নামাজরত অবস্থায় প্রাইভেটকার চালকের মৃত্যু « বিডিনিউজ৯৯৯ডটকম

নামাজরত অবস্থায় প্রাইভেটকার চালকের মৃত্যু

মোঃ নাসির উদ্দিন জুয়েল বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ।
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ১২:০৪
মোঃ নাসির উদ্দিন জুয়েল বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ।
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ১২:০৪
Link Copied!
নামাজরত অবস্থায় প্রাইভেটকার চালকের মৃত্যু -- বিডিনিউজ৯৯৯ডটকম

ময়মনসিংহ নগরীর গোদারাঘাট পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এক যুবক নামাজরত অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে নগরীর পুরাতন বাসস্ট্যান্ড এলাকার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম হাফেজ খোরশেদুল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার (৭ নভেম্বর) ওই এলাকায় এ ঘটনা ঘটনা।

মৃত ব্যক্তি নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে সুমন মিয়া (৩৫)। তিনি পেশায় একজন প্রাইভেটকারচালক ছিলেন। এ বিষয়ে মসজিদের ইমাম হাফেজ খোরশেদুল সাংবাদিকদের জানান, সোমবার বিকেলে সুমন আসরের সময় ফরজ নামাজে শরিক হতে পারেননি। পরে মসজিদে একা নামাজ আদায় করছিলেন তিনি। এ সময় সিজদায় গিয়ে সুমন উঠতে না পারেননি। পরে আমরা টের পেয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ: