বশেমুরবিপ্রবিতে কেন্দ্রীয়ভাবে আয়োজিত হলো নবীনবরণ অনুষ্ঠান
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।শান্তির প্রতিক কবুতর উড়ানোর মাধ্যমে ওরিয়েন্টেশন অনুষ্ঠান শুরু করা হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবন প্রাঙ্গণে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোমালিয়ার দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আসিফ এস. মিজান, মাভাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ,ইবি উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বশেমুরবিপ্রবি উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ সোহেল হাসান,গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এখানে যারা এসেছো তাদের কিন্তু অনেক স্বপ্ন বাবামায়ের স্বপ্ন,নিজের স্বপ্ন,পাড়াপর্শীর স্বপ্ন সর্বোপরি দেশের স্বপ্ন। তোমাদের কাজ একজান সাকসেসফুল মানুষ হওয়া এবং একটি সুশৃংখল জীবনই পারে একটা সাকসেসফুল এচিভ করতে।এখানে অনেক পজিটিভিটি আছে অনেক নেগেটিভিটি আছে যতটুকু ভালো ততটুকুই গ্রহণ করার চেষ্টা করবে, বাকিগুলো নিজের বিচার বিবেচনায় বাদ দিবে।আমাদের লাইফ কিন্তু অত্যান্ত লিমিটেড।
এছাড়াও তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমারা নিদিষ্ট সময়ে বেরিয়ে যাবো।কোন রকমের পলিটিক্যাল এক্টিভিটিস ক্যাম্পাসের মধ্যে আনবো না।করও দাসত্ব স্বীকার করবো না পলিটিক্যাল।আমরা স্বাধীনভাবে মাথা উচু করে বাঁচতে চাই।আমরা মাথাটাকে উন্নত করে এই সমাজে চলতে চাই কারো দাসত্ব করে নয়। এখন তোমরা একটা সুন্দর যায়গায় এসে পৌঁছেছো এটার বেস্ট ইউটিলাইজ কইরো।
বশেমুরবিপ্রবি একাডেমিক ও প্রশাসনিক বিষয়াবলি নিয়ে ডিন, প্রভোস্ট, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তারা বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষার্থীদের সামনে তাদের অভিজ্ঞতা ও পরামর্শগুলো তুলে ধরেন। অন্যদিকে, নবীন শিক্ষার্থীরাও নিজেদের চাওয়া-পাওয়া এবং একটি সুন্দর ক্যাম্পাস জীবন কাটানোর আকাঙ্ক্ষা ব্যক্ত করে শিক্ষকমণ্ডলী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
কবুতর উড়ানোর মাধ্যমে ওরিয়েন্টেশনের শুরু হয় এরপর পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপরে নবীন শিক্ষার্থীদে দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে একাডেমিক ভবন, লাইব্রেরি, হল, খেলার মাঠ সহবিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান নবীনদের উৎসাহী পদচারণ মুখরিত ছিল সমগ্র বশেমুরবিপ্রবি ক্যাম্পাস।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলে বশেমুরবিপ্রবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার ,প্রক্টর, দপ্তর প্রধানগণ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা ছিলেো বিএনসিসি,রোভার স্কাউট এবং আনসার সদস্যরা।
আপনার মতামত লিখুন