সিরাজগঞ্জে শাশুড়িকে হত্যা মামলায় পুত্রবধূর যাবজ্জীবন কারাদণ্ড « বিডিনিউজ৯৯৯ডটকম

সিরাজগঞ্জে শাশুড়িকে হত্যা মামলায় পুত্রবধূর যাবজ্জীবন কারাদণ্ড

রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ।
আপডেটঃ ১ নভেম্বর, ২০২২ | ৮:২০
রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ।
আপডেটঃ ১ নভেম্বর, ২০২২ | ৮:২০
Link Copied!
সিরাজগঞ্জে শাশুড়িকে হত্যা মামলায় পুত্রবধূর যাবজ্জীবন কারাদণ্ড -- বিডিনিউজ৯৯৯ডটকম

মোঃ রেজাউল করিম,স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে শাশুড়িকে হত্যা মামলায় পুত্রবধূ নজিরন বেগম কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে এ রায় ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির। রায়ে উল্লেখ করা হয়েছে শাশুড়ী আমেনা বেগম কে হত্যা মামলায় সলঙ্গার গুদারচড় এলাকার মৃত শাকের প্রামানিক এর মেয়ে নজিরণ বেগম (৩৯) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদাণ করা হয়।
মামলার বিবরণ দিয়ে আদালতের পাবলিক পসিকিউটর এ্যাড.আব্দুর রহমান বলেন, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের সাখাওয়াত হোসেনের পুত্র শাহ আলমের সাথে আসামী নজিরন বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নজিরন বেগমের সাথে শাশুড়ি আমেনা বেগমের বনিবনা হচ্ছিল না। বিভিন্ন সময় নজিরন বেগম শাশুড়ি আমেনা বেগমের সাথে ঝগড়াতে লিপ্ত হয়। গত ২০০৯ সালের সেপ্টেম্বর মাসের ১৪ তারিখে সারাদিন নজিরণ বেগম শাশুড়ী আমেনা বেগমের ঝগড়ায় লিপ্ত থাকে।ঐদিন সন্ধ্যায় নজিরণ বেগমের শ্বশুর পার্শ্ববর্তী বাজারে যায়। সে সময় বাসায় শাশুড়ী ও পুত্রবধু ছাড়া কেউ ছিল না। সেই সুযোগে নজিরণ বেগম তার শাশুড়ী আমেনা বেগম কে শ্বাসরোধ করে হত্যা করেন। পরবর্তীতে আমেনা বেগমের স্বামী সাকাওয়াত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে ১৫ জনের স্বাক্ষী উপস্থাপনে প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ অদ্য রায় ঘোষণা করে আসামী নজিরণ বেগমকে কারাগারে প্রেরণ করেন। রাষ্টপক্ষে মামলা পরিচালনা করি আমি পি.পি. আব্দুর রহমান ও আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট শওকত আলী সেলিম।

বিজ্ঞাপন

বিষয়ঃ: