দুমকিতে কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্যের মনোনয়ন পত্র চূড়ান্তভাবে বাতিল ১ « বিডিনিউজ৯৯৯ডটকম

দুমকিতে কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্যের মনোনয়ন পত্র চূড়ান্তভাবে বাতিল ১

মোঃ নাসির উদ্দিন জুয়েল, বরিশাল।
আপডেটঃ ২০ জুলাই, ২০২২ | ১১:৫৪
মোঃ নাসির উদ্দিন জুয়েল, বরিশাল।
আপডেটঃ ২০ জুলাই, ২০২২ | ১১:৫৪
Link Copied!

মোঃ নাসির উদ্দিন জুয়েল, বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকির আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য পদে মোঃ জসিম উদ্দিন হাওলাদারের বাতিলকৃত মনোনয়ন পত্রের আপীলের বিষয়ে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে আপীল না করায় পূর্বের সিদ্ধান্তই বহাল রাখেন নির্বাচন কমিশনের অন্যতম সদস্য রিটার্নিং অফিসার/ অত্র কলেজের অধ্যক্ষ।

জানা যায়, বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিকদের কাছে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন সহ মানববন্ধন করে প্রতিষ্ঠানের স্বার্থ বিরোধী ও সুনাম নষ্ট হয় এমন কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ১৪ (ক) ধারা মোতাবেক মোঃ জসিম উদ্দিন হাওলাদারের অভিভাবক শ্রেণির সদস্য মনোনয়ন পত্র বাতিল করা হয়। সে মোতাবেক বাতিলকৃত মনোনয়ন পত্রের বিষয়ে নির্বাচন কমিশনের অন্যতম সদস্য রিটার্নিং অফিসার (অত্র কলেজ অধ্যক্ষ) এর নিকট প্রার্থী স্বংয় উপস্থিত থেকে লিখিতভাবে ১৯ জুলাই (মঙ্গলবার), ২০২২ তারিখ সকাল ১০ টায় আপীল, আপীল শুনানি ও নিষ্পত্তি করার জন্য তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু জসিম উদ্দিন হাওলাদার নির্দিষ্ট সময়ে আপীল না করায় পূর্বের সিদ্ধান্তই বহাল রাখা হয়।

মোঃ জসিম উদ্দিন হাওলাদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার কাজ থাকায় একটু পরে কলেজে গিয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশনের অন্যতম সদস্য রিটার্নিং অফিসার/ অত্র কলেজের অধ্যক্ষকে তাঁর কলেজ কার্যালয়ে পাইনি।

বিজ্ঞাপন

অভিভাবক মোঃ জসিম উদ্দিন হাওলাদারের মনোনয়ন পত্র অবৈধভাবে বাতিল করা হয়েছে কি না এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের অন্যতম সদস্য রিটার্নিং অফিসার/ অত্র কলেজের অধ্যক্ষ জানান, জসিম হাওলাদারের বাতিলকৃত মনোনয়ন পত্রের বিষয়ে আপীলের জন্য আজ (১৯ জুলাই) সকাল ১০ টায় তারিখ ও সময় নির্ধারিত ছিল। কিন্তু তিনি কয়েকজন লোক নিয়ে দুপুর ১ টার দিকে কলেজে এসেছিলেন।

শুনানির জন্য সকাল ১০ টা হতে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত কার্যালয়ে উপস্থিত থাকাকালীন সময়ে আপীল নিষ্পত্তির ব্যপারে কোন লিখিত আবেদন না পাওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী সয়ংক্রিয়ভাবে তাঁর মনোনয়ন পত্রটি বাতিল হয়ে গেছে। পরক্ষনে দাপ্তরিক কাজে আমি উপজেলায় চলে যাই।

উল্লেখ্য, ২০২২ সালের ১৫ আগস্ট চলামান কমিটির মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার পূর্বে নতুন কমিটি গঠনের লক্ষে গত ২৫ জুন,২০২২ গেজেট প্রকাশ করা হয়। সে মোতাবেক অভিভাবক শ্রেণির সদস্য পদে আজিজ খন্দকারের ছেলে মোঃ ফারুক খন্দকার, জয়নউদ্দীন হাওলাদারের ছেলে আঃ রাজ্জাক হাওলাদার, মৃত নজমত আলীর ছেলে মোঃ মিজানুর রহমান, মৃত আবদুস সাত্তার হাওলাদারের ছেলে এনায়েতুর রহমান, মোঃ চান মিয়া খানের ছেলে মোঃ মোশারফ খান ও মৃত মমতাজ উদ্দীন হাওলাদারের ছেলে মোঃ জসিমউদদীন হাওলাদার সদস্য মনোনয়ন পত্র দাখিল করে ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ: