রাজধানীতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় নিহত ১
রাজধানীর দক্ষিন খান থানার সৈয়দ নগর এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোঃ মাহমুদুল হাসান(৩২) যুবক নিহত হয়েছে ও এই ঘটনায় এনামুল হক ইয়াসির(৩৪)এক যুবক আহত হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর)সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুলকে মৃত ঘোষণা করেন ও এনামুল হক জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত কে নিয়ে আসা বন্ধ পারভেজ জানান,
নিহত ও আহত দুইজন পরিবহনে চাকরি করে। দুই বন্ধু মিলে মোটরসাইকেল করে অফিসে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাদের দুজনকে ধাক্কায় এক। এতে তারা রাস্তায় ছিটকে পড়লে এলাকার লোক গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন ও আরেক জন চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার দশবাহা গ্রামের মোঃ ইব্রাহীমের সন্তান ও বর্তমানে দক্ষিনখান ময়নারটেক এলাকায় ভাড়া থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আপনার মতামত লিখুন