নাগেশ্বরী রায়গঞ্জ সেতুর উদ্বোধন « বিডিনিউজ৯৯৯ডটকম

নাগেশ্বরী রায়গঞ্জ সেতুর উদ্বোধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২২ | ১১:৩৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২২ | ১১:৩৫
Link Copied!
নাগেশ্বরী রায়গঞ্জ সেতুর উদ্বোধন -- বিডিনিউজ৯৯৯ডটকম

সারাদেশের ১০০টি সেতুর সাথে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ সেতুরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে । আজ সোমবার সকাল ১১টায় নাগেশ্বরী উপজেলা পরিষদ অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে জেলা সড়ক বিভাগ।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম-সোনাহাট স্থলবন্দর সড়কের রায়গঞ্জ বাজার এলাকায় অবস্থিত রায়গঞ্জ সেতুর ভার্চুয়ালী উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরম্নল ইসলাম, নাগেশ্বরী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফারজানা জাহান, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসানসহ স্থানীয় ব্যক্তিবর্গ ।
সেতুটির দৈর্ঘ ৯৫ মিটার এবং প্রস্থ ৭.৩ মিটার। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১৩ কোটি ৬৫ লাখ টাকা। ২০১৯ সালে কাজ শুরু হয়ে ২০২১ সালে কাজ শেষ হয়।
নাগেশ্বরী উপজেলার উপর দিয়ে প্রবাহিত ফুলকমোর নদীর উপর ব্রিটিশ আমলে নির্মিত সেতুর পাশে এই সেতু নির্মাণ করা হয়।

বিজ্ঞাপন

সেতুটি নির্মাণের ফলে সোনাহাট স্থলবন্দরের পন্য পরিবহন সহজ হবে এবং এর সুবিধা ভোগ করবেন জেলার মানুষ।

কুড়িগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, সেতুটি কুড়িগ্রাম-সোনাহাট জাতীয় মহাসড়কের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকায়। সেখানে ব্রিটিশ আমলের সেতুটি জরাজীর্ণ হয়ে পড়লে তার পাশ ঘেষে নতুন সেতুটি নির্মাণ করা হয় । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে দেশের ১০০টি সেতুর সাথে এই সেতুটিরও উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ: