বাঙলা কলেজ শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সব ধরনের ক্লাস–পরীক্ষা বর্জনসহ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঙলা কলেজের শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়,সরকারি বাঙলা কলেজের বিভিন্ন বিভাগ ঘুরে দেখা যায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন নেই। শিক্ষক কর্মচারীরা অফিস কক্ষে বসে আছেন। বেলা ১১টায় বাঙলা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ঢাবি অধিভুক্ত থেকে মুক্তি ও বিশ্ববিদ্যালয়ের দাবিতে মিছিল বের করে।
মিছিলটি বাঙলা কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে টেকনিক্যাল মোড় ঘুরে কলেজ গেট এর সামনে এসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে।
বিক্ষোভে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় রুপান্তর কমিটির পাবলিকেশন উইং এর সদস্য আব্দুল্লাহ আল নোমান বলেন, জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণা করে ঢাবি থেকে বেরিয়ে আসতে চায় সাত কলেজে শিক্ষার্থীরা।আমরা ঢাবির প্রহসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।যতক্ষণ না পর্যন্ত আমাদের এ আন্দোলন সফল হয় ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো।
আন্দোলনরত আরেকজন শিক্ষার্থী মুত্তাকি বিশ্বাস জানান, সকাল থেকে প্রত্যেক ক্যাম্পাসে গণসংযোগে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা স্বতন্ত্র স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে, হলে হলে গণসংযোগ কর্মসূচি চালিয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের স্পষ্ট বার্তা, প্রয়োজনে তাঁরা আরো কঠোর কর্মসূচি দিবে। আন্দোলনকারী দাবি না পূরণ হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।’
আপনার মতামত লিখুন