বাবা-মায়ের ঝুলন্ত লাশ, কান্না করছে শিশু « বিডিনিউজ৯৯৯ডটকম

বাবা-মায়ের ঝুলন্ত লাশ, কান্না করছে শিশু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৬:৫০
ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৬:৫০
Link Copied!
বাবা-মায়ের ঝুলন্ত লাশ, কান্না করছে শিশু -- বিডিনিউজ৯৯৯ডটকম

সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মায়ের পাশে বসে কান্নারত শিশুপুত্রকে উদ্ধার করা হয়েছে।
রোববার (৬ নভেম্বর) বিকেলে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, একই দিন বেলা ১১টার দিকে দুটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের রাজাবাজ গ্রামের সুভাষ দাসের ছেলে রিপন দাস (২৮) ও সুনামগঞ্জ সদরের মনপুর ইউনিয়নের ফন্দিয়া গ্রামের নির্ণয় তালুকদারের মেয়ে শিপা তালুকদার (২৫)। এক বছর বয়সী তাদের এক পুত্রসন্তান রয়েছে। জানা গেছে, রোববার সকালে ঘরে শিশুর কান্না শুনে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পৃথক কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করে। শিপ্রা দাসের ভাই নিবারণ দাস অভিযোগ করেন, আমার বোনকে ফাঁসিতে ঝুলিয়ে ভগ্নিপতি রিপন আত্মহত্যা করেছে। এমন অভিযোগ অস্বীকার করে রিপনের চাচাতো ভাই অনুকূল তালুকদার বলেন, কী কারণে তারা আত্মহত্যা করেছেন, তা আমরা বুঝতে পারছি না। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে সেটি এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেটের ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, এটি আত্মহত্যা- না হত্যা বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

বিষয়ঃ: