খুঁজুন
বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩২

বিআরটিসি’র নতুন চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫, ৮:২৮ অপরাহ্ণ
বিআরটিসি’র নতুন চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা। সোমবার (২৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লাকে বিআরটিসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিআরটিসির বর্তমান চেয়ারম্যান ড. অনুপম সাহা (যুগ্ম সচিব)। ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে তিনি এই পদে আছেন।

সবশেষ বিআরটিসির চেয়ারম্যান ছিলেন জনাব মোঃ তাজুল ইসলাম। বিআরটিসির ইতিহাসে তাজুল ইসলামকেই সর্বোচ্চ সফল দায়িত্বশীল হিসেবে গণ্য করা হয়। তার দুই দফা মেয়াদ শেষে অবসরের পর জনাব অনুপম সাহা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

উল্লেখ্য, বিআরটিসির নতুন চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা এর আগে পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিযুক্ত ছিলেন। সেখানে সুনামের সঙ্গে তিনি দায়িত্ব পালন করেন। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বেনীনগর গ্রামে।

জবির বিতর্কিত অধ্যাপক আনোয়ারা বেগম

ছাত্রলীগ ছাড়া কাউকে বিসিএসের জন্য পাশ করাতেন না তিনি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৯:৪৩ অপরাহ্ণ
ছাত্রলীগ ছাড়া কাউকে বিসিএসের জন্য পাশ করাতেন না তিনি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারা বেগম। বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে সূত্রাপুর থানা পুলিশ।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আনোয়ারা বেগমের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিকালে তাকে ক্যাম্পাসের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মামলার বাদী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা অভিযোগ করে বলেন, “এদের মতো দলকানা শিক্ষকদের জন্য স্বৈরাচারী আমলে শিক্ষক সমাজ কলঙ্কিত হয়েছে। আনোয়ারা বেগম বলতেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যারা কাজ করে তারা রাজাকার। যেহেতু ছাত্রদল-শিবির আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করে, তাই তারা রাজাকার এবং এদের গুলি করে মারা উচিত।”

তিনি আরও অভিযোগ করেন, “তিনি পিএসসির সদস্য থাকা অবস্থায় ছাত্রলীগ ছাড়া কাউকে বিসিএসের জন্য উত্তীর্ণ করতেন না। তার মতো আওয়ামী দোসরের সঠিক বিচার চাই। তারা ছাত্রলীগের মাফিয়াদের পুলিশ প্রশাসনে নিয়োগ দিয়ে, ক্যাম্পাসে ছাত্রলীগকে অর্থ দিয়ে ছাত্রদলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের ওপর নির্যাতন করিয়েছেন।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “অধ্যাপক আনোয়ারা বেগম আজ ক্যাম্পাসে আসবেন তা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানত না। আমরা তার বিরুদ্ধে কোনো মামলার বিষয়েও অবহিত ছিলাম না। শুনেছি, পুলিশ তাকে ক্যাম্পাসের বাইরে থেকে গ্রেপ্তার করেছে।”

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ চলাকালে গুলিবিদ্ধ হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা। এ ঘটনার পরপরই অধ্যাপক, কর্মকর্তা ও ছাত্রলীগের ৯৪ জনসহ মোট ১৯৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

দেশে আসো না কেন বিপ্লবী ভিউ ব্যবসায়ী বাটপাররা: নুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৯:৩৬ অপরাহ্ণ
দেশে আসো না কেন বিপ্লবী ভিউ ব্যবসায়ী বাটপাররা: নুর

বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে কথা বলায় বিদেশে অবস্থানরত বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবারদের কঠোর সমালোচনা করেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর।

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি।

পোস্টে নূরুল হক নুর বলেন, এখন তো হাসিনা বা লীগ ক্ষমতায় না। তো তোমাদের এতো দেশপ্রেম, তোমরা দেশে আসো না কেন বিপ্লবী ভিউ ব্যবসায়ী বাটপাররা?

তিনি আরও বলেন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথের সংগ্রামে থেকেছি, কারাবরণ করেছি আর তোমরা? গোয়েন্দা সংস্থার সাথে আপোষ করে নিরাপদে দেশ থেকে বিদেশ গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়ে ভিডিও বানিয়েছো, ভিউকে কাজে লাগিয়ে চটকদার কথা বলে ফেসবুক-ইউটিউব থেকে ডলারও কামিয়েছো, আবার বিভিন্ন মানুষ থেকে অর্থও নিয়েছো।

গণ-অধিকার পরিষদের সভাপতি বলেন, এতো দেশপ্রেম ও সততা আর বীরত্ব থাকলে দেশে আসো। ধান্দাবাজি পরিহার করে দেশের পরিবর্তনে কাজ কর।

বেলকুচিতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উদ্ভোধন ও আলোচনা অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৫:৪১ অপরাহ্ণ
বেলকুচিতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উদ্ভোধন ও আলোচনা অনুষ্ঠিত

শিশু থেকে প্রবীণ,পুষ্টিকর খাবার সর্বজনীন’ প্রতিপাদ্যে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫। এ উপলক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উদ্বোধন, র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসফিয়া সাবেরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া। 

পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে বক্তারা বলেন, ৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পুষ্টিহীনতা শুধু শিশুদের নয়,বরং সব বয়সী মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি। তাই সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের বিষয়টি প্রতিটি পরিবারে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। অনুষ্ঠানে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক পুষ্টিকর খাবার গ্রহণের উপকারিতা সম্পর্কে আলোকপাত করা হয়

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সুদীপ কুমার সরকার, মেডিকেল অফিসার (এমওডিসি) ডাঃ মেহেদি হাসান, সিনিয়র কনসালটেন্ট ডাঃ আশরাফুন নাহার মৌসুমী, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, ও সুধী সমাজের ব্যক্তিবর্গ প্রমূখ।