কার্যকর করা যায়।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি সম্মেলনের উদ্বোধনী ভাষণে বলেন, গাজায় এই গণহত্যা এমন এক ভয়াবহ মাত্রায় পৌঁছেছে, যা ইতিহাসের অন্য কোনো সংঘর্ষে দেখা যায়নি।

এবারের ৩৪তম আরব সম্মেলনের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইসরায়েলের নেতৃত্বে গাজায় চলমান গণহত্যা।

তিনি বলেন, ইরাক গাজা পুনর্গঠনে একটি আরব তহবিল গঠনের উদ্যোগকে সমর্থন করে। সেইসঙ্গে তিনি ঘোষণা দেন, ইরাক এই তহবিলে ২০ মিলিয়ন মার্কিন ডলার দেবে এবং ইসরায়েলের সঙ্গে সংঘাতে থাকা লেবাননের জন্য আরও ২০ মিলিয়ন ডলার দান করবে।

ইরাকি প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির পরিকল্পনা প্রত্যাখ্যান করছি এবং গাজায় গণহত্যা, পশ্চিম তীর ও দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, আমরা গাজাকে রক্ষা করতে এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডাব্লিউএ-কে পুনরায় সক্রিয় করতে আন্তরিক ও দায়িত্বশীল আরব পদক্ষেপের আহ্বান জানিয়ে এসেছি এবং জানিয়ে যাব।

ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার এক দিন পর শনিবার (১৭ মে) বাগদাদে এই আলোচনা অনুষ্ঠিত হয়, যা যুদ্ধবিরতির আশাবাদ এবং গাজায় ত্রাণ সহায়তা আবার চালুর সম্ভাবনার জন্ম দিয়েছে।

তথ্যসূত্র : আল জাজিরা

বাংলাদেশি পণ্য আমদানিতে বন্দরে নিষেধাজ্ঞা ভারতের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫, ১:৩৭ অপরাহ্ণ
বাংলাদেশি পণ্য আমদানিতে বন্দরে নিষেধাজ্ঞা ভারতের

তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রীসহ কয়েকটি বাংলাদেশি পণ্য আমদানির ওপর বন্দর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, ‘বাংলাদেশ থেকে ভারতে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী ইত্যাদির মতো কিছু পণ্য আমদানির ওপর বন্দর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শনিবার (১৭ মে) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত মাসে কিছু ভারতীয় পণ্যের ওপর আরোপিত একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে ঢাকা, তারই প্রতিক্রিয়ায় ভারত সরকার শনিবার এ নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ কিছু পণ্য আমদানি কোনো স্থলবন্দর থেকে অনুমোদিত হবে না। শুধু নহাভা শেভা এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য আনা যাবে। তবে ভারত হয়ে নেপাল ও ভুটানে যেসব পণ্য রপ্তানি করা হবে সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ থেকে ফল, ফলের স্বাদযুক্ত এবং কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য (বেকড পণ্য, স্ন্যাকস, চিপস এবং মিষ্টান্ন), তুলা এবং সুতার বর্জ্য, প্লাস্টিক এবং পিভিসি তৈরি পণ্য, রঞ্জক, প্লাস্টিকাইজার এবং দানাদার এবং কাঠের আসবাবপত্র আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের কোনো এলসিএস (ভূমি শুল্ক স্টেশন) এবং আইসিপি (সমন্বিত চেক পোস্ট) এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা এবং ফুলবাড়ির এলসিএস দিয়ে অভ্যন্তরীণ চালান অনুমোদিত হবে না।

এতে আরও বলা হয়েছে যে, বাংলাদেশ থেকে মাছ, এলপিজি, ভোজ্যতেল এবং চূর্ণ পাথর আমদানির ক্ষেত্রে এই বন্দর নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

বাংলাদেশ গত ১৩ এপ্রিল স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। শুধুমাত্র সমুদ্রবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানির অনুমতি দেওয়া হয়।

সেই প্রসঙ্গ টেনে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় এক কর্মকর্তা বলেন, ‘বন্দর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে এই পদক্ষেপের প্রতিদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’

ওই কর্মকর্তা আরও বলেন, ভারত আলোচনায় অংশ নিতে ইচ্ছুক, তবে বিদ্বেষমুক্ত পরিবেশ তৈরির দায় নিতে হবে বাংলাদেশকে।

ভারতের বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, কলকাতা এবং মহারাষ্ট্রের নেহভা শেভা বন্দর দিয়ে যেহেতু এখন শুধুমাত্র বাংলাদেশ এসব পণ্য আনতে পারবে। এতে বাংলাদেশের এসব পণ্য পরিবহনের খরচ বাড়বে।

উল্লেখ্য, টেক্সটাইল খাতে ভারতের একটি বড় প্রতিযোগী বাংলাদেশ। ২০২৩-২৪ সালে ভারত-বাংলাদেশ বাণিজ্য ছিল ১২ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ প্রতি বছর ভারতে ৭০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের তৈরি পোশাক রপ্তানি করে।