হিলি দিয়ে ফের আমদানি-রফতানি শুরু « বিডিনিউজ৯৯৯ডটকম

হিলি দিয়ে ফের আমদানি-রফতানি শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২২ | ৩:৩৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২২ | ৩:৩৫
Link Copied!

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের আমদানি-রফতানি কার্যক্রম শুরু রয়েছে। এর আগে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক বিকল হওয়ায় পৌনে দুই ঘণ্টা আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়। শনিবার (২১ মে) দুপুর ১টায় বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়। বেলা সোয়া ১১টা থেকে বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ জানান, বেলা পৌনে ১১টায় ভারত থেকে আসা পাথরবাহী একটি ট্রাক শূন্যরেখা পার হয়ে হিলি কাস্টমস ভবনের সামনে বন্দরের প্রধান সড়কে বিকল হয়ে পড়ে। এতে বিকল্প কোনও পথ না থাকায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে পারছিল না। তাই বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়। ভারত থেকে ট্রাকের মিস্ত্রি এসে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ট্রাকটি সচল করেন। এরপর পাথরবাহী ট্রাকটি বন্দরের ভেতরে প্রবেশ করে।