খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ডিপ্লোম্যাট’স পডিয়াম ১.০’ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (কেইউএমইউএনএ) আয়োজিত ‘ডিপ্লোম্যাট’স পডিয়াম ১.০’ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী মিলনায়তনে এই প্রতিযোগিতার ফাইনাল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফয়জুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নুরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত এবং কেইউএমইউএনএর উপদেষ্টা এনামুল হক হীরা।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক তাহরিম জামান ও সভাপতি অহনা আনহা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা বাড়ানোর এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “কথা বলার দক্ষতা এখন প্রতিটি পেশায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসিএস ভাইভায় ২০০ নম্বরের মূল্যায়ন করা হয়। শিক্ষকতার মতো পেশায়ও কথা বলার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয়। এমন একটি আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের এই দক্ষতা বৃদ্ধির সুযোগ করে দেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানাই।”
প্রতিযোগিতায় বিজয়ীরা হলেনঃ
ইংরেজি সেগমেন্ট:
চ্যাম্পিয়ন: আইন ডিসিপ্লিনের আলমা ফারহা
ফার্স্ট রানারআপ: ফার্মেসি ডিসিপ্লিনের পার্থ দত্ত
সেকেন্ড রানারআপ: মানব সম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের আমিনা জাহান বর্ষা।
বাংলা সেগমেন্ট:
চ্যাম্পিয়ন: গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ফারজানা জাহান
ফার্স্ট রানারআপ: সামাজিক বিজ্ঞান ডিসিপ্লিনের তামিম হাসান
সেকেন্ড রানারআপ: ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মো. হুসাইন।
এছাড়াও, দর্শকদের ভোটে পপুলিস্ট অ্যাওয়ার্ড অর্জন করেন মানব সম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের তৌফিক সরকার ভুবন ও আইন ডিসিপ্লিনের আলমা ফারহা।
আপনার মতামত লিখুন