৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব

হজ মৌসুম সামনে রেখে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে সৌদি আরব। গত এক সপ্তাহে চালানো এই অভিযানে প্রায় ১৮ হাজার ৬০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৮ হাজার ১২৬ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে শনিবার (১২ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
গাল্ফ নিউজের তথ্য অনুযায়ী, ৩ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সৌদির একাধিক সরকারি সংস্থা একযোগে অভিযান চালায়। গ্রেফতারকৃতদের মধ্যে ১১ হাজার ৮১৩ জন আবাসন আইন, ৪ হাজার ৩৬৬ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৪৯০ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।
অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ধরা পড়েছেন আরও ১ হাজার ৪৯৭ জন। আটক ব্যক্তিদের মধ্যে ৬৯ শতাংশ ইথিওপীয়, ২৭ শতাংশ ইয়েমেনি এবং বাকি ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এছাড়া নিজ দেশে ফেরতের জন্য ২৫ হাজার ৭৫৪ জনকে পাঠানো হয়েছে নিজ নিজ দেশের দূতাবাসে কাগজপত্র সংগ্রহের জন্য। ২ হাজার ২৭৯ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। একই সময়ে সৌদি ত্যাগের চেষ্টা করায় ৫৯ জনকে এবং অবৈধ অভিবাসীদের সাহায্য করার অভিযোগে আরও ১৭ জনকে আটক করা হয়েছে।
হজ মৌসুম ঘনিয়ে আসায় সৌদি সরকার শ্রম ও অভিবাসন নীতিতে কঠোরতা এনেছে। এই পদক্ষেপের ফলে সৌদিতে অবস্থান করা প্রবাসী এবং আগ্রহীদের জন্য সতর্কবার্তা হয়ে উঠেছে বর্তমান অভিযান।
আপনার মতামত লিখুন