নরসিংদীর মাধবদীতে বিদ্যাবাড়ি’র আয়োজনে গুরু বন্দনা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান
মাধবদীতে গুরু বন্দনা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননার আয়োজন করে বিদ্যাবাড়ি’র প্রতিষ্ঠাতা বেলাল আহমেদ।
গত (৫ অক্টোবর) মাধবদীস্থ পালকি কনভেনশন সেন্টারে বিকাল চারটায় উক্ত অনুষ্ঠানটি প্রথমে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যাবাড়ি’র স্কুল বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যাবাড়ি’র প্রতিষ্ঠাতা বেলাল আহমেদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডা: সৈয়দ আমিরুল হক (শামীম) সিভিল সার্জন নরসিংদী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাধবদী থানা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মফিজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব কামাল আহমেদ, বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক এমদাদুল ইসলাম খোকন, কথা সাহিত্যিক ফজলুল হক মিলন, মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম, মোঃ এনামুল ইসলাম, এশিয়ান মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, গাজীপুর শাহিন ক্যাডেট একাডেমির পরিচালক আব্দুল্লাহ আল রুবেল, মাহমুদুল হাসান নাইম, যুবনগর স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল হামিদ মোল্লাসহ সমাজের বিভিন্ন মহলের সুধী ও গুরুজন।
এই অনুষ্ঠানে যাদের কে সংবর্ধনা দেওয়া হয় তারা হলেন, প্রফেসর মোহাম্মদ আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নরসিংদী সরকারি কলেজ। প্রফেসর ওয়াইজ উদ্দীন আকন্দ, সাবেক অধ্যাপক (বাংলা) মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ। মোহাম্মদ শেখ সাদী, সাবেক অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ। আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ, সাবেক অধ্যাপক (অর্থনীতি) মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ। অর্জুন কুমার সাহা, সাবেক সহকারী প্রধান শিক্ষক, মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউট। মোঃ আব্দুর রশীদ, সাবেক সহকারী শিক্ষক গদাইরচর আছিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। মোঃ দৌলত আলী, সাবেক সিনিয়র শিক্ষক নুরালাপুর উচ্চ বিদ্যালয়। মোঃ রফিক মিয়া, সাবেক সহকারী শিক্ষক মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউট।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যাবাড়ি একটি সৃজনশীল প্রতিষ্ঠান। তাদের সকল কার্যক্রম আমাদেরকে মুগ্ধ করেছে। আজকের এই ব্যতিক্রমী আয়োনের মাধ্যমে তারা মাইলফলক হয়ে থাকবে। শিক্ষক জাতি গড়ার কারিগর, আলোর বাতিঘর- তাদের সম্মান দিয়ে বিদ্যাবাড়ি এক যুগান্তকারী ইতিহাসে নতুন ছবি একে দিল। অবশেষে ভক্তরা সবাই প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জজ ভূইয়া কলেজের ইংরেজী বিষয়ের প্রভাষক ও বিদ্যাবাড়ি’র নির্বাহী সদস্য মেহেদী হাসান রুবেল।
আপনার মতামত লিখুন