বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বেলকুচিতে নানা আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২-এর বর্ষবরণ অনুষ্ঠান। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে নানা বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ-তরুণী, বৃদ্ধ- সব বয়সী মানুষের ঢল নামে বেলকুচি উপজেলা চত্বরের। সেখানে অনুষ্ঠিত হয় বর্ষবরণের সূচনা সংগীত।
এরপর”” বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা “”বেলকুচি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি
সরকারি কলেজে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডল, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল হুমায়ুন কবির, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমাম আলী, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু হেলাল, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা প্রিন্স মাহমুদ, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাহবুব রশীদ শামীম, শফি, সোহাগপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেলকুচি উপজেলার আহবায়ক মুসা হাশেমীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
“” নববর্ষ আনন্দ শোভাযাত্রা “” শেষে বেলকুচি সরকারি কলেজে পান্তা ভাতের আয়োজন করা হয়। এছাড়া বেলকুচি উপজেলা মুক্তমঞ্চে শিল্পকলা একাডেমির আয়োজনে সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আপনার মতামত লিখুন