ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০৮ « বিডিনিউজ৯৯৯ডটকম

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০৮

মোহাম্মদ শিশির হোসেন বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৪:৪৬
মোহাম্মদ শিশির হোসেন বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৪:৪৬
Link Copied!
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০৮ -- বিডিনিউজ৯৯৯ডটকম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯০৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও তিন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
রবিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯০৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৭৬ জন ও ঢাকার বাইরে ৪৩২ জন।
বর্তমানে সারা দেশে তিন হাজার ৩৬৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৪২ জন ও ঢাকার বাইরে এক হাজার ৩২৬ জন।

বিষয়ঃ: