প্রশাসন ও সাংবাদিকের সহযোগিতায় রাজশাহীতে বাল্যবিবাহ বন্ধ « বিডিনিউজ৯৯৯ডটকম

প্রশাসন ও সাংবাদিকের সহযোগিতায় রাজশাহীতে বাল্যবিবাহ বন্ধ

মোঃ সাঈদ হাসান পিন্টু, রাজশাহী মহানগর প্রতিনিধি।
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২২ | ১০:২৮
মোঃ সাঈদ হাসান পিন্টু, রাজশাহী মহানগর প্রতিনিধি।
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২২ | ১০:২৮
Link Copied!

মোঃ সাঈদ হাসান পিন্টু, রাজশাহী মহানগর প্রতিনিধিঃ রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) এবং নগরীর শাহমখদুম থানা এবং সাংবাদিকদের সহযোগিতায় সানজিদা পারভিন (১৪) নাবালিকার বিবাহ বন্ধ করা হয়েছে।

২০ অক্টোবর ২০২২ রোজ বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫ টার সময় শাহমখদুম থানার শহীদ জিয়া শিশু পার্ক এলাকাধীন এক বাসা থেকে এই বিবাহ বন্ধ করা হয়।

জানা গেছে, রাজশাহীর ১০ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সাজ্জাদ আলী শেখ এর মেয়ে সানজিদা পারভিন খাদিজা (১৪)। তার মাতা মোসাঃ সামিরা বেগম, মহল্লা- হাতেম খা, ডাকঘর -জি.পি.ও-৬০০০, থানা- বোয়ালিয়া, জেলা – রাজশাহী।

বিজ্ঞাপন

এবিষয়ে আরও জানা যায় যে, হাতেম খা ১০ নং ওয়ার্ড’র বাসিন্দা মোঃ সাজ্জাদ আলী শেখ ও তার পরিবার সানজিদা পারভিন খাদিজা (১৪) নাবালিকা মেয়ের বিবাহ এক যুবকের সাথে। সেখানে আশপাশের লোকজন যাতে কিছু টের না পায় সেই জন্য ছেলের এক পরিচিত কোয়ার্টারে তাদের আজ গায়ে হলুদ’র আয়োজন করেন। আর এই বিষয়ের ঘটনার সবকিছু জানতে পারে এক স্থানীয় সংবাদকর্মী, সেখানে এই বিষয়টি গুরুত্বসহ কারে প্রথমে রাজশাহীর ডিসি, শাহমখদুম থানার ওসিসহ তার পুরো টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করেন। সে সময় বাল্য বিবাহ’ র খবর পেয়ে এবং তা বন্ধ করতে পেরে শাহমখদুম থানার ওসি, ডিসি সহ স্থানীয় লোকজন সাংবাদিক দের কে সাধুবাদ জানিয়েছে এবং সেই সাথে আগামীতে যাতে এই সকল কাজ নির্বিঘ্নে করে যেতে পারে তার জন্য অনেক শুভকামনা প্রকাশ করেছেন।

বিষয়ঃ: