নাটোরে শিশুকে নির্যাতনের দায়ে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন « বিডিনিউজ৯৯৯ডটকম

নাটোরে শিশুকে নির্যাতনের দায়ে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২২ | ১১:৫০
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২২ | ১১:৫০
Link Copied!
নাটোরে শিশুকে নির্যাতনের দায়ে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন -- বিডিনিউজ৯৯৯ডটকম

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় চকলেটের প্রলোভনে সাত ও আট বছরের দুই শিশুকে পাশবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলাম মিয়াজীকে (৬৫) গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) বিকালে বনপাড়া বাইপাস মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্যে রাখেন- বনপাড়া পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ময়েজউদ্দিন, কুমরুল সমাজ উন্নয়ন যুব সংঘের সভাপতি তাইজুল ইসলাম, সম্পাদক মাহবুবুর রহমান, সমাজসেবক শাহীন আলম ও মুসা মুন্সীসহ নির্যাতিত দুই শিশুর পিতা।

মানববন্ধনে বক্তারা বলেন, রফিকুল ইসলাম চকলেট দেয়ার কথা বলে দুই শিশুকে ডেকে বাড়ির স্টোর রুমে নিয়ে গিয়ে তাদের উপর পাশবিক নির্যাতন চালায়। এ ঘটনায় গত সোমবার থানায় লিখিত অভিযোগ দিলেও এ পর্যন্ত পুলিশ মামলা রেকর্ড করেনি এবং অভিযুক্তকে আটক করেনি। তারা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, অন্যথায় আগামীতে আরো বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন তারা।

বিজ্ঞাপন

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিষয়ঃ: