দুমকিতে সদস্যপদে ইউপি উপনির্বাচন সম্পন্ন,বিজয়ি জলিল « বিডিনিউজ৯৯৯ডটকম

দুমকিতে সদস্যপদে ইউপি উপনির্বাচন সম্পন্ন,বিজয়ি জলিল

মোঃনাসির উদ্দিন (জুয়েল)।
আপডেটঃ ২৭ জুলাই, ২০২২ | ১১:৫৭
মোঃনাসির উদ্দিন (জুয়েল)।
আপডেটঃ ২৭ জুলাই, ২০২২ | ১১:৫৭
Link Copied!

মোঃনাসির উদ্দিন (জুয়েল): পটুয়াখালীর দুমকিতে শ্রীরামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্যের মৃত জনিত কারনে শুন্য পদে শান্তিপূর্ণ পরিবেশে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে মো. জলিলুর রহমান মৃধা ফুটবল প্রতীক নিয়ে ৪৭৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৭ জুলাই) সকাল ৮ টায় চরবয়েড়া মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে যথাসময়ে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টায় শেষ হয়। নির্বাচনে ৪শ’৭৮ ভোট পেয়ে মো. জলিলুর রহমান (ফুটবল) বেসরকারি ভাবে সাধারণ সদস্য নির্বাচিত হন। অপর প্রার্থী সাবেক ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন মৃধার স্ত্রী মোসাঃ লায়লা পারভীন (মোরগ) ৩শ’৮০ ভোট পান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০ সালের ১০ ডিসেম্বর রাতে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন মৃধার মৃত্যু হয়।

বিষয়ঃ: