পাইকগাছায় নার্সারি মালিক সমবায় সমিতির সাথে জামায়াতের মতবিনিময়
আজ (২১ অক্টোবর) সন্ধ্যায় খুলনার পাইকগাছা উপজেলায় নার্সারি মালিক সমবায় সমিতির লিঃ এর সদস্যদের সাথে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
সোমবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ের সামনে নার্সারি মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অত্র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গদাইপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আসাদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন এস এম আমিনুল ইসলাম, মাওলানা কামাল হোসেন, মাওলানা সাইদুর রহমান ও মাওলানা বুলবুল আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মীর আনোয়ার এলাহী,মোঃ আমিনুল ইসলাম কাজল, মাস্টার মইনুদ্দিন ও আব্দুল গণি।
নার্সারি মালিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন আফসার আলী গাজী, হারুন সানা,কামরুল ইসলাম, আব্দুল্লাহ, শাহিনুর, আজগর আলী গাজী সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
আপনার মতামত লিখুন