খুঁজুন
বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ, ১৪৩১

ফিরে দেখা ২০২৪

অভ্যুত্থানে অগ্নিগর্ভ ছিল ময়মনসিংহ, মণ্ডা-পায়েসের জিআই স্বীকৃতি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ
অভ্যুত্থানে অগ্নিগর্ভ ছিল ময়মনসিংহ, মণ্ডা-পায়েসের জিআই স্বীকৃতি

কালের আবর্তে বিদায় নিয়েছে ঘটনাবহুল আরও একটি বছর। দুয়ারে উঁকি দিচ্ছে নতুন বছর। আওয়ামী লীগের বিতর্কিত ডামি নির্বাচনের মধ্যে দিয়ে ২০২৪ শুরু হলেও শেষ হয়েছে ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্যে দিয়ে। ময়মনসিংহ বিভাগে অরুণোদয়ের অগ্নিসাক্ষী হিসেবে বিদায় নেওয়া বছরটিতে ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থান রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই বিভাগের পতিত সরকারের প্রভাবশালী মন্ত্রী-এমপিদের একসঙ্গে ‘পলায়ন’ এর বিষয়টিও ছিল নজিরবিহীন। 

বিজ্ঞাপন

ছাত্র-জনতার লাশের সারি আর দীর্ঘ না করতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ঐতিহাসিক পদক্ষেপ আর নন্দিত ভাবমূর্তির প্রশংসা কুড়িয়েছে তার নিজ জেলা শেরপুরেও। তার বলিষ্ঠ পদক্ষেপে সেনাবাহিনীর সহায়তায় সারাদেশের মতো ময়মনসিংহ রেঞ্জের ৩৬টি থানাতে পূর্ণোদ্যমে কাজে ফিরেছে পুলিশ। জনরোষ থেকে সচল হয়ে ওঠেছে থানাগুলোর নানাবিধ কার্যক্রম। বেশ কয়েকবার সেনাপ্রধান স্বচক্ষে শেরপুর ও গৌরীপুরের কার্যক্রম পরিদর্শন করে ঊর্ধ্বতনদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছেন। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক তৎপরতায় সব শঙ্কা কাটিয়ে নির্বিঘ্নে ১ হাজার ৭৬৫টি পূজা মণ্ডপে উৎসবের আমেজে নির্দ্বিধায় দুর্গোৎসব পালন সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

সাফল্য-ব্যর্থতার বছরটিতে ময়মনসিংহ বিভাগের সীমান্তবর্তী তিন জেলার মানুষকে সামলাতে হয়েছে আকস্মিক বন্যার ধকল। বিদায়ী বছরটিতেই জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে মুক্তাগাছার মণ্ডা ও শেরপুরের ‘ছানার পায়েস’। মাদক বাণিজ্য, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গত ৫ নভেম্বর ২৮ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) কর্তৃপক্ষের বহিষ্কারের বিষয়টিও ছিল চর্চিত। পরবর্তী সময়ে তদন্ত কমিটির মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি করে মমেক ছাত্রলীগের সভাপতিসহ ৮ শিক্ষার্থী ও ইর্ন্টান চিকিৎসককে কলেজ থেকে আজীবন বহিষ্কার করা হয়। নিজের সহোদর চাচার হাতে ওমর ফারুক সৌরভ (২৪) নামে এক যুবকের লোমহর্ষক হত্যাকাণ্ড কাঁদিয়েছে সবাইকে।

বিজ্ঞাপন

সাফ ফুটবলে বিজয়-বৈজয়ন্তী উড়ানো বাংলার ৬ বাঘিনী দেশের নারী ফুটবলের জাগরণের গ্রাম হিসেবে পরিচিত ধোবাউড়ার কলসিন্দুর গ্রামকে করেছে আলোকোজ্জ্বল। বছরজুড়ে ক্রীড়াঙ্গণে স্থবিরতা থাকলেও শেষ সময়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও জিয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রাণচাঞ্চল্য ফিরিয়েছে। প্রধান উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে নিন্দিত লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির নিজ বিভাগ ময়মনসিংহেও ছিলেন আলোচিত-সমালোচিত।

বিজ্ঞাপন

এসব কারণেই গ্রেগেরিয়ান ক্যালেন্ডারের পাতা থেকে খসে পড়া বছরটি ময়মনসিংহবাসীর স্মৃতিতে উদ্ভাসিত থাকবে অনন্ত সময়। অতীতের সব দুঃখ-গ্লানি, বেদনা আর হতাশাকে ভুলে বৈষম্য দূরীকরণ আর সাম্য ফিরিয়ে আনার নতুন প্রত্যয়ে অঙ্গীকারাবদ্ধ এই অঞ্চলের বাসিন্দারা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমালোচিত তাপসী তাবাসসুম

ডামি নির্বাচন, অতঃপর ছাত্র-জনতার অভ্যুত্থান

২০২৪ সালের ৭ জানুয়ারি আওয়ামী লীগ তথা মহাজোটের বিতর্কিত ডামি ভোটে ময়মনসিংহের ২৪টি সংসদীয় আসনে জয় লাভ করে আওয়ামী লীগ। ওই নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বেশিরভাগ রাজনৈতিক দল অংশগ্রহণ না করলেও ভোটারবিহীন নির্বাচনে ২৪টি আসনেই জয় পায় আওয়ামী লীগ। এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও অসন্তোষ ছিল চরমে। যার প্রভাব পড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে। গত ৫ আগস্টের পর থেকেই দলটির রাঘব-বোয়াল সব নেতারা ‘পলাতক’ রয়েছেন। তাদের খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ছাত্র-জনতার অভ্যুত্থানের ঢেউ লাগে রাজনৈতিক সচেতন জেলা ময়মনসিংহেও। ২০২৪ সালের ৬ জুলাই ময়মনসিংহে সর্বপ্রথম বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। ওই দিন নগরীর ঐতিহ্যবাহী আনন্দমোহন বিশ্ববিদ্যালয়  কলেজ থেকে শিক্ষার্থীদের বের হওয়া বিক্ষোভ মিছিলটি নগরীর টাউন হলে এসে শেষ হয়। ধীরে ধীরে এই আন্দোলনে সম্পৃক্ত হতে শুরু করে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ। এরই মধ্যে ১৯ জুলাই নগরীতে শিক্ষার্থীদের আন্দোলনে সশস্ত্র হামলা চালায় আওয়ামী লীগ ও পুলিশ। এতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন কলেজ শিক্ষার্থী রোদোয়ান হাসান সাগর (১৯)। এদিন ময়মনসিংহসহ সারাদেশে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হলে জারি হয় কারফিউ। পরদিন ২০ জুলাই কারফিউ ভঙ্গ করে সারাদেশের মধ্যে সর্বপ্রথম গৌরীপুরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলে পুলিশ ও আওয়ামী লীগ নির্বিচারে গুলি চালালে নূরে আলম রাকিব, বিপ্লব হাসান ও জুবায়ের আহমেদ শহীদ হন। এরপর ময়মনসিংহসহ সারাদেশে আন্দোলন দানা বাঁধতে শুরু করলে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রীসহ ময়মনসিংহের মন্ত্রী ও এমপিরা। ওই সময় স্থানীয় মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

পালিয়ে যান দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

আওয়ামী লীগ নেতাদের পদাঙ্ক অনুসরণ করে গণঅভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হন ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি সৌমিত্র শেখর। এ নিয়ে শিক্ষাঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. ফজলুল হক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করে।

ফুটবলকন্যা সানজিদা-তহুরা

ক্রীড়াঙ্গণে কলসিন্দুরের নারী ফুটবলারদের কৃতিময় সাফল্য  

আন্তর্জাতিক ফুটবলে ছেলেদের কোনো সাফল্য না থাকলেও আশা জাগিয়েছে নারী ফুটবল। সাফের শিরোপা ধরে রাখার পাশাপাশি মেয়েরা অনুর্ধ্ব-১৬ ও অনুর্ধ্ব-১৯ আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দেশের নারী ফুটবলে শক্তি ও সম্ভাবনার কথা জানান দেওয়া ফুটবলের আকাশে চাঁদ হিসেবে পরিচিতি পাওয়া মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, তহুরা খাতুন, সানজিদা আক্তার ও শিউলি আজিম ময়মনসিংহের সীমান্তঘেষা শেষ উপজেলা ধোবাউড়ার কলসিন্দুর গ্রামের সন্তান। সাফ শিরোপাতেও তারা রেখেছেন নিজেদের শ্রেষ্ঠত্বের ছাপ। ওই টুর্নামেন্টে তহুরা ভুটানের বিপক্ষে ৩টি, ভারতের বিপক্ষে ২টি ও শামসুনাহার জুনিয়র একটি গোল করে আন্তর্জাতিক মহলে উজ্জ্বল করেন বাংলাদেশের মুখ। বছরের শেষ প্রান্তে এসে জেগে ওঠে ময়মনসিংহের ক্রীড়াঙ্গণ। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এবং আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সফল আয়োজন অনন্য মর্যাদায় মহিয়ান করেছে ময়মনসিংহকে।

যুবদল নেতার মৃত্যুতে তোলপাড়, বহিষ্কার অ্যাকশনে বিএনপি

অন্তর্বর্তী সরকার গঠনের পর ময়মনসিংহের রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটে। মাঠ থেকে আওয়ামী লীগ লাপাত্তা থাকলেও পুরোদমে রাজনৈতিকভাবে সক্রিয় রয়েছে বিএনপি, জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। গত ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহ নগরীতে যৌথ বাহিনীর অভিযানে আটক মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের (৪০) মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে তোলপাড় শুরু হয়। এদিকে, দলে শৃঙ্খলায় আনতে হার্ডলাইন কৌশল গ্রহণ করে বিএনপি। বহিষ্কারের মুখে পড়েন দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চুসহ প্রায় ডজন খানেক নেতা। এ ঘটনায় আতঙ্কে ছিলেন দলটির বেশিরভাগ শীর্ষ সারির নেতারাও। দলটির নির্বাহী কমিটিতে জায়গা করে নেন আন্দোলন-সংগ্রামের রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি দলটির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে অভিষিক্ত হন।

জিআই পণ্য হিসাবে মুক্তাগাছা মণ্ডা ও ছানার পায়েস এর স্বীকৃতি  

স্বাদে-ঘ্রাণে অতুলনীয় মুক্তাগাছার মণ্ডার কদর দেশজুড়েই। অনন্য এই মিষ্টিকে গত ১২ ফেব্রুয়ারি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে শিল্প মন্ত্রণালয়। একইভাবে শেরপুরের ঐতিহ্যবাহী ‘ছানার পায়েস’ পেয়েছে জিআই পণ্যের স্বীকৃতি। তারা মণ্ডা ও ছানার পায়েসের স্বাদসহ গুণগত মান বজায় রাখতে নিজেদের দৃঢ় অঙ্গীকারের কথা জানিয়েছেন।

জামালপুর কারাগারে বিদ্রোহে নিহত হন ৬ বন্দি

আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন কারাগারে বিদ্রোহের ঘটনা ঘটে। ময়মনসিংহ বিভাগের মধ্যে একমাত্র জামালপুর কারাগারে বিদ্রোহে নিহত হন ৬ বন্দি। জেলারসহ আহত হন ১৯ জন। প্রায় ১০ ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় স্থানীয় প্রশাসন। এরপর কারা অধিদপ্তরের নির্দেশনায় শৃঙ্খলা ফিরতে শুরু করে জামালপুর কারাগার। বিদায়ী বছরটিতে আলোচিত এই ঘটনা ছাড়াও বিএনপির রাজনীতিতে অভ্যন্তরীণ বিরোধ দৃশ্যমান হয়ে ওঠে।

এরই জের ধরে গত ৩১ আগস্ট শহরের দেওয়ানপাড়া মোড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হন ৩০ নেতাকর্মী। এছাড়া মামলা থেকে নাম কাটার জন্য স্থানীয় বকশিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলুকে ফোন করেন যুবমহিলা লীগের সভাপতি জহুরা বেগম। এ ঘটনার একটি অডিও কল রেকর্ড ফাঁস হলে যুবদল নেতা মাহবুবুর রহমান লাভলুকে কেন্দ্র থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেই সঙ্গে মারা যাওয়া সাবেক ছাত্রলীগ নেতার নামে মামলা, র‌্যাগিংয়ের শিকার হয়ে হাসপাতালে বশেফমুবিপ্রবির শিক্ষার্থী, ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাস ছাড়েন দুই শিক্ষক। এছাড়া গত ১১ সেপ্টেম্বর জামালপুরের মেলান্দহে নিজ ঘর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় শাহিনা বেগম নামে এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

নেত্রকোণায় পুলিশের অস্ত্র ও গুলি লুট; টংক আন্দোলনের নেতার মৃত্যু

গত ৪ আগস্ট সরকার পতনের এক দফার আন্দোলন চলাকালে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে পুলিশের গাড়িতে হামলা করে ৭টি অস্ত্র ও ৪২০ রাউন্ড গুলি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত আন্দোলনকারীরা ৬ পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে। এতে ভাঙচুর হয় পুলিশের গাড়ি। ৫ আগস্টের পর পরিবর্তিত প্রেক্ষাপটে ৭ আগস্ট শিক্ষার্থীরা রং তুলি দিয়ে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম মুছে দিয়ে ‘নেত্রকোণা বিশ্ববিদ্যালয়’ নামে একটি ব্যানার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে ঝুলিয়ে দেয়। এরপর শিক্ষার্থীদের ১১ দফা দাবির পরিপ্রেক্ষিতে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে এই বছরের গত ২৩ মার্চ উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলী গ্রামের বাড়িতে মারা যান ঐতিহাসিক টংক আন্দোলনের সংগ্রামী নারী কুমুদিনী হাজং। ৯২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। কমিউনিস্ট নেতা কমরেড মনি সিংহের নেতৃত্বে টংক আন্দোলনে সক্রিয়ভাবে সম্পৃক্ত হয় দুর্গাপুরের হাজং সম্প্রদাযয়ের কুমুদিনী হাজংয়ের স্বামী লংকেশ্বর হাজং। তৎকালীন পুলিশ ১৯৪৬ সালে কুমুদিনী হাজংকে উঠিয়ে নিয়ে যেতে চাইলে রাশিমনি হাজংয়ের নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালানো হয়। সেখানে পুলিশের গুলিতে প্রাণ হারান রাশিমনি হাজং ও সুরেন্দ্র হাজং। এ সময় পুলিশের দুইজন সদস্য নিহত হন ওই ঘটনায়। যা ছিল দেশের তৎকালীন সময়ে বিশ্বব্যাপী আলোচিত একটি ঘটনা।

৪ মাস পর শেরপুর কারাগারের কার্যক্রম শুরু

বিগত ৪ আগস্ট শেরপুরে ছাত্র-জনতার আন্দোলনে সরকারি গাড়ির ধাক্কায় দুই কলেজ ছাত্রের মৃত্যুতে শেরপুর উত্তপ্ত হয়ে ওঠে। ওই দিনই শেরপুর কারাগারেও ঘটে হামলার ঘটনা। এতে অস্ত্র লুট, বন্দি পালিয়ে যাওয়াসহ নানা অঘটনের সূত্রপাত হয়। প্রায় ৪ মাস কারাগারের কার্যক্রম বন্ধ থাকার পর গত ১২ ডিসেম্বর ফের শুরু হয়েছে  শেরপুর জেলা কারাগারের কার্যক্রম।

সেই সঙ্গে বিগত ৩৫ বছরের রেকর্ড ভেঙে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় জেলার ৫টি উপজেলার দুই লাখেরও বেশি মানুষ। এতে ৪৫ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে যায়। ভেঙে পড়ে প্রায় ৮ হাজার ঘড়বাড়ি। বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে শেরপুর সদরের দোজা পীরের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ছিল বহুল আলোচিত।

এই প্রতিবেদন তৈরিতে তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করেছেন নেত্রকোণা জেলা প্রতিনিধি চয়ন দেবনাথ মুন্না, জামালপুরের জেলা প্রতিনিধি মুত্তাছিম বিল্লাহ এবং শেরপুরের জেলা প্রতিনিধি মো. নাইমুর রহমান।

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেন শান্ত নাজমুল হোসেন শান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ১:৩৩ অপরাহ্ণ
টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেন শান্ত নাজমুল হোসেন শান্ত

বিপিএলের মাঝেই আলোচনায় জাতীয় দল প্রসঙ্গ। টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। একটি জাতীয় দৈনিককে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

গত বছরের ফেব্রুয়ারি তিন ফরম্যাটেই অধিনায়ক ঘোষণা করা হয় শান্তকে। কিন্তু অধিনায়কত্বের সঙ্গে পারফরম্যান্সের তেমন একটা মেলবন্ধন ঘটেনি। বিশেষ করে, টি-টোয়েন্টি ফরম্যাটে সবশেষ ১৯ ম্যাচে কোনো ফিফটি নেই তার। সমালোচনার মুখে গত অক্টোবরেই সব ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু বিসিবি তাকে থেকে যাওয়ার জন্য রাজি করায়।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ সেই জাতীয় দৈনিককে বলেন করে, ‘শান্ত ফাইনালি বলে দিয়েছে সে আর টি–টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবে না। আমরাও এটা মেনে নিয়েছি। তবে যেহেতু আপাতত আমাদের টি–টোয়েন্টি খেলা নেই, হাতে সময় আছে; এখনই নতুন অধিনায়ক নিচ্ছি না। তবে যদি চোটের সমস্যা না থাকে, ওয়ানডে ও টেস্টে শান্তই অধিনায়ক থাকবে। সেভাবেই কথা হয়েছে। ’

চোটের কারণে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের কোনো সিরিজেই খেলতে পারেননি শান্ত। তার পরিবর্তে টেস্ট ও ওয়ানডের নেতৃত্বের ভার ছিল মেহেদী হাসান মিরাজের কাঁধে। তবে টি-টোয়েন্টির দায়িত্বে ছিলেন লিটন দাস। তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয় বাংলাদেশ।

মার্চে জিম্বাবুয়ে সিরিজে তাই পরবর্তী অধিনায়ক হিসেবে লিটনের নামটা সামনেই থাকবে। তবে তার পারফরম্যান্স খুব একটা পক্ষে কথা বলছে না। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিন ম্যাচে কেবল ১৭ রান করেছেন তিনি।

এদিকে চোট কাটিয়ে শান্ত ফিরেছেন এনসিএল টি-টোয়েন্টি দিয়ে। এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন তিনি। যদিও প্রথম ম্যাচেই গোল্ডেন ডাক মারেন বাঁহাতি এই ব্যাটার।

২৭ জানুয়ারি শবে মেরাজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ১:৩০ অপরাহ্ণ
২৭ জানুয়ারি শবে মেরাজ

বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে। আর, আগামী ২৭ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ পালিত হবে।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আব্দুর ছালাম খান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের প্রশাসক মো. ফখরুল ইসলাম, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. আবদুল মালেক, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক মো. রুহূল আমিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান,সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার প্রধান মাওলানা অধ্যক্ষ মিঞা মোঃ নূরুল হক, লালবাগ শাহী জামে মসজিদের সানি খতিব মুফতি আফনান মুহাম্মাদ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ১:১৭ অপরাহ্ণ
রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বিতর্কিত বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের উগ্রবাদী মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম ওই আবেদনের ওপর শুনানি শেষে জামিন নামঞ্জুর করে দেন।

সকাল সোয়া ১০টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে বিতর্কিত প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে জামিন শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল।

চিন্ময়কে এদিন আদালতে হাজির করা হয়নি। আদালতে আইনজীবীর উপস্থিতিতে আসামির ভার্চুয়াল হাজিরায় জামিন শুনানি হয়। শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে আদালত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, শুনানি হয়েছে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

এদিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ আপত্তি জানিয়ে বলেছে। এটি রাষ্ট্রদ্রোহ মামলা, এর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন। আদালত জামিন নামঞ্জুর করেছেন। কেউ সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যাবার সুযোগ রয়েছে৷’

বিতর্কিত চিন্ময় দাসের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য বলেন, জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আমরা উচ্চ আদালতে যাবো।

গত বছর ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। যেখানে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে কট্টর হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনের গেড়ুয়া পতাকা টানানো হয়। এর কয়েক দিন পর গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।

২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় বিমান বন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন ট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বিতর্কিত চিন্ময়ের উগ্রবাদী অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।

২৬ নভেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় দাসের জামিন না মঞ্জুর হলে ওইদিনই চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি অনুষ্ঠিত ছিল ৩ ডিসেম্বর। কিন্তু ওইদিন চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি রাষ্ট্রপক্ষও শুনানির জন্য সময়ের আবেদন করেন। এসবের পরিপ্রেক্ষিতে আদালত জামিন শুনানির জন্য ২০২৫ সালের ২ জানুয়ারি দিন ধার্য করেন।