ইজতেমায় আহতদের মধ্যে ভর্তি ৮ জন
টঙ্গী ইজতেমার মাঠে সাদ ও জুবায়ের গ্রুপে সংঘর্ষে ৪০জন আহতের মধ্যে আট জনকে ভর্তি দেওয়া হয়েছে।
টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সাদ জুবায়ের দুই গ্রুপের সংঘর্ষে আহতদের মধ্যে ৪০জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে তাদের চিকিৎসা দিয়ে আটজনকে ভর্তি দেওয়া হয়।
ভর্তিকৃতরা হলেন:
মোহাম্মদ ফয়সাল( ১৮),আব্দুল হান্নান(৬০) অজ্ঞতানামা(৫০),মোহাম্মদ নুরুল ইসলাম ( ৪২), মোঃ সিয়াম(২৪ ),মোঃ রিশাদ (৩০), অজ্ঞাতনামা(৫০), মোঃ মোজাম্মেল হোসেন (১৯),এদেরকে বেশিরভাগই মাথায় হাতে পায়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে।তাদের নিউরো সার্জারি ওয়ার্ড ও অর্থোপেডিকসহ বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
এদের মধ্যে এক জন অজ্ঞাতনামা (৫০),তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক তাকে জরুরী বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার(ওসেকে)ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, টঙ্গীর থেকে সাদপন্থী ও জুবায়েরপন্থী মধ্যে ইজতেমার মাঠে দুই গ্রুপের সংঘর্ষের ঢাকা মেডিকেলে ৪০জন আহত হয়ে আসে তাদের মধ্যে মোঃ বেলাল নামের একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এই ঘটনায় অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও আটজনকে ভর্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন