নিখোঁজ দুই এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার কাপ্তাই হ্রদে « বিডিনিউজ৯৯৯ডটকম

নিখোঁজ দুই এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার কাপ্তাই হ্রদে

মোঃ শামীম হোসাইন সিনিয়র স্টাফ রিপোর্টার।
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৬:৫৮
মোঃ শামীম হোসাইন সিনিয়র স্টাফ রিপোর্টার।
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৬:৫৮
Link Copied!
নিখোঁজ দুই এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার কাপ্তাই হ্রদে -- বিডিনিউজ৯৯৯ডটকম

রাঙ্গামাটির লংগদুর কাপ্তাই হ্রদে বালুভর্তি বোট ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ দুই এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ নভেম্বর) তাদের লাশ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ২টার দিকে কাপ্তাই হ্রদে জেলেরা জাল ফেললে টানার সময় জালে উঠে আসে নিখোঁজ শিক্ষার্থী রিটন চাকমার লাশ। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানার পুলিশের সদস্যরা লাশ উদ্ধার করেন। অন্যদিকে ৪০ ঘণ্টা পর রোববার ভোরে কাট্টলী বিল এলাকা থেকে নিখোঁজ শিক্ষার্থী ইলিনা চাকমার লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানার পুলিশের সদস্যরা লাশ উদ্ধার করেন। এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানান, নিখোঁজের পর থেকে আমাদের সদস্যরা ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত আমরা উদ্ধার অভিযান অব্যাহত রাখি। পরে মধ্যরাতে নিখোঁজ দুজনের মধ্যে এক জনের লাশ জেলেদের জালে উঠে আসে। অপরজনের লাশ সকালে হ্রদে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। উল্লেখ্য, ৪ নভেম্বর কাট্টলী বিল এলাকায় বালু বোঝায় ট্রাকের সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় আরও সাত জন আহত হয় এবং দুই জন এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়। এরপর থেকে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করেন।

বিষয়ঃ: