উজিরপুরে তুচ্ছ ঘটনায় হামলার শিকার ৮ মাসের শিশু ও তার মা « বিডিনিউজ৯৯৯ডটকম

উজিরপুরে তুচ্ছ ঘটনায় হামলার শিকার ৮ মাসের শিশু ও তার মা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ১১:৫৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ১১:৫৬
Link Copied!
উজিরপুরে তুচ্ছ ঘটনায় হামলার শিকার ৮ মাসের শিশু ও তার মা -- বিডিনিউজ৯৯৯ডটকম

নাসির শরীফ, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৮ মাস বয়সী শিশু ও তার মা গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার পশ্চিম শোলক গ্ৰামের আব্বাস আলী প্যাদার সাথে তার ভাই আক্কাস আলীর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে আব্বাস আলীর রোপিত গাছের সুপারী জোর পূর্বক পেড়ে নিয়ে যায় তার ভাই আক্কাস আলী। এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুর ২টায় আব্বাস বাড়িতে না থাকার সুযোগে বসত ঘরে ঢুকে প্রতিপক্ষ আক্কাস আলী ও তার ছেলে রাহাদ,স্ত্রী রিনা বেগম মিলে প্রকাশ্যে আব্বাস আলীর স্ত্রী সাবিনা বেগমের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে এবং কোলে থাকা ৮ মাস বয়সী অবুঝ শিশু আবুবকরের মাথায়ও আঘাত প্রাপ্ত হয়। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আহত অবুঝ শিশু ও তার মা উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আহত’র স্বামী আব্বাস আলী বাদী হয়ে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। আহত’র স্বামী আব্বাস আলী জানান আমার জমিজমা আত্মসাত করার জন্য আমার ভাইয়ের স্বপরিবার মিলে আমার স্ত্রী ও অবুঝ সন্তানকে পিটিয়ে আহত করেছে। এমনকি ইতিপূর্বে আমাকে পিটিয়ে মানসিক ভারসাম্যহীন করেছিল। দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ্য হয়েছি। এ ব্যাপারে অভিযুক্ত আক্কাস আলী প্যাদা জানান উভয় পক্ষের মধ্যে মারধরের ঘটনা সংঘটিত হয়েছে। বিষয়টি নিয়ে মিমাংসার চেষ্টা চলছে। উজিরপুর মডেল থানার এ,এস,আই রাজিব দাস সনেট জানান উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত পূর্বক পরবর্তীতে ব্যবস্হা গ্রহণ করা হবে। এস,আই মাজেদুল জানান উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে। অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার।

বিষয়ঃ: